স্বরচিত কবিতাঃ " মেঘশূন্য স্বপ্ন "
02-10-25
১৭ আশ্বিন , ১৪৩২ বঙ্গাব্দ
🌼আসসালামুআলাইকুম সবাইকে🌼
কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো ও সুস্থ্য আছেন। তো সুস্থ্য থাকাটাই সবচেয়ে গুুরুত্বপূর্ণ। তো অক্টোবরের শুরু থেকেই বৃষ্টির দেখা পাচ্ছি। নভেম্বরের শেষে হয়তো শীতের একটা ফিল পাওয়া যাবে। এ বছরটাও শেষের দিকে। মির্জা গালিব ঠিকই বলেছিল, "জীবন বড়ই বিচিত্র। সন্ধ্যা কাটেনা অথচ দিব্যি বছর কেটে যাচ্ছে " । মনে হচ্ছে ঐদিন না বছরটা শুরু হলো আর এখন বছরের শেষ দিকে চলে এসেছি। এখন অক্টোবর মাস। অক্টোবরের আকাশটা নাকি বড়ই বিচিত্র রকমের। আকাশের রঙ একেক সময় একেক রকমের রূপ ধারণ করে। কখনো ঝুম বৃষ্টি নামে কখনোবা মেঘ শূন্য আকাশ। যা মানুষের জীবনের সাথে মিলে যায়। মানুষের জীবনটাও এমন। কখনো সুখ আসে আবার কখনো দুঃখ হাতছানি দিয়ে যায়। তবে কবিমনে একটা আশা থাকে নতুন দিনের। নতুন স্বপ্ন বুনার প্রিয় মানুষকে নিয়ে।
মেঘশূন্য স্বপ্ন
হৃদয়ে শ্রাবণে আসে অক্টোবরের আকাশের মতো,
আবার হৃদয়টা শূন্য হয় মেঘশূন্য আকাশের মতো,
জীবনের এই আকাশের রঙ কখনো ধূসর, কখনোবা রঙিন,
জীবন আবার অতি সাধারণ।
জীবনে আবার বৃষ্টির ঝরণা নামে, ভিজে যায় স্বপ্ন
একছটা আলোর আশায় বেচেঁ থাকে স্বপ্ন।
পথের ধারে ঝরে পরা পাতার মতো মানুষ বদলায়
আমি ব্যর্থ হয় কে আমি আর আমি-ই বা কার?
জীবনের এই বহমান নদীতে কখনো জোয়ার আসে,
আবার কখনো নদীতে চলে স্বপ্ন ভাঙার খেলা।
এই ছোট্র জীবন নিয়ে আমার কোনো অভিযোগ নেই,
অক্টোবরের শেষ বিকালের আকাশের মতো জীবন হলেই খুশি।
আধাঁর শেষে জানি পাবো আলোর দেখা,
জীবনের বেলায় একটা 'তুমি' না হয় থাকলো !
যাকে নিয়ে মেঘশূন্য আকাশটা উপভোগ করা যাবে,
আবার স্বপ্ন বুনা হবে রঙিন সুতোয়।
জীবনের প্রতিটি ভোর হোক নতুনভাবে শুরু,
আকাশ ভরে উঠুক একমুঠো স্বপ্নে।
তুমি-আমি মিলে রঙতুলিতে আকিঁ আমাদের আকাশ,
যেখানে দুঃখের হয় পরাজয়, জয়ী হয় ভালোবাসা।
আশা করছি আজকের কবিতাটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে মন্তব্য করে জানাবেন ।সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।
ধন্যবাদ সবাইকে
আমি কে?
আমার নাম হায়দার ইমতিয়াজ উদ্দিন রাকিব। সবাই আমাকে ইমতিয়াজ নামেই চিনে। পেশায় আমি একজন ছাত্র। বর্তমানে ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং এর উপর বিএসসি করছি ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যলয় (ডুয়েট) থেকে । পাশাপাশি লেখালেখি করে আসছি গত চার বছর ধরে। ভালো লাগার জায়গা হলো নিজের অনুভূতি শেয়ার করা, আর সেটা আমার বাংলা ব্লগের মাধ্যমেই সম্ভব হয়েছে। নিজেকে সবসময় সাধারণ মনে করি। অন্যের মতামতকে গুরুত্ব দেয় এবং তা মেনে চলার চেষ্টা করি। বাংলা ভাষায় নিজের অভিমত প্রকাশ করতে ভালো লাগে। তাছাড়া ফটোগ্রাফি,কবিতা লেখা,গল্প লেখা ,রিভিউ,ডাই এবং আর্ট করতে ভালো লাগে। অসহায় মানুষদের পাশে দাঁড়াতে ভালো লাগে। বাংলাদেশে জন্মগ্রহণ করতে পেরে নিজেকে ধন্য মনে করি। ভবিষ্যতে প্রিয় মাতৃভূমির জন্য কিছু করতে চাই।



আরে বাহ্ অনেক সুন্দর ছিল তো আপনার আজকের কবিতা লেখার টপিক। আমার কাছে তো এটা দেখে আর পড়ে অনেক ভালো লেগেছে। এরকম টপিক গুলো নিয়ে কবিতা লিখলে খুব ভালো লাগে পড়তে। আপনি প্রতিনিয়ত চেষ্টা করলে আরো ভালো কবিতা লিখতে পারবেন।
ধন্যবাদ আপু আপনাকে
আপনি আজকের এই কবিতার মধ্যে অনেক সুন্দর অনুভূতিকে প্রকাশ করেছেন, যেটা আমার কাছে অনেক ভালো লেগেছে। মনের অনুভূতি দিয়ে এরকম কবিতাগুলো লিখলে খুবই সুন্দর হয়, আর পড়তে অনেক ভালো লাগে। আমার কাছে আপনার কবিতার প্রতিটা লাইন খুব ভালো লেগেছে।
ধন্যবাদ আপনাকে চমৎকার মন্তব্য করার জন্য।
আপনার শেয়ার করা এই কবিতা খুবই সুন্দর হয়েছে৷ যেভাবে আপনি আজকের এই কবিতা তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন তা আপনার কবি প্রতিভাকে যেভাবে ফুটিয়ে তুলেছে৷ তার পাশাপাশি এখানে এই কবিতা শেয়ার করার মধ্য দিয়ে আপনার কাছ থেকে চমৎকার একটি কবিতা পড়তে পারলাম৷ অসংখ্য ধন্যবাদ আপনাকে এই সুন্দর কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য৷