অন্ধকার মানেই শেষ নয়!

in আমার বাংলা ব্লগ3 months ago

running-6252827_1280.jpg

copyright free image from pixabay

কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো ও সুস্থ্য আছেন। তো ভালো থাকার চেষ্টা করাটাই সবচেয়ে ভালো। আমাদের আশা থাকে অনেকটা সময় যেন ভালো থাকতে পারি সেটা হোক শারিরীক অথবা মানসিক দিক থেকে। কিন্তু সবসময় কি আর ভালো থাকা হয় আমাদের! সেটা হয় না। ভালো সময়টা আমরা উপভোগ করি, সুন্দরভাবে কাটায়। মনে হয় এটাই জীবনের আসল সৌন্দর্য। কিন্তু আসলে কি তাই! আসলে সুখ জীবনের একটি অংশ। সেটা সাময়িক। সেটার পরে দুঃখ আসে। আর দুঃখের সময় বুঝা যায় কে আপন কে পর! সুখের সময় সবাই আপনাকে বাহবা দিবে, নানা ধরনের কথা বলবে । কিন্তু আপনার দুঃখের সময় কেউ পাশে থাকবে না। এটাই চরম বাস্তবতা!

আপনি যখন ভালো চাকরি করবেন, ভালো জায়গায় থাকবেন। সবাই আপনাকে প্রশংসা করবে। স্বভাবতই মানুষ ভালোর প্রশংসা করে বেশি। মানুষ মূলত আপনাকে নয়, আপনার অবস্থানকে ভালোবাসে। আপনার চাকরিটা নেই, ভাল জায়গা নেই। তখন দেখবেন কেউ আপনার পাশে নেই! এতোদিন যাদের আপন ভাবতেন তাদেরকে তারা আপনাকে কষ্ট দিবে, কটু কথা বলবে। কারণ তাদের এখন কোনো এক্সপেকটেশন নেই আপনার প্রতি। আপনি যখন ভালো জায়গায় ছিলেন তখন তাদের এক্সেপেকটেশন ছিল! আসলে দুঃখের সময়টাও জীবনের একটা পার্ট! কেউ হাল ছেড়ে দেয়। ভেবে নেয় তার জীবনে হয়তো আর কোনো সুখ নেই । কিন্তু সৃষ্টিকর্তা আমাদের বারবার পরীক্ষা নেন। আমরা পরীক্ষায় উত্তীর্ণ হতে পারে কি না! যারা ধৈর্যধারণ করে তারাই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারে।

মানুষের জীবনটা অনেকটা আলো ও অন্ধকারের মতো। রাতের পরে কিন্তু দিন হয়! আবার দিনের পর রাত! কারো কাছে একটি রাত দীর্ঘবছর মনে হয়। তবে রাতের পরেই পাওয়া যায় আলোর দেখা। সবকিছুর ভালো খারাপ দুটি দিকই রয়েছে। অন্ধকার না থাকলে যেমন আলোর কদর হতো না ঠিক তেমনি আলো না থাকলেও অন্ধকারের কদর হতো না। জীবনে সুখের সময়টা আমাদের অনেক আনন্দ দেয় আর দুঃখের সময় আমাদের শিক্ষা দেয়। কিভাবে বেচেঁ থাকতে হয়। আসলে জীবনে যারা কষ্ট করে বড় হয় তারা জীবনে সফলতা লাভ করে তাড়তাড়ি। আর যারা কষ্ট কম করে তাদের জীবনে এতো তাড়াতাড়ি সুখের দেখা মিলে না! আমার কথায় যদি বলি! জীবনে বহু কষ্ট করেছি এখন অবধি এখনও করে যাচ্ছি! এই যে এতো কষ্ট জীবন নিয়ে তবুও আক্ষেপ নেই। তবুও শুকরিয়া করি যে আমার থেকেও অনেকে খারাপ অবস্থানে রয়েছে। এটাই হলো সবচেয়ে বেস্ট ওয়ে যে ভালো থাকার।

আমরা যেটা করি সেটা হলো তুলনা করে ফেলি। সেটা আমাদের থেকে আরও বেশি যারা ভালো অবস্থানে আছে তাদের সাথে। আফসোস করি, ইশ আমি যদি তার মতে হতে পারতাম, আমার যদি তার মতো টাকা হতো? আসলে এই যে আমাদের আকাঙ্খা এটা আমাদের কখনো ভাল থাকতে দেয় না! ভালো থাকার জন্য বেশি কিছুর প্রয়োজন হয় না।অল্পতেই যারা সন্তুষ্ট থাকে তারা অনেক ভালো থাকে! আপনি দেখে থাকবেন একজন রিক্সাওয়াল সারাদিন কাটনি কেটে ৩০০ টাকা নিয়ে বাড়ি ফিরলেও তার মুখে হাসি থাকে! সংসারে অনেক অভাব থাকলেও তাদের ভালোবাসার অভাব হয় না! আবার বিশাল অট্রালিকা থেকেও অনেকে ভালো নেই! সুখ ব্যাপারটা আসলেই আপেক্ষিক বিষয়! যে যেভাবে এটাকে দেখে। জীবনে দুঃখ আসবে। তবে হতাশ হওয়া যাবে না! মনে রাখতে হবে দুঃখের পরেই সুখ আছে!

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbayD2jR3CWqjkJ.png

ধন্যবাদ সবাইকে



WhatsApp Image 2021-12-23 at 19.46.54.jpeg

আমি কে?

IMG_4442.JPG

আমার নাম হায়দার ইমতিয়াজ উদ্দিন রাকিব। সবাই আমাকে ইমতিয়াজ নামেই চিনে। পেশায় আমি একজন ছাত্র। বর্তমানে ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং এর উপর বিএসসি করছি ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যলয় (ডুয়েট) থেকে । পাশাপাশি লেখালেখি করে আসছি গত চার বছর ধরে। ভালো লাগার জায়গা হলো নিজের অনুভূতি শেয়ার করা, আর সেটা আমার বাংলা ব্লগের মাধ্যমেই সম্ভব হয়েছে। নিজেকে সবসময় সাধারণ মনে করি। অন্যের মতামতকে গুরুত্ব দেয় এবং তা মেনে চলার চেষ্টা করি। বাংলা ভাষায় নিজের অভিমত প্রকাশ করতে ভালো লাগে। তাছাড়া ফটোগ্রাফি,কবিতা লেখা,গল্প লেখা ,রিভিউ,ডাই এবং আর্ট করতে ভালো লাগে। অসহায় মানুষদের পাশে দাঁড়াতে ভালো লাগে। বাংলাদেশে জন্মগ্রহণ করতে পেরে নিজেকে ধন্য মনে করি। ভবিষ্যতে প্রিয় মাতৃভূমির জন্য কিছু করতে চাই।