জীবনে পুনরায় শুরু করার শক্তি
কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো ও সুস্থ্য আছেন। তো সুস্থ্য থাকাটাই সবচেয়ে গুুরুত্বপূর্ণ। কারণ আপনি সুস্থ্য না থাকলে কোনো কিছুতেই আপনার ভালো লাগবে না। তবে আমরা কিন্তু ভালো থাকি না। মাঝে মাঝে মন খারাপ হয়, আমরা কষ্ট পায়, জীবনে ব্যর্থ হই। আবার উঠে দাড়ায়। আসলে আমাদের মনের ভিতর এক সুপ্ত শক্তি কাজ করে যখন আমরা ভেঙে পরি। আমাদের মনের ভিতরের সেই সুপ্ত শক্তি বলে " তুমি পারবে? " আর আবার আমরা উঠে দাড়াঁয়। তবে যাদের মনের ভিতরে সেই সুপ্ত শক্তি থাকে না, তারা কিন্তু আর উঠে দাড়াঁতে পারে না। তারা ভেবেই নেই, জীবন এখানেই শেষ! সামনে যাওয়ার সব রাস্তা বন্ধ! কিন্তু আসলেও কি তাই! সফল ব্যক্তিরা কিন্তু জন্মগতভাবে এতো ট্যালেন্টেড ছিল না অথবা এতো কিছু জানতো না!
তাদের ইতিহাস ঘাটলেই দেখা যায় জীবনে কতটা পরিশ্রম, সাধনা করেছে ভালো কিছু পাওয়ার জন্য। আর সে অনুযায়ী তারা কাজ করে গেছে এবং তারা সফল হয়েছে। তারা জীবনে বহুবার ব্যর্থ হয়েছে। আর প্রতিটা ব্যর্থতা থেকে তারা নতুন নতুন কিছু শিখতে পেরেছে। এবং সেটা জীবনে কাজে লাগিয়ে সফল হয়েছে। অনেক সময় আমরা ভাবি -একবার যদি সব নষ্ট হয়ে যায় তাহলে সেটা আর ঠিক হবে না। মনে হয় সব যেন শেষ! কিন্তু আদৌ কি শেষ বলতে কিছু আছে! যেটাকে আমরা শেষ মনে করি সেখান থেকে ই আবার কোনো কিছু করার প্রথম ধাপ শুরু হয়। আসলে আপনি যখন থেকে বুঝতে পারবেন আপনার দ্বারা হবে, আপনি পারবেন! তখনই থেকেই বুঝতে পারবেন আপনার ভিতরের সবকিছু পরিবর্তন হচ্ছে। আপনার আত্মবিশ্বাস আপনাকে অনন্য উচ্চতায় নিয়ে যাবে।
আমরা জীবনে অনেক ভুল করি। কিন্তু ভুলগুলো থেকে শিক্ষা নিয়ে উঠে দাড়াঁয় বা কয়জনই! অতীতে করা ভুল কে নিয়ে আমরা অনুতপ্ত অনুভব করি। মনে করি আমার দ্বারা আর কিছু হবে। জীবন এখানেই শেষ। আর সে ভাবনাটাই আসলে ভুল। জীবনে শেষ বলতে কিছু হয় না। যেখানে ব্যর্থতা শুরু হয় সেখান থেকেই তৈরি হয় আরেকটি সম্ভাবনার গল্পের। আর আপনি যদি সেখান থেকে উঠে দাড়াঁতে পারেন তাহলে আপনার গল্পের শেষটা সুন্দর হবে। জীবনে মাঝে মাঝে পুনরায় শুরু করতে হয়। আপনি কোনে একটি ব্যবসায় লস খেলেন এখন লস খেয়ে যদি বসে থাকেন তাহলে কিন্তু হবে না আপনাকে আবার শুরু করতে হবে। আপনি প্রথমবারের বর্থতা থেকে যা শিখেছেন সেটাকে কাজে লাগিয়ে সামনে এগিয়ে যাবেন তবেই আপনি স্বার্থক।
আমার কথায় যদি বলি। আমি জীবনে অনেকবার ব্যর্থ হয়েছি। কিন্তু থেমে থাকেনি। তিনবার বিমান বাহিনীতে ব্যর্থ হয়েছি। একবার এডমিশনে ব্যর্থ হয়েছি। রেজাল্ট খারাপ হয়েছে, অনেক বকা খেয়েছি মানুষের নানান ধরনের কথা শুনতে হয়েছে। কিন্তু আমি থেকে থাকেনি। আবার নতুনভাবে শুরু করেছি। আর নতুনভাবে শুরু করার কারণেই আজ আমি অনেকদূর আসতে পেরেছি। আপনিও পারবেন বিশ্বাস করুন। শুধুমাত্র সৎভাবে লেগে থাকুন। তবেই আপনি সফল হতে পারবেন এবং শেষ হাসিটা আপনিই হাসবেন।।
ধন্যবাদ সবাইকে
আমি কে?
আমার নাম হায়দার ইমতিয়াজ উদ্দিন রাকিব। সবাই আমাকে ইমতিয়াজ নামেই চিনে। পেশায় আমি একজন ছাত্র। বর্তমানে ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং এর উপর বিএসসি করছি ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যলয় (ডুয়েট) থেকে । পাশাপাশি লেখালেখি করে আসছি গত চার বছর ধরে। ভালো লাগার জায়গা হলো নিজের অনুভূতি শেয়ার করা, আর সেটা আমার বাংলা ব্লগের মাধ্যমেই সম্ভব হয়েছে। নিজেকে সবসময় সাধারণ মনে করি। অন্যের মতামতকে গুরুত্ব দেয় এবং তা মেনে চলার চেষ্টা করি। বাংলা ভাষায় নিজের অভিমত প্রকাশ করতে ভালো লাগে। তাছাড়া ফটোগ্রাফি,কবিতা লেখা,গল্প লেখা ,রিভিউ,ডাই এবং আর্ট করতে ভালো লাগে। অসহায় মানুষদের পাশে দাঁড়াতে ভালো লাগে। বাংলাদেশে জন্মগ্রহণ করতে পেরে নিজেকে ধন্য মনে করি। ভবিষ্যতে প্রিয় মাতৃভূমির জন্য কিছু করতে চাই।



