বেনিফিশিয়ারি যোগ করবেন কিভাবে || How to Add Beneficiary || #amarbanglablog tutorial

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)

Contest-2 copy.png

ব্লকচেইন মানেই চমৎকার একটি সুযোগ, নিজেকে মেলে ধরার, সৃজনশীলতা প্রকাশের এবং আলোকিত ভবিষ্যৎ গড়ার। আমি যখন প্রথম স্টিম ব্লকচেইনে প্রবেশ করি, তখন হতে এই শব্দগুলো শুনেছি এবং নিজের হৃদয়ে গেঁথে নিয়েছি। কারন আমি এখানে একদিনের জন্য কাজ করার উদ্দেশ্য নিয়ে আসি নাই। বরং শেষের শব্দটিকে আমি নিজের মনে করে নিয়েছি। আলোকিত ভবিষ্যৎ, যদি আমি এখানে নিজেকে দীর্ঘ মেয়াদে যোগ করতে সক্ষমতা অর্জন করতে পারি, তবে অবশ্যই এটা সম্ভব। আর এই সম্ভাবনাকে বাস্তবে রূপ দিতে আমি সব সময় চেষ্টা করেছি নিজের মেধার ব্যবহার এবং সুজনশীলতা প্রকাশের।

আমার বিশ্বাস এবং ধারাবাহিক প্রচেষ্টাসমূহ আমাকে আমার কাংখিত লক্ষ্যে পৌছাতে দারুণ প্রভাব ফেলবে। তবে সেটা একদিনে সম্ভব না, বরং ধীরে ধীরে সম্ভব হয়ে উঠবে। পারস্পরিক সহযোগিতা, আস্থা এবং বিশ্বাস এই ক্ষেত্রে সবচেয়ে বেশী জরুরী। আমরা সব সময় বলে থাকি, আজকের অল্প সঞ্চয় আগামী দিনের বিশাল ইমরাত হিসেবে গড়ে উঠবে। এই কথাটা ব্লকচেইনে দারুণভাবে প্রযোজ্য। আপনি আজকে যদি কোন টীমের সাথে কাজ শুরু করেন এবং সেখানে যদি পারস্পরিক সম্পর্ক, বিশ্বাস এবং আস্থা ঠিক থাকে, তবে অবশ্যই আগামীর দিনগুলো আরো বেশী আলোকিত ও সফল হবে। কথাগুলো আমার মতো আপনার হৃদয়ে গেঁথে নিন, যদি ভালো কিছু করার স্বপ্ন আপনার মাঝে থাকে।

উপরের কথাগুলো আমার বিষয়ের সাথে মোটেও প্রাসঙ্গিক না, কিন্তু তবুও আমি কেন শেয়ার করলাম? একটু চিন্তা করুন, কিছু করার পূর্বে যদি নিজের মন ও মানসিকতাকে ঠিক কিংবা স্থির করতে না পারেন, তবে সেখানে ভালো কিছু অর্জনতো দূরের কথা ভালো সময় ব্যয় করাও আপনার জন্য কঠিন হয়ে যাবে। সুতরাং আমি চাই নিজেকে প্রশ্ন করুন, নিজের উত্তরগুলো জানার চেষ্টা করুন এবং তারপর শুরু করুন। ‘আমার বাংলা ব্লগ’ সব সময় আপনার পাশে থেকে উৎসাহ যুগিয়ে যাবে, নিশ্চয়তা দিচ্ছি।

মূল প্রসঙ্গে ফিরে আসছি, যারা গুনগত মান ঠিক রেখে ভালো কিছু শেয়ার করেন কিংবা নিজের সৃজনশীলতা প্রকাশে ভালো কিছু করার চেষ্টা করছেন, তাদেরকে আরো বেশী অনুপ্রাণিত করার জন্য আমার বাংলা ব্লগের এ্যাডমিন এবং উদ্যোক্তা @rme দাদা চমৎকার একটি উদ্যোগ নিয়েছেন। এটা হয়তো ইতিমধ্যে আপনারা সবাই জেনে গেছেন। আর সেটা হলো @shy-fox@shy-fox এখনো শিশু কিন্তু যথেষ্ট ক্ষমতাধর বটে। তবে @shy-fox এর সাপোর্ট পাওয়ার জন্য আপনাদেরকে বাড়তি একটি বিষয়ের প্রতি লক্ষ্য রাখতে হবে বাধ্যতামূলকভাবে। হ্যাঁ বিষয়টি এখানে বাধ্যতামূলক, এই বিষয়ে কোন ছাড় দেয়ার হবে না। সুতরাং আপনার লেখার মাঝে যদি সৃজনশীলতা থাকে, যদি আপনি দক্ষতার সাথে সেটা প্রকাশ করতে সক্ষম হন, তবে আপনার জন্য বাড়তি সাপোর্ট পাওয়ার দারুন সুযোগ রয়েছে। তার জন্য আপনাকে @shy-fox কে কমপক্ষে ১০% বেনিফিশিয়ারি প্রদান করতে হবে।

কিন্তু যদি আপনার কাজে যদি দক্ষতা কিংবা গুনগত মান ঠিক না থাকে অথবা আমরা যদি আপনার কাজে সৃজনশীলতা দেখতে না পাই, তবে @shy-fox কে বেনিফিশিয়ারি প্রদান করলেও কোন লাভ হবে না। আমরা আপনার ভালো কাজের সমর্থন করতে চাই, আপনাকে আরো বেশী উৎসাহ দিতে চাই কিন্তু আপনাকে সেটা পাওয়ার জন্য নিজেকে যোগ্য হিসেবে প্রতিষ্ঠিত করতে হবে। তবে একাধিক জটিল বিষয় হতে জ্ঞান লাভ করে কিংবা একাধিক সাইট হতে তথ্য সংগ্রহ করে Re-write হিসেবে কিছু শেয়ার করলে সেটা @shy-fox এর সাপোর্ট এর জন্য যোগ্য বিবেচিত হবে না। সুতরাং আশা করছি বিষয়টি সকলের নিকট পরিস্কার, নিজের যোগ্যতা, সৃজনশীলতা যতো বেশী সুন্দরভাবে প্রকাশ করতে পারবেন এবং @shy-fox কে বেনিফিশিয়ারি হিসেবে যোগ করবেন, তাহলেই কেবল @shy-fox হতে সাপোর্ট পাওয়া সম্ভব হবে।

তবে একটা বিষয় অবশ্যই স্মরণে রাখতে হবে, @shy-fox এবং ‘আমার বাংলা ব্লগ’ দুটো আলাদা বিষয়। “আমার বাংলা ব্লগ” এর নিয়মগুলো শুধুমাত্র আমার বাংলা ব্লগ কিউরেশনের জন্য প্রযোজ্য হবে, এটা @shy-fox এর জন্য প্রযোজ্য না। @shy-fox শুধুমাত্র যোগ্যতম পোষ্টসমূহতে সাপোর্ট দিবে, যারা গুনগত মান ঠিক রাখবে এবং বেনিফিশিয়ারি যোগ করবে তাদের। তাহলে চলুন দেখি, কিভাবে বেনিফিশিয়ারি যোগ করতে হয়-

ধাপ-১

Untitled-1.png

প্রথমে আমার বাংলা ব্লগ কমিউনিটির পেজে প্রবেশ করুন এবং New Post এ ক্লিক করুন।

ধাপ-২

Untitled-2.png

আপনার পোষ্টটি লেখা সম্পূর্ণ হলে, একদম নীচের দিকে খেয়াল করুন এবং Advance Settings এ ক্লিক করুন।

ধাপ-৩

Untitled-3.png

তারপর Add Account এ ক্লিক করুন

ধাপ-৪

Untitled-4.png

এখন উপরের চিত্রের মতো প্রথম বক্সে বেনিফিশিয়ারির পরিমান লখতে হবে (এটা কমপক্ষে ১০% হতে হবে, এর কম গ্রহনযোগ্য হবে না) এবং দ্বিতীয় বক্সে shy-fox লিখুন। এরপর Save এ ক্লিক করুন।

ধাপ-৫

Untitled-5.png
এখন কিভাবে নিশ্চিত হবেন যে, আপনার বেনিফিশিয়ারি যোগ হয়েছে? সেটা বুঝার জন্য নীচের দিকে লক্ষ্য করুন এবং দেখুন Advance Settings লেখাটির উপরে Beneficiaries: 1 set শব্দটি দেখাচ্ছে কিনা? যদি দেখায় তাহলে বুঝতে হবে আপনার বেনিফিশিয়ারি যোগ হয়েছে।


এখন আপনার পোষ্টটি শেষ করুন, টাইটেল এবং ট্যাগগুলো লিখুন, এরপর পোষ্ট এ ক্লিক করার মাধ্যমে প্রকাশ করুন। মনে রাখবেন আপনার পোষ্টটি একবার প্রকাশিত হয়ে গেলে, সেটিকে এডিট করে নতুনকরে বেনিফিশিয়ারি যোগ করা যাবে না। সুতরাং পোষ্টটি প্রকাশ করার পূর্বে অবশ্যই বেনিফিশিয়ারি যোগ করা হয়েছে এটা নিশ্চিত হতে হবে।

এরপরও কারো যদি বুঝতে সমস্যা হয় কিংবা কোন প্রশ্ন থাকে এ বিষয়ে, আমাদের ডিসকর্ড চ্যানেলে যোগাযোগ করুন, আমরা চেষ্টা করবো আপনার সমস্যার সমাধান দেয়ার।

ধন্যবাদ সবাইকে।

break.png
Leader Banner-Final.pngbreak.png

আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

break.png


Support @amarbanglablog by Delegation your Steem Power

100 SP250 SP500 SP1000 SP2000 SP

-cover copy.png

Sort:  
 3 years ago 

অনেক সুন্দর, শিক্ষামুলক ও উপকারি টিউটোরিয়াল পোস্ট করেছেন@hafizullah ভাই।
আগে সেটিংসটি জানা ছিল না।এখন পুরা জানা হলো এ জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
এখন Shy-fox বাদে আবার যখন সাধারণ পোস্ট করবো, তখন কি সেটিংসটি আবার করতে হবে?

নাকি অটোমেটিক সাধারন সেটিংসটি এসে যাবে?

 3 years ago 

অটোমেটিক কিছুই হবে না , আপনাকে প্রত্যেকবার ম্যানুয়ালি করতে হবে ।

 3 years ago 

হ্যাঁ ভাই বুঝতে পারছি।
দুএকবার পোস্ট কর সেই অভিজ্ঞতা হলো।
ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আমাদের সকল বন্ধুদের জন্য একটি খুব দরকারী টিউটোরিয়াল দেওয়ার জন্য ধন্যবাদ যারা তাদের পোস্টে বেনিফিশিয়ারি করা সম্পর্কে বোঝেন না।

দরকারী টিউটোরিয়ালের জন্য ধন্যবাদ স্যার

 3 years ago (edited)

জি ভাইয়া আমি মনে করি বেনিফিশিয়ারি যোগ করাটা সবার জন্যই প্রয়োজন। আপনার এই পোস্টের মাধ্যমে আমাদেরকে শিখিয়ে দেয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

 3 years ago 

না এটা সবার জন্য প্রযোজ্য না, যাদের পোষ্ট গুনগত মান সম্পন্ন এবং ভালোভাবে সৃজনশীলতা প্রকাশ করতে পারে, তাদের জন্য।

আপনাকে ধন্যবাদ জানাই ভাইয়া, এতো সুন্দর করে বেনিফিশিয়ার যোগ করার বিষয় এবং @shy-fox এর সার্পোট পাওয়ার বিষয়ে সুন্দর করে বোঝানের জন্য।

আশা করি এই পোষ্টটা দেখার মাধ্যমে সবাই বেনিফিশিয়ার কিভাবে যোগ করতে হয়, তা খুব ভালো করে বুঝতে পারবে এবং তাদের পোষ্টগুলেতে সঠিক নিয়মে বেনিফিশিয়ার যোগ করবে। আমি নিজেও প্রথম দিকে পারতাম না। পরে একজন আমাকে শিখায়ে দিয়েছিলেন।

ধন্যবাদ ভাইয়া এতো সুন্দর করে বুঝিয়ে দেওয়ার জন্য। আপনার জন্য ভালোবাসা রইল।

 3 years ago 

আপনাকে ধন্যবাদ মন্তব্য ভাগ করে নেয়ার জন্য।

অনেক সুন্দর একটি তত্ত্ব আমাদের সামনে তুলে ধরেছেন প্রিয় ভাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ আর যে বিষয়টি আপনি আমাদের সামনে তুলে ধরেছেন বিষয়টি অত্যন্ত দরকারী এবং আবশ্যক একটি বিষয়।

 3 years ago 

অনেকেই বেনিফিশিয়ারি যোগ করতে পারেন না, তাই সহজভাবে উপস্থাপন করেছি। ধন্যবাদ আপনাকে

 3 years ago 

ভাইয়া খুবই সহজ সরল ভাবে বিষয়টি বুঝিয়ে দিলেন।আশা করি এখন আর কারো বুঝতে অসুবিধা হবে না।ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

জ্বী আপু চেষ্টা করেছি মাত্র। ধন্যবাদ

 3 years ago 

আশাকরি এবার আর বেনিফিশারি নিয়ে ইউজারদের আর কোন কনফিউশন থাকবে না । ধন্যবাদ ভাই বিষয়টি সুন্দর ভাবে উপস্থাপন করার জন্য।

 3 years ago 

জ্বী ভাই আমিও তাই প্রত্যাশা করছি। দেখা যাক কতটুকু ফলপ্রশু হয়।

খুবই কার্যকরী পোস্ট, বিশেষ করে যারা জানেন না কিভাবে বেনিফিশিয়ারি যোগ করতে হয়। আমিও টিউটোরিয়ালের মাধ্যমে শিখেছি 🙂

 3 years ago 

হ্যা, সেটাই ভাই। ধন্যবাদ

আপনাকে স্বাগতম ভাইজান ❤️

 3 years ago 

আপনার পোস্টের প্রথম কথাগুলো আমাকে খুব মোটিভেট করেছে। বেনিফিশিয়ারি সম্পর্কে আমার আসলে ভুল ধারণা ছিল। আমি মনে করতাম ইনকামের পরে হয়ত সেটা ট্রান্সফার করতে হয়। তবে বিষয়টা এখন শিখে নিয়েছি। অসংখ্য ধন্যবাদ

 3 years ago 

ধন্যবাদ বুঝতে পারার জন্য।

 3 years ago 

এই পোস্টটা খুবই প্রয়োজন ছিলো। কারন অনেকেই জানে না কিভাবে বেনিফিশিয়ারি সেট করতে হয়। যার ফলে নতুন অনেকেই ভুল করছিল। ধন্যবাদ হাফিজ ভাই কে প্রয়োজনীয় পোষ্টটি করার জন্য।

 3 years ago 

হ্যা, এটা সত্য অনেকেই ভুল করতেছিলো, তাই উপস্থাপন করলাম। ধন্যবাদ

Coin Marketplace

STEEM 0.30
TRX 0.12
JST 0.032
BTC 61660.23
ETH 3056.45
USDT 1.00
SBD 3.82