ভয় মানুষকে দুর্বল করে

আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে ভয় সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।


woman-2048905_1280.jpg



লিংক

আমাদের এই পৃথিবীটা একটা বড় যুদ্ধক্ষেত্র। এই যুদ্ধক্ষেত্রে যারা জয়ী হয় তারা সব সময় কোন কাজকে কখনো ভয় পায় না। আসলে আমাদের এই পৃথিবীতে যেসব লোক দুর্বল প্রকৃতির অর্থাৎ যারা কোন কাজকে দেখলে ভয় পায় তারা এই পৃথিবীতে কোন উন্নতি লাভ করতে পারে না। কেননা আমরা যদি কোন কাজকে একবার ভয় পাই তাহলে সেই কাজের প্রতি আমাদের দুর্বলতা চলে আসবে এবং সেই কাজটি সমাধান করতে আমাদের অনেক বেশি কষ্ট হবে। আমরা দেখতে পাই যে কিছু কিছু লোক আছে যারা কখনো কোন কাজকে ভয় পায় না এবং তাদের সামনে যে প্রকার কঠিন কাজ আসুক না কেন তা সর্বপ্রথম তারা চেষ্টা করার জন্য কঠোর পরিশ্রম করে। আসলে আমার কাছে মনে হয় যে, যারা কঠোর পরিশ্রম করে তাদের কাছে এই পৃথিবীর কোন কাজ কখনো কঠিন বলে মনে হয় না।


আর এই পৃথিবীতে যারা দুর্বল প্রকৃতির লোক অর্থাৎ যারা কোনো কাজকে দেখলে ভয় পায় তারা কিন্তু আসলে অলস প্রকৃতির লোক। কেননা এই অলস প্রকৃতির লোকেরা জীবনে কখনো কোন কাজ করতে চায় না এবং ছোটখাটো কাজ দেখলেই তারা ভয়ে সেই কাজটি আর করতে চায় না। আসলে কোন কাজকে যদি প্রথমে আমরা ভয় পেয়ে যাই তাহলে কিন্তু সেই কাজটির অর্ধেক সমাধান থেকে আমরা পিছিয়ে আসব। আসলে আমরা যখন আমাদের সামনে কোন কাজ এলে সেই কাজটাকে আমরা মনের দিক থেকে সহজে মনে কত ধরবো। কেননা আমরা যদি সেই কাজটাকে সহজ মনে করে সর্বপ্রথম চেষ্টা করে সেই কাজটি দুই একবার বিফল হলেও আমরা কিন্তু বারবার চেষ্টা করার ফলে সেই কাজটি একসময় না একসময় সমাধান করতে পারব।


এই পৃথিবীতে বর্তমান সময়ে মানুষকে কোন কাজ পেতে হলে সবথেকে বেশি কঠোর পরিশ্রম করতে হয়। কেননা এই পৃথিবীতে জনসংখ্যা যেমন বেড়ে চলেছে ঠিক তেমনি কাছের ক্ষেত্রে কাজের সংখ্যা কখনো বৃদ্ধি পায়নি। তাইতো কোন কাজ পেতে হলে আমাদের সেই কাজের জন্য অনেকের সঙ্গে প্রতিযোগিতা করতে হচ্ছে। আর এই প্রতিযোগিতায় আমরা বিভিন্ন ধরনের কঠোর পরিশ্রমী লোক দেখতে পাই যারা কিনা কোন ধরনের কাজকে কখনো ভয় পায় না। আসলে সেই কাজের ভিড়ে যদি আমরা নিজেদেরকে দুর্বল মনে করে সেই কাজটি আর না করার চেষ্টা করি তাহলে আমাদের জীবনে আমরা কোন ধরনের কাজ পাবো না এবং কেউ আমাদের দিয়ে কোন ধরনের কাজ করাবে না। আমরা দেখতে পাই যে যেসব দেশ আজ উন্নতির দিকে এগিয়ে যাচ্ছে তারা কিন্তু সবাই কঠোর পরিশ্রম করে।


আমাদের সমাজে দেখতে পাই যে, কিছু কিছু ব্যক্তিরা রয়েছে যারা সারা জীবন কঠোর পরিশ্রম করেছে এবং তাদের কঠোর পরিশ্রমের মাধ্যমে তারা কিন্তু আজ একটা বড় পর্যায়ে চলে গেছে। আসলে এইসব মানুষের মনে কখনো ভয় জায়গা করে নিতে পারে না। আর আমাদের তাদের দেখে অবশ্যই জীবনে কঠোর পরিশ্রম করতে হবে এবং মনের ভিতর কখনো ভয়কে জায়গা দেওয়া যাবে না। আর যারা মনের ভিতরে ভয় নিয়ে কাজ করে তাদের দ্বারা দুই একটা কাজ সম্পন্ন হলেও বাকি অধিকাংশ কাজ কখনোই তারা সম্পন্ন করতে পারে না। আর এজন্য যারা পৃথিবীতে ভয়কে জয় করতে পারে তারাই একমাত্র সফলতা অর্জন করতে পারে। আর যারা কখনো ভয়কে জয় করতে পারে না তারা সব সময় অন্য মানুষ থেকে পিছিয়ে থাকে। আর এজন্য সবাই বলে যে, ভয় মানুষকে দুর্বল করে দেয়।



আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।


আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।