You are viewing a single comment's thread from:

RE: আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অনু কবিতার আসর-০৪

in আমার বাংলা ব্লগ2 years ago

তোমার চোখের নীল সমুদ্রে
আমি শীতল হই ডুবে ডুবে
তোমার ওষ্ঠদ্বয়ের রাঙ্গা আভা
হৃদয়ে ভাসায় প্রেমের ভেলা।

Sort:  
 2 years ago 

আপনি যদি আপনার ভালোবাসার মানুষটির নীল চোখের সমুদ্রে ডুবে শীতল হন তাহলে তো আপনার আর লোডশেডিং এ ভয় নেই। 😅😅

 2 years ago 

এই জন্যই তো বাড়িতে এসি কিনি না, খামোখা টাকা পয়সা নষ্ট করার কি দরকার, হি হি হি

 2 years ago 

মনের এসি বড় এসি।😅😅

 2 years ago 

বিদ্যুৎ ছাড়াই যেখানে চলে এসি, মজাই মজা।

 2 years ago 

কারেন্ট বিলের খরচ বাঁচিয়ে আমাদেরকে জিলাপি কিনে দিলেই তো হয়।

 2 years ago 

স্বপ্নটা ভালো দেখতেছেন তাহলে, দেখেন দেখেন

 2 years ago 

এই সেরেছে, নীল সমুদ্রে ডুব দিলে আপনি কবিতা লিখবেন কেমনে😜।ভাবি জানে তুমি টা কে?🤪🤪

 2 years ago 

হৃদয়ের সমুদ্রে ডুব দেয়া যায় সাথে কবিতাও লেখা যায়, কোন সমস্যা হয় না

 2 years ago 

বাবারে, কত বড় হৃদয় সমুদ্র ও আছে,তা সমুদ্র কি ঢেউ আছে?আর মাছ আছে,থাকলে আমারে কিছু সামুদ্রিক মাছ পাঠিয়েন😜😜

 2 years ago 

সব আছে কিন্তু কাউকে দেয়া নিষেধ আছে, রুলস ব্রেক করা যাবে না।

 2 years ago 

আরে আমারে দিলে কিছু হবে না,আমি কাউকে বলবো না।মাছ এই চেয়েছি,খেয়ে দেখতাম হৃদয়ের সমুদ্রের মাছের স্বাদটা কেমন🤪🤪

 2 years ago 

একদম ভালো না, খুব পঁচা। এসব খেতে হবে না

 2 years ago 

ভেলা নিয়ে নীল সমুদ্রে যাওয়া কিন্তু রিস্ক আছে হা হা হা।

 2 years ago 

ভালোবাসায় কোন রিস্ক নেই শুধু প্রাপ্তি আর প্রাপ্তি হি হি হি

 2 years ago 

ঠিক বলেছেন ছ্যাকা টাও কিন্তু একটা প্রাপ্তি হি হি হি।

 2 years ago 

আবার জিগায়, ভালোবাসায় সবই প্রাপ্তি টক কিংবা মিষ্টি হি হি হি

কোন রিস্ক নেই। কারণ প্রেমের মরা জলে ডোবেনা। হা হা হা

 2 years ago 

হা হা হা কিন্তু মরার আগেই তো ডুবে যাবে।