মহান বিজয় দিবসের শুভেচ্ছা 🇧🇩

in আমার বাংলা ব্লগ10 days ago

bangladesh-3539906_1280.jpg

copyright free image from pixabay

প্রথমে সবাইকে জানাচ্ছি মহান বিজয় দিবসের শুভেচ্ছা। দিনটি প্রতিটি বাঙালির জন্য একটা ভালো লাগার ও ভালোবাসার দিন। এ দিনটি আমাদের জাতিসত্তার পরিচয় বহন করে। কারণ এ দিনটিতেই আমরা পেয়েছিলাম স্বাধীন ও সার্বভৌম একটি দেশ। ১৯৭১ সালের ১৬ ই ডিসেম্বর পাকিস্তান হানাদার বাহিনী আত্মসমর্পণের মাধ্যমে পৃথিবীর মানচিত্রে আমাদের দেশের একটি নাম তৈরি হয়। তবে এ দিনটি কিন্তু এতো সহজে আসেনি। মুক্তিযোদ্ধাদের নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে আমরা একটি স্বাধীন দেশ পায়। স্বাধীনতার আজ ৫৫ তম বিজয় দিবস উদযাপন করলাম। এ দেশের সকল শ্রেণী পেশার মানুষ যথেষ্ট উৎসাহ ও উদ্দীপনার মধ্যে দিয়ে দিনটি উদযাপন করে থাকে।

একটু পিছনে ফিরে যায়। আপনি চিন্তা করেন একবার! রাতে ঘুমাতে গেলেন আর তখনই গুলির শব্দ শুনলেন তখন আপনার ঘুম কি আসবে? আসলে ১৯৭১ সালে মুক্তিযোদ্ধারা উৎসাহ ও উদ্দীপনার মধ্যে দিয়ে যুদ্ধে ঝাপিয়ে পরেছিল। তাদের মাঝে ছিল প্রবল দেশপ্রেম। দেশমাতৃকাকে রক্ষা করতে তারা জীবনবাজি রেখে যুদ্ধে ঝাপিয়ে পরে। তাদের কিন্তু তেমন সামরিক প্রশিক্ষণ ও ছিল না। ছিল না যুদ্ধ করার অস্ত্র। অন্যদিকে পাকিস্তানিদের ছিল উন্নত সব অস্ত্র! সেই উন্নত অস্ত্রের মুখেও সাধারণ মানুষ সব ঝাপিয়ে পরে। ২৬ শে মার্চ রাতে যখন শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ঘোষণা দেন তারপর থেকেই বাঙালি জাতি ঐক্যবদ্ধভাবে রুখে দাড়ায়।

মুক্তিযুদ্ধে যে যার জায়গা থেকে প্রতিরোধ গড়ে তুলে। মুক্তিযুদ্ধে নারীদের অংশগ্রহণ ও ছিল অনেক। অনেক নারী তাদের সম্রম হারিয়েছিল, অনেকেই মুক্তিযুদ্ধে শহীদ হয়েছিল। অনেক রক্তের বিনিময়েই আমরা দেশটি পেয়েছিলাম। বাঙালির অদম্য সাহসের সামনে পাকিস্তান বাহিনী ১৬ ই ডিসেম্বর আত্মসমর্পণ করে। আর আমরা পায় একটি স্বাধীন দেশ। এবার বর্তমানে ফিরে আসা যাক! স্বাধীনতা জিনিসটা কি এতো সহজে পেয়ে গেছি আমরা! কোনোভাবেই না। এটাকে যেমন আমাদের মর্যাদা করা দরকার ঠিক তেমনি বাংলাদেশকে সকল অপশক্তি থেকে রক্ষা করাও আমাদের নৈতিক একটি দায়িত্ব! স্বাধীনতার পরেও কিন্তু কাল অপশক্তি রয়ে গেছে।

স্বাধীনতার ৫৪ বছর পেরিয়ে গেল। কিন্তু এখনও বাংলাদেশ স্বাধীন হয়নি বলে মনে হয় । কারণ এখনও লক্ষ্য করছি ক্ষমতার অপব্যবহার, দূর্নীতি! কিন্তু এতো প্রাণ যে দেয়া হলো সেটা কিসের জন্য! স্বাধীনতার ৫৪ বছর পরেও লক্ষ্য করছি দেশেরা লুঠে নিচ্ছে, ক্ষমতার লোভীরা জণগনের সর্বস্ব লুঠে নিচ্ছে! আর আমরা এগুলো দেখেও না দেখার মতো আচরণ করছি। আমরা মনে করছি দেশ তো স্বাধীন হয়েই গেছে। কিন্তু বাংলাদেশ ততদিন পর্যন্ত স্বাধীন হবে না যতদিন পর্যন্ত না ক্ষমতার অপব্যবহার না হবে, দূর্নীতি হবে না, কেউ কাউকে মেরে খাবে না। মানুষের মাঝে নীতি নৈতিকতা থাকবে! কিন্তু মুক্তিযুদ্ধ যারা করেছিল তারা এ দেশকে দেখে বড় আফসোস করে। কিসের জন্য তারা এতো ত্যাগ দিয়েছিল।

এই মহান বিজয় দিবসে আমাদের প্রতিজ্ঞা করা উচিত যে সকল স্বাধীনতার অপশক্তির বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াবো। কোনো ধরনের অপশক্তি যেন মাথাচাড়া দিয়ে দাড়াতে না পারে। আমাদের মাঝে যেন দেশপ্রেম থাকে, নীতি নৈতিকতা থাকে। দেশের উন্নয়নে কাজ করাই যেন আমাদের প্রথম ও প্রধান লক্ষ্য হয়! হৃদয়ে আমরা বাংলাদেশকে যেন লালন করি এবং দেশমাতৃকার জন্য কাজ করি।

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbayD2jR3CWqjkJ.png

ধন্যবাদ সবাইকে



WhatsApp Image 2021-12-23 at 19.46.54.jpeg

আমি কে?

IMG_4442.JPG

আমার নাম হায়দার ইমতিয়াজ উদ্দিন রাকিব। সবাই আমাকে ইমতিয়াজ নামেই চিনে। পেশায় আমি একজন ছাত্র। বর্তমানে ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং এর উপর বিএসসি করছি ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যলয় (ডুয়েট) থেকে । পাশাপাশি লেখালেখি করে আসছি গত চার বছর ধরে। ভালো লাগার জায়গা হলো নিজের অনুভূতি শেয়ার করা, আর সেটা আমার বাংলা ব্লগের মাধ্যমেই সম্ভব হয়েছে। নিজেকে সবসময় সাধারণ মনে করি। অন্যের মতামতকে গুরুত্ব দেয় এবং তা মেনে চলার চেষ্টা করি। বাংলা ভাষায় নিজের অভিমত প্রকাশ করতে ভালো লাগে। তাছাড়া ফটোগ্রাফি,কবিতা লেখা,গল্প লেখা ,রিভিউ,ডাই এবং আর্ট করতে ভালো লাগে। অসহায় মানুষদের পাশে দাঁড়াতে ভালো লাগে। বাংলাদেশে জন্মগ্রহণ করতে পেরে নিজেকে ধন্য মনে করি। ভবিষ্যতে প্রিয় মাতৃভূমির জন্য কিছু করতে চাই।

Sort:  

1001539642.jpg

Greetings to you. Trust you're good. There's a show on Steemit that has brought people from different countries together through music and that show is coming to an end. The show is held in Steem Music and Voices Community and the host happens to be me @bossj23.

This is our final stage and in this stage all members of the platform are to vote on which finalist they want as their winner. So please after watching the videos below, help us cast your votes. Please also help subscribe to our community. 👇🏽👇🏽👇🏽👇🏽https://steemit.com/trending/hive-127426#

Voting ends on Thursday then we'll announce a winner. This is the link to the voting poll and your code to vote. Use this customized code to submit your vote. 👇🏽👇🏽👇🏽

Voting codeCDAQUS3MJ
Link to voteBangladeshi Votes

These are the contestants 👇🏽👇🏽👇🏽. Please watch the videos before selecting your winner.