কাজ

আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে আমার লেখা একটি কবিতা পোস্ট করলাম ।


image.png



লিংক


আসলে এই পৃথিবীতে যদি মানুষ ভুল না করতো তাহলে নতুন কিছু কখনোই শিখতে পারত না। অর্থাৎ মানুষ ভুল থেকেই নতুন কিছু করার পদ্ধতি শেখে। এই পৃথিবীতে আমরা কত মানুষকে দেখেছি যারা এই পৃথিবীর মাঝে বিভিন্ন ধরনের কাজকর্ম করে গেছে। কিন্তু একদিন না একদিন এসব মানুষদেরকে এই পৃথিবী ছেড়ে চলে যেতে হয়েছে। আসলে এই পৃথিবীতে সবাই চিরজীবন থেকে যায় না। শুধুমাত্র থেকে যায় তাদের কাজ। কারণ মানুষ মরে গেলেও মানুষের ভালো কাজ কখনো মারা যায় না। আর মানুষ যদি খারাপ কাজও করে সেই খারাপ কাজের রেস থেকে যায় আমাদের পৃথিবীতে অনেক দিন ধরে।

তাইতো এই জীবন যুদ্ধে আমাদের সব সময় কাজ করে যেতে হবে। বিভিন্ন ধরনের কাজ করতে গিয়ে আমাদের নানা ধরনের ভুল হয়ে থাকে। পৃথিবীতে এমন কোন ব্যক্তি নেই যে ব্যক্তি তার কাজ করতে গিয়ে একটিমাত্র ভুল করেনি। যে সব বড় বড় বিজ্ঞানীরা রয়েছেন এই পৃথিবীতে যারা বিভিন্ন ধরনের জিনিস আবিষ্কার করেছেন তারা কিন্তু বিভিন্ন ভুল করে একটা নতুন সমাধানে উন্নীত হয়েছে। আসলে ভুল থেকে মানুষ নতুন কিছু করার জন্য শেখে। এভাবে আমরা যদি আমাদের সকল ভুলগুলো শুধরে নিয়ে কাজ করে যাই তাহলে আমাদের এই পৃথিবী নতুন পৃথিবীতে রূপান্তরিত হবে।


কাজ


যেখানেই যাই কষ্ট পাই,

কত কিছুই না শিখবো জীবনে।

তবুও জীবন থমকে নেই,

এগিয়ে চলেছে আরো সামনে।


জীবন জোয়ারে চলেছে সবাই,

থেমে নেই পৃথিবীতে কেহ।

থেমে রয়েছে যারা পিছিয়ে পড়েছে,

সাহায্য করেনি তাদের কেহ।


কত কিছুই না দেখতে পাই,

আমাদের এই ছোট্ট জীবনে।

কত মানুষ নিশ্চিহ্ন হয়ে গেল,

কত মানুষ হারিয়ে গেল এই ভুবনে।


ভুল করে শেখে মানুষ,

এগিয়ে যায় সামনের দিকে।

ইচ্ছা করে কেহ ভুল করলে,

পরে তাকে পস্তাতে হবে।



আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।


আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।

Coin Marketplace

STEEM 0.28
TRX 0.13
JST 0.032
BTC 60991.61
ETH 2921.47
USDT 1.00
SBD 3.56