[প্রসঙ্গঃ আমার তোলা কিছু রেনডম ফটোগ্রাফি //১০% ভালোবাসা @shy-fox]


সবাইকে-অভিনন্দন

আমি @hayat221 বাংলাদেশ🇧🇩🇧🇩 থেকে

ভালোবাসা নিবেন,


আজ- ২৮ই, চৈত্র / ১৪২৮ , বঙ্গাব্দ / শীতকাল / মঙ্গলবার /


আশা করি আপনারা সবাই ভাল আছেন। আমিও অনেক ভালো আছি। বরাবরের মত আমার বাংলা ব্লগের সকল সদস্য কে ধন্যবাদ জানিয়ে আজকের পোস্ট শুরু করতে চলেছি। আমি আজকে শেয়ার করতে চলেছি, আমার তোলা কিছু সেরা রেনডম ফটোগ্রাফি। চলুন তাহলে দেখে নেয়া যাক।

IMG_20220412_025238.jpg



📷 ফটোগ্রাফি ০১📷

IMG20220322122746.jpg

একজন কৃষক হাতে করে নিয়ে যাচ্ছে স্যার জমিতে ছিটিয়ে দেওয়ার জন্য। বাংলাদেশ কৃষিপ্রধান দেশ। আমাদের দেশের অর্ধেক মানুষ কৃষির উপর নির্ভরশীল। তাই তারা প্রতিনিয়ত তাদের সন্তানের মত লালন-পালন করে বড় করে তুলতেছে ফসলের ক্ষেত।

📷 ফটোগ্রাফি ০২📷

IMG20220322122346.jpg

চারিদিকে শুধু চোখ দিয়ে তাকালে দেখা যাচ্ছে চির সবুজে ঘেরা ফসল মাঠ। চোখ দিয়ে যতদূর দেখতেছি শুধু ফসল আর ফসল। এই দুটো চোখকে কোনভাবেই মিলাতে পারতেছিনা এই দৃশ্য দেখে। আমার মন আনন্দে ভরে উঠেছে। এরকম দৃশ্য দেখলে খারাপ মন ভালো হয়ে যায়।


📷 ফটোগ্রাফি ০৩📷

IMG20220322123356.jpg

এটা আমরা কমবেশি সবাই চিনি। গ্রামে থাকি বা শহরে থাকি চেনার ক্ষেত্রে কোন ভেদাভেদ নেই। কেননা,দেখেই বুঝা যাচ্ছে পানি বার হচ্ছে। এটা হচ্ছে পানির সেচ পাম্প অর্থাৎ মোটর। এটা দিয়ে আমরা আমাদের জমিতে পানি দিয়ে থাকে। এটা আমাদের একক পারিবারিক পানি সেচ পাম্প। কৃষির ক্ষেত্রে অর্থাৎ ফসল উৎপাদনে এর চাহিদা অপরিসীম।


📷 ফটোগ্রাফি ০৪📷

IMG20220322123259.jpg

এটা হচ্ছে সেই মোটরের পানি যা কিনা জমির মধ্যে ডুকতেছে। পানি জমির মধ্যে যাওয়ার দৃশ্যটা বেশ ভালই লাগতেছে। আমরা যারা গ্রামে থাকি তারা খুবই পরিচিত এসব কাজে। তার মধ্যে আমিও একজন। আমি গ্রামে গেলে বেশ এসবের মধ্যে ভালো সময় কাটাই।


📷 ফটোগ্রাফি ০৫📷

IMG20220322122918.jpg

আমাদের জমির মধ্যে অর্থাৎ ধান চাষের জমিতে পানির উপরে ভাসমান অবস্থায় দেখা যাচ্ছে এক ধরনের নিলি। এগুলো কৃষি সম্প্রসারণ তথ্য। যারা কৃষিতে লেগে আছে তারাই ভালোভাবে বলতে পারবে, কেন জমির মধ্যে দেখা যায়। তবে আমার কাছে মনে হয় জৈব সার ব্যবহার করায় এ ধরনের নিলির জন্ম হয়।


📷 ফটোগ্রাফি ০৬📷

IMG20220408172554.jpg

উদ্দেশ্য যখন নদীর ধারে হাটতে যাওয়া হয় তখন আর কোন কিছু না পেয়ে নদীর ধার ফটোগ্রাফি করা হয়। কেননা ফটোগ্রাফি করতে গিয়েছিলাম আমাদের করতোয়া নদীতে। করতোয়া নদী টা নতুনভাবে খনন করায় এখনো সেই রকম ভাবে কোন কিছু লক্ষ্য করা যায় না।



ধন্যবাদ সবাইকে আমার সুন্দর সুন্দর রেনডম ফটোগ্রাফি গুলো ধৈর্য্য সহকারে দেখার জন্য।


আশাকরি আপনাদের সবার ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এর মধ্যে কোনো রকম ভুল ত্রুটি হলে ক্ষমার চোখে দেখবেন। আবারো ধন্যবাদ জানাই আমার বাংলা ব্লগের সকল সদস্যকে। সবার সুস্থতা কামনা করে আজকে এখানেই শেষ করলাম।


শুভেচ্ছান্তে-
@hayat221


Logo.png



Sort:  
 2 years ago 

আপনার ফটোগ্রাফির মাধ্যমে প্রকৃতির অপরূপ সৌন্দর্য তুলে ধরেছেন।। অসাধারণ ছিল আপনার ফটোগ্রাফি গুলো।। আমার কাছে বেশ ভালো লেগেছে।। শুভকামনা রইল আপনার জন্য।।

 2 years ago 

রেন্ডম ফটোগ্রাফি আমার অনেক ভালো লাগে। এর মাধ্যমে অসাধারণ কিছু ফটোগ্রাফি দেখা যায়। আপনার ফটোগ্রাফি তে কিছু ইউনিক ছবি খুঁজে পেয়েছি। আমার কাছে অনেক ভালো লেগেছে।

 2 years ago 

ওয়াও ভাইয়া অসাধারণ কিছু রেনডম ফটোগ্রাফি করেছেন আপনি, আপনার ফটোগ্রাফি গুলো দেখে চোখ জুড়িয়ে গেলো, সত্যি বলতে আপনি অনেক সুন্দর ফটোগ্রাফি করতে পারেন, ফটোগ্রাফি করার দিক দিয়ে আপনি অনেক দক্ষতারশীল, অনেক সুন্দর করে ফটো গুলোর বর্ণনাও দিয়েছেন, শুভকামনা রইলো আপনার জন্য।

 2 years ago 

আপনার তোলার একদম ফটোগ্রাফি গুলো ভাল ছিল। আসলে গ্রাম বাংলার ছবি আমিও ফুটিয়ে তোলার চেষ্টা করি। ভীষণ ভালো লাগে গ্রামীণ জীবনের বৈচিত্র তুলে ধরতে। প্রথম পিকচারটা সত্যি মনোমুগ্ধকর ছিল।কিন্তু ফটোগ্রাফি করার নিয়ম কমপক্ষে সাতটি ছবি দেওয়া উচিত।

 2 years ago 

জাস্ট অসাধারণ আপনি অনেক সুন্দর সুন্দর মনমুগ্ধকর কিছু রেনডম ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার এই ফটোগ্রাফি গুলোর মধ্যে সবুজ ধান ক্ষেত এর ফটোগ্রাফি গুলা আমার কাছে খুবই ভালো লেগেছে। এত সুন্দর একটি ফটোগ্রাফিক পোস্ট শেয়ার করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

সবুজ প্রকৃতির ধানক্ষেতের খুব সুন্দর ফটোগ্রাফি করেছেন যেটা এই সময়ে মাঠে-ঘাটে সবুজের আমার দ্বারা বেষ্টিত থাকে। প্রকৃতির রূপ এর সৌন্দর্য বাড়ায় ভালো লাগলো আপনার করা ফটোগ্রাফি গুলো শেয়ার করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

আপনার রেনডম ফটোগ্রাফি অনেক সুন্দর ছিল।আর প্রতিটি ছবির লোকেশন নির্ধারণ করা এবং ছবি ধারণ করা অনেক দক্ষতার সঙ্গে করেছেন। আর প্রতিটি ছবি অনেক প্রাণবন্ত এবং দৃষ্টি আকর্ষণকারী ছিল। অসংখ্য ধন্যবাদ এত সুন্দর ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 years ago 

খুব সুন্দর ফটোগ্রাফি করেছেন তো ভাইয়া। দেখে বেশ ভালো লাগলো। আপনার ফটোগ্রাফির ২য় ধাপে সবুজের সমারোহ দেখে মনটা নেচে উঠল। মনে হচ্ছিল এই সবুজের সমারোহে গিয়ে স্বচক্ষে দেখে চোখ দুটোকে জড়িয়ে নিয়ে আসি। খুবই সুন্দর রেনডম ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ।

 2 years ago 

প্রতিটি ছবি ভীষণ ভালো উপভোগ করলাম।
একদম প্রথম ছবি থেকে শেষ ছবি দেখার মতো ছিল। সবুজ প্রকৃতি আমায় সবসময়ই টানে।
দেখার মতো ছিল সব।
দোয়া রইল 🥀

 2 years ago 

আপনার রেনডম ফটোগ্রাফি গুলো ভালো ছিল ভাই। বিশেষ করে ২ নং ফটোগ্রাফিতে শেয়ার করা ধানক্ষেতের ফটোগ্রাফি টা বেশি ভালো ছিল। বেশ সুন্দর গুছিয়ে লিখেছেন। ধন্যবাদ আমাদের সঙ্গে শেয়ার করে নেওয়ার জন্য।

Coin Marketplace

STEEM 0.27
TRX 0.11
JST 0.031
BTC 68096.92
ETH 3795.66
USDT 1.00
SBD 3.59