You are viewing a single comment's thread from:

RE: জাতীয় বিশ্ববিদ্যালয় এ ভর্তির অভিজ্ঞতা।।

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)

শুনে ভাল লাগলো যে আপনি আপনার পছন্দের কলেজে ভর্তি হতে পেরেছেন। সঠিকভাবে আপনি আপনার উচ্চ শিক্ষা শেষ করুন, এই কামনা রইল।

আপনার শেয়ার করা ছবি গুলোর মাধ্যমে আমরা কারমাইকেল কলেজের একটা চিত্র বুঝতে পারলাম। ধন্যবাদ এজন্যেও।


ক্ষুদে স্বাস্থ্যবার্তা
রক্তের সুগার (Blood sugar) পরিমাপ করা হয় সাধারণত ২টা ইউনিট এ; মি.লি.মোল (mmol/l) এবং মি.লি.গ্রাম (mg/dl)। আমরা অনেকেই কনফিউজড থাকি এটা নিয়ে। খুব সহজেই একটা থেকে অন্যটাতে কনভার্ট করা যায়। মি.লি.মোল × ১৮= মি.লি.গ্রাম এবং মি.লি.গ্রাম ÷ ১৮= মি.লি.মোল।


উদাহরণ দেখিঃ ১। রক্তের সুগার ৫ মি.লি.মোল= ৫ × ১৮= ৯০ মি.লি.গ্রাম। ২। রক্তের সুগার ১৮৫ মি.লি.গ্রাম= ১৮৫ ÷ ১৮=১০.২৭ মি.লি.মোল।

Sort:  
 2 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার অনুপ্রনামূলক মন্তব্যের জন্য। সুন্দর মতামত প্রকাশের জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।