নাটক রিভিউঃ "Next Door Neighbor"
14-11-25
৩০ কার্তিক , ১৪৩২ বঙ্গাব্দ
🌼আসসালামুআলাইকুম সবাইকে🌼
কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই ভালো ও সুস্থ্য আছেন। তো সুস্থ্য থাকাটাই সবচেয়ে গুুরুত্বপূর্ণ। তো অনেকদিন পর মনে হয় নাটক দেখলাম। সময় সুযোগ তেমন একটা হয় না আসলে। যায়হোক, আজকে যে নাটকটি শেয়ার করবো সেটির নাম হচ্ছে Next Door Neighbor। আশা করছি আপনাদের ভালো লাগবে।
| নাম | Next Door Neighbor |
|---|---|
| ডিরেকশন | মাহমুদা সুলতানা রিমা |
| স্টরি | তানভীর গাজী। |
| প্রযোজক | আনয়ারুল আলম সজল। |
| অভিনয়ে | পার্থ শেখ এবং আইশা খান। |
| আবহ সংগীত | আভিশেক ভট্রাচার্য। |
| দৈর্ঘ্য | ৪৪ মিনিট |
| মুক্তির তারিখ | ১৪ই নভেম্বর , ২০২৫ ইং |
| ধরন | রোমান্টিক, সামাজিক । |
| ভাষা | বাংলা |
চরিত্রেঃ
আদনানঃ
পার্থ শেখ।বিপাশাঃ
আইশা খান।কাহিনী সারসংক্ষেপ
নাটকের শুরুতে দেখা যায় আদনান ও বিপাশার দেখা হয়। তারা একই বিল্ডিং এ থাকে। দুজনই সিঙ্গেল একটা রুম নিয়ে থাকে। বিপাশাকে আদনানের ভালো লাগে। বিপাশা যখন অফিসে যায় আদনানও তখন অফিসে যায়। তারপর ধীরে ধীরে তাদের দুজনের মাঝে একটা সম্পর্ক তৈরি হয়। আদনানে মা বাবা চাই আদনান বিয়ে করুক। কিন্তু পছন্দমতো মেয়ে পাচ্ছিল না অবেশেষে আদনান তার মাকে বলে সে একটা মেয়েকে পছন্দ করে। একই ফ্ল্যাটে থাকে। কিন্তু কিছুদিন পর বিপাশা আদনানকে নিয়ে যায় একটা রেস্টুরেন্ট এ। সেখানে গিয়ে বলে যে তার মা বাবা আসবে তার রুমে। কিন্তু বিপাশা বিবাহিত! তার মা বাবা জানে সে বিবাহিত। কিন্তু এটা জানে না যে রাশেদের সাথে তার ডিভোর্স হয়েছে!
তারজন্য আদনানকে হাসবেন্ড এর অভিনয় করতে হবে। শুরুতে আদনান রাজি হয়নি পরে ঠিকই রাজি হয়। বিপাশার মা বাবা বাসায় চলে আসে। আদনানের আপ্যায়ন দেখে বিপাশার মা বাবা অনেক খুশি হয়ে যায়। তারা ভাবে তাদের মেয়েটা অনেক সুখে আছে! কিন্তু মোটেও সুখে নেয়। কারণ রাশেদের সাথে ডিভোর্স হওয়ার পরে তার অনেক সংগ্রাম করতে হয়েছে। তো কিছুদিন পরে হঠাৎ করেই আদনানের বাবা মা চলে আসে বাসায় আদনানকে না জানিয়ে। আর তখনই ঝামেলাটা হয়ে যায়। আদনান কি করবে এখন কিছুই বুঝতে পারছিল না।
আদনানের বাবা মা এসে দেখে আদনান আরেকটা রুমে! সেখানে রুমের অনেক কিছু পরিবর্তন করা হয়েছে। কিন্তু আদনানের রুম তো এমন থাকার কথা ছিল না! আদনানের মা কিছুটা সন্দেহ করে আদনানকে আর তার সন্দেহটাই সত্যি হয় পরে। তার ছেলে মেয়েটাকে পছন্দ করতো সেটার রুমে আছে। আর সে রুমে বিপাশার মা বাবাও উপস্থিত ছিল। বিপাশার মা বাবা জানে বিপাশার বিয়ে হয়েছে বছরখানেক হলো। কিন্তু আদনানের মা বাবা জানে না যে আদনানের বিয়ে হয়েছে! দুপরিবারই অবাক হয়ে যায়। তারপর বিপাশা এসে সত্যিটা বলে দেয় যে আদনানের সাথে কোনো কিছুই হয়নি। এটা একটা সাজানো নাটক ছিল।
তারপর আদনানের বাবা মা রাগ করে বাসা থেকেই চলে যায়। যেটার জন্য এসেছিল সেটা আর হয়নি। এদিকে বিপাশা তার কাছে ক্ষমা চাই! কিন্তু আদনান যে তাকে ভালোবাসে সেটা বিপাশা বুঝতে পারে না। আদনান তার মনের কথা বলতে চাই। আর তখন বিপাশার ফোন বন্ধ পায়। সকালে জানতে পারে বিপাশা ট্রেন স্টেশনে গেছে বান্দরবান যাবে। কিন্তু স্টেশনে গিয়ে দেখতে পায় বিপাশা মনমরা হয়ে বসে আছে। তারপর আদনানকে দেখে বিপাশা চমকে যায়। আদনান তখন তার মনের কথাটাও বলে দেয়। আর দুজনের ভালোবাসার পরিপূর্ণতার মধ্যে দিয়েই নাটকটির সমাপ্তি ঘটে!
ব্যক্তিগত মতামত
নাটকটি আমার কাছে ভালোই লেগেছিল। নাটকের কাহিনী, সংলাপ ভালো ছিল। আসলে ভালোবাসায় দোষগুণ থাকে না, এসব দেখে ভালোবাসাও হয় না! পার্থ শেখ ও আইশা খান ভালো অভিনয় করেছে। সবমিলিয়ে নাটকটি উপভোগ করার মতো ছিল।
ব্যক্তিগত রেটিং
৮.৫/১০
নাটকটির লিংক
10% beneficary for @shyfox ❤️
ধন্যবাদ সবাইকে
আমি কে?
আমার নাম হায়দার ইমতিয়াজ উদ্দিন রাকিব। সবাই আমাকে ইমতিয়াজ নামেই চিনে। পেশায় আমি একজন ছাত্র। বর্তমানে ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং এর উপর বিএসসি করছি ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যলয় (ডুয়েট) থেকে । পাশাপাশি লেখালেখি করে আসছি গত চার বছর ধরে। ভালো লাগার জায়গা হলো নিজের অনুভূতি শেয়ার করা, আর সেটা আমার বাংলা ব্লগের মাধ্যমেই সম্ভব হয়েছে। নিজেকে সবসময় সাধারণ মনে করি। অন্যের মতামতকে গুরুত্ব দেয় এবং তা মেনে চলার চেষ্টা করি। বাংলা ভাষায় নিজের অভিমত প্রকাশ করতে ভালো লাগে। তাছাড়া ফটোগ্রাফি,কবিতা লেখা,গল্প লেখা ,রিভিউ,ডাই এবং আর্ট করতে ভালো লাগে। অসহায় মানুষদের পাশে দাঁড়াতে ভালো লাগে। বাংলাদেশে জন্মগ্রহণ করতে পেরে নিজেকে ধন্য মনে করি। ভবিষ্যতে প্রিয় মাতৃভূমির জন্য কিছু করতে চাই।









Thank you for sharing on steem! I'm witness fuli, and I've given you a free upvote. If you'd like to support me, please consider voting at https://steemitwallet.com/~witnesses 🌟
ভাই আপনি সুন্দর একটি নাটকের রিভিউ আমাদের মাঝে শেয়ার করছেন। কালকেই আমি এই নাটকটির টেইলার দেখলাম।আসলে পুরা নাটকটি দেখা হয়নি তবে নাটকটির রিভিউ পড়ে খুব ভালো লাগলো।ভাবছি সময় করে নাটকটি দেখে নেওয়ার চেষ্টা করবো।ধন্যবাদ আপনাকে পোস্টটি শেয়ার করার জন্য।
এরকম সুন্দর সুন্দর নাটকগুলো দেখতে আমি অনেক বেশি পছন্দ করি। আর যখনই সময় পাই তখনই নাটক দেখার জন্য চেষ্টা করি। আজকে আপনি দারুন একটা নাটকের রিভিউ নিয়ে সবার মাঝে হাজির হয়েছেন। পুরো কাহিনীটা আমার কাছে অনেক ভালো লেগেছে। ধন্যবাদ রিভিউ টা শেয়ার করার জন্য।