জীবনের গল্প || আপোষকামিতা নাকি নির্বুদ্ধিতা

in আমার বাংলা ব্লগ15 days ago

হ্যালো বন্ধুরা,

কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি এবং সুস্থ আছি। হৃদয়ের চঞ্চলতায় চারপাশের প্রকৃতি দারুণভাবে উপভোগ করার চেষ্টা করছি। সবুজ ও সতেজ শীতের উষ্ণতা যেন হৃদয়ের সকল অস্থিরতা মুহুর্তের মাঝেই দূর করে দেয়। সুতরাং বুঝতেই পারছেন শীতের দারুণ উষ্ণতা এবং বাংলাদেশের বর্তমান রাজনীরিত উত্তেজনা দুটোই চমৎকারভাবে আমাকে এবং আমার চারপাশের মানুষগুলোকে প্রভাবিত করছে। আর এসব উপেক্ষা করে সুস্থতা ধরে রাখতে পারাটা সত্যি আল্লাহর অনেক বড় নেয়ামত।

আমরা নানা সময় নানা ধরনের নীতি কথা বলে থাকি কিন্তু আসলে কি আমরা সেটা বাস্তবায়ন করতে পারি? না, প্রায় সময়ই আমরা কথায় কথায় বড় হয়ে যাই কিন্তু বাস্তবতা দেখা যায় পুরো উল্টোটা। অর্থাৎ নীতির কথায় আমরা সবাই বড় সেজে থাকি কিন্তু বাস্তবে আমরা নীতি নয় বরং স্বার্থের কাছে নতি স্বীকার করে থাকি। আধুনিক সুযোগ সুবিধা আমাদের নীতি হতে দূরে সরিয়ে দেয়ে, নগদ প্রাপ্তির লোভ আমাদের পথভ্রষ্ট করে দেয়। তাই আমরা কথা বলার সময় যতটা জোর গলায় বলি বাস্তবে কিন্তু ততোটা কঠিন কিংবা আপোষহীন থাকতে পারি না।

hands-2692451_1280.jpg

হ্যা, সময় কিংবা পরিস্থিতি সব সময় আমাদের পক্ষে থাকে না। মাঝে মাঝে আমরা অন্যায়ের কাছে নতি স্বীকার করি এবং সময়ের সাথে আপোষ করে নিজেকে দোষী হিসেবে সাব্যস্ত করি। কিন্তু কথা হলো যেখানে আমার ভুল নেই, যেখানে আমি সঠিক অবস্থানে আছি সেখানে কেন আমরা আপোষ করি? সেখানে কেন আমরা মাথা নত করি? আমি জানিনা এখানে আমাদের যুক্তি কিংবা ব্যাখ্যা কি কিন্তু আমি এখানে মোটেও আপনাদের সাথে একমত হতে পারবো না। আমি আমার জায়গায় কিন্তু একদম স্পষ্ট থাকি, যেটা আমি করি নাই সেটা কেন স্বীকার করে নেব?

যেখানে আমার ভুল নেই সেখানে কেন আমি আপোষ করবো। হ্যা, পরিস্থিতি বিবেচনায় হয়তো অনেক ক্ষেত্রে প্রতিবাদী হতে পারি না কিন্তু তাই বলে আপোষ করি না। যেখানে মাথা উচুঁ করার সুযোগ থাকে সেখানে স্পষ্টভাবে উচ্চতা ধরে রাখি আর যেখানে সেটা সম্ভব নয় সেখান হতে নিজেকে গুটিয়ে নেই। কারণ আর যাই হোক আপোষ করে সুবিধা আদায় করে নেয়াটা আমার মাঝে নেই, আমি সেটা করতে পারবো না। সুবিধা কিংবা সুযোগ, এটাই কি জীবনের সব? এগুলো ছাড়া কি বেঁচে থাকা অসম্ভব? সুখই কি আমাদের জীবনের শেষ ঠিকানা?

এই প্রশ্নগুলো যদি আপনার মাঝে না উদয় হয় তাহলে আপনার জন্য মাথা নত করা ঠিক আছে, আপনার জন্য পরিস্থিতি বিবেচনায় আপোষ করাটাই বুদ্ধিমানের কাজ। কারণ এমন সুযোগ সুবিধা হারিয়ে নির্বুদ্ধিতার পরিচয় বহন করা এখানে বেশী সুখকর অধ্যায়ের সূচনা করবে। আমাদের সমাজটাই এখন এমন হয়ে গেছে এখানে বুদ্ধিমান আর বোকাদের সংজ্ঞাও পরিবর্তন হয়ে গেছে, তাই সেটা নিয়ে যে খুব বেশী মানুষ চিন্তা করি সেটাও কিন্তু ঠিক না। এখন আপোষ করে যদি সুখকর পরিবেশ নিশ্চিত করা যায়, তাহলে সেটা কেন নষ্ট করবেন!

Image Taken From Pixabay

ধন্যবাদ সবাইকে।
@hafizullah

break .png
Leader Banner-Final.pngbreak .png

আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

break .png

Banner.png