You are viewing a single comment's thread from:

RE: অনুগল্প "ভালোবাসার প্রতিশ্রুতি"

in আমার বাংলা ব্লগ4 years ago (edited)

এটা কি হলো দাদা? অসময়ে এভাবে পুরনো প্রেম হৃদয়ের নির্জীব ঝড়কে আবার জাগ্রত করে তুললো?

একটা ভুলের জন্য, পুরনো স্মৃতিগুলোকে জাগ্রত করার জন্য পারমিতাকে এভাবে পাশ কাটিয়ে যাওয়াটা কি নতুন কোন অন্যায়ের জন্ম দিলো না? শুরুটা ভালো ছিলো, দারুণ একটা গল্পের আমেজ পাচ্ছিলাম, কিন্তু হুট করে দিলেন তো পুরো দৃশ্যপটটা পরিবর্তন করে, দেখা যাক পরবর্তীতে আর কি চমক অপেক্ষা করছে আমাদের জন্য, অপেক্ষায় রইলাম পরবর্তী পর্বের জন্য।

হঠাৎ কোন এক ভালো লাগার মুহুর্তে
তুমি জাগ্রত করলে নিস্তেজ হৃদয়
তুমি ঝড় তুললে নির্জীব হৃদয়ে
তুমি স্মৃতিগুলোকে আলোকিত করলে

আমিতো বেশ ছিলাম, হৃদয়ে লুকিয়ে রেখেছিলাম
স্তব্দ হয়ে যাওয়া, একটা বোবা কান্নার মায়া
নতুন ভাবে নতুন করে, হৃদয়ের স্বপ্নের মোহে
সীমান্তের ওপারের কামনা, ক্ষতগুলোকে মুছে ফেলার আকাংখা

পুরনো স্মৃতিগুলোর আস্ফালন, যন্ত্রণার বীভৎস চিৎকার
অদৃশ্য মায়ার আহবান, আমি কিভাবে ছিন্ন করি বলো?
সীমান্ত পাড়ি দেয়ার বাসনা, আমি ছিন্ন করি বন্ধন
তোমাতে ফিরতে চায় হৃদয়, নিস্তের হৃদয়ের হিল্লোল।

Sort:  
 4 years ago 

আপনার কয়েকটি লাইন জাস্ট মনটাকে একেবারে বিবশ করে দিলো । সত্যিকারের গভীর প্রেমের অনুভব না থাকলে তাকে হারানোর যন্ত্রনাটা উপলব্ধি করতে পারা যায় না । আপনার কবিতার লাইনগুলো সেই সাক্ষ্য দিচ্ছে ।