স্বাধীনতা দিবস উপলক্ষে আমার একটা বাংলা কবিতা : যুদ্ধক্ষেত্র

received_149965377130321.jpeg

মুহূর্তে বিস্ফোরণ আর চারিদিকে ধোঁয়াময়
বন্ধুকের গুলি শেলের আলোর ঝলকা
রেজিমেন্টের বন্ধুরা মৃতপ্রায়
আমি একা-
যুদ্ধক্ষেত্রে আমি একা
কর্ণ বিদারিণী শব্দ আর চারিদিকে ধুলোয় ঢাকা।
আমি অচেতন
পড়ে আছি নিঃসঙ্গ বালিকনায়
অস্পষ্ট চোখে দেখতে পাই নিজের স্বপ্নগুলোকে
ওই দূরে আঘাত হানি শত্রুর ঢেড়ায়
যেতে ইচ্ছে করে বহুদূর কিন্তু হায়
একটুও শক্তি পাই না নিজের দুটি পা'য়
তবু উদ্ধত স্বভাবে রুদ্ধশ্বাস ছাড়ি
ভীতু নই আমি মৃত্যুর স্বাভাবিকতায়।
চোখ বন্ধ করি উপলদ্ধি আসে
শুধু বিস্ফোরণ আর বিস্ফোরণ
কোটি কোটি বিস্ফোরণ আসে
নিজের রক্ত আর নিঃশ্বাসে

অতীতের দুস্টুমি ,বেড়ে ওঠা এক যুবক
ছুটে বেড়ানো সরষে ক্ষেত্র আর মাথায়
মাটির তিলক
দু চোখে স্বপ্ন আর রঙের খেলায়
হারিয়ে যেতাম সরষের আঙ্গিনায়
স্বপ্ন ছিলো রঙিন , রঙিন ছিলো তার চেহেরা
সাদা চুড়িদারে সে হেঁটে দিত মনের কিনারা
ছিলো তার এক গোছা আবদার
মিশে যেতে ইচ্ছা করতো রোজ
নিজেকে অজানা করে
তার কাছে হয়ে যেতাম নিখোঁজ।

দেখি গন্তব্য; ডাক দেয় ভবিষ্যৎ
ভুলি না আজও প্রিয়তমার কথা দেওয়া রাত
মনে মনে হাসি
নিজের উপস্থিতি পরিচয় পায় যুদ্ধরণে
অভ্যস্ত অভ্যাস আজ বারুদের বিস্ফোরণ এ
চেতনা পুনরাবৃত্তি
শ্রবণযোগ্য কমান্ডোর চিৎকার
শব্দ দূত পাঠায় তোলা এবার হাতিয়ার
বিভেদ ঘটে নিজের চিন্তা
জীবন যুদ্ধে ভীতু নয় আমি
মৃত্যুরসাস্বাদকারী আমিই বীর যোদ্ধা
বন্দুকের উপর ভর দিই
আকাশ ছুঁতে চায় মাথা
সহসাই বুক হয় ছিদ্র
পাঁচ ইঞ্চির ধাতবখন্ড গাঁথা
চিন্তার স্রোতে বাঁধা পড়ে
চিন চিন করে বক্ষ দেশ
শ্বাস প্রশ্বাসে মিশে যায়
অনুভূত হয় রিক্ত আবেশে
অস্পষ্ট হয় পৃথিবী দৃশ্যমান
স্মৃতি তে ভাবনারা স্লান
তবুও ভালোবাসি সেই প্রিয়তমা
আজও প্রিয়মান।

কবি : @greenphotoman
Powered by @greenphotoman

Sort:  
 3 years ago 

অসাধারণ হয়েছে ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া

ভাই আপনাকেও অনেক ধন্যবাদ কবিতা টি পড়ার জন্য।

 3 years ago 

অনেক সুন্দর হয়েছে ।অনেক গভীরতা লুকিয়ে আছে কবিতার মাঝে । অনেক ধন্যবাদ।

 3 years ago 

স্বাধীনতাকে নিয়ে লেখা কবিতাটি চমৎকার হয়েছে ভাইয়া।শুভকামনা রইলো।

 3 years ago 

অনেক সুন্দর কবিতা লিখেছেন। ধন্যবাদ ভাই শেয়ার করার জন্য

ধন্যবাদ ভাইয়া

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.15
JST 0.029
BTC 60836.32
ETH 2449.94
USDT 1.00
SBD 2.65