অভদ্রের ভদ্রতার মুখোশ

আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।

IMG_0378.jpeg

made by canva

আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।

আমাদের সমাজে যদি আমরা একটু চোখ বুলাই। তাহলে দেখবো যে অভদ্রের চেয়ে ভদ্রের সংখ্যাটাই আমাদের কাছে বেশি মনে হবে। কারণ যেখানেই দেখবেন সেখানেই দেখবেন একেবারে ভদ্র, শুদ্ধ মানুষ এর বসবাস। কিংবা আমরা যদি আমাদের নিজেদের চারপাশে দেখি।তাও দেখবো যে আমাদের চারপাশে শুধুমাত্র ভদ্র মানুষ আর ভদ্র মানুষ। কোনো অভদ্র মানুষের কোনো অস্তিত্বই নেই আমাদের চারপাশে।প্রাথমিকভাবে যদি ভদ্র এবং অভদ্র চিহ্নিত করতে যাই সে ক্ষেত্রে কিন্তু এটাই হবে। অর্থাৎ চারপাশে শুধু ভদ্র মানুষ ই আমরা খুঁজে পাবো।

এবং সম্ভবত আমরা কোনো অভদ্র মানুষ খুঁজেই পাবো না। আর পেলেও হয়তো পাবো একেবারে গুটিকয়েক কিছু মানুষ। কিন্তু যখন আমরা একটু মানুষগুলোকে তলিয়ে দেখবো।তখন দেখবো যে আমাদের চারপাশে বেশিরভাগই অভদ্র। তবে তারা সবাই ভদ্রতার মুখোশ পরে থাকে। অর্থাৎ ভদ্রতার মুখোশ পরিহিত অভদ্র মানুষ ই আমাদের সমাজে অনেক বেশি।

কিন্তু সমস্যা হলো তাদের সহজেই ধরে ফেলা যায় না। কারণ তারা এমনভাবে নিজেদেরকে মুখোশের আড়ালে লুকিয়ে রাখে যে, তাদের দেখলে মনে হয় তাদের মতো ভদ্র আর দুটি নেই। কিন্তু এটা একেবারেই মিথ্যে। আসলে তাদের মতো অভদ্র আর দুটি থাকে না।

আরো একটা মূল সমস্যা হলো অভদ্র মানুষের ইনটেনশন কখনোই ভালো থাকে না। সেটা তো আর বলার অপেক্ষায় রাখে না। কিন্তু আমরা তো তাদের চিনতেই পারি না। অর্থাৎ তাদের আসল চেহারাটা আমরা বুঝতেই পারি না। যার কারণে তারা আমাদের ক্ষতি করতে পারে। তাই জীবনের বড় একটি অধ্যায় আমরা পার করে ফেলি যেখানে আমরা আসলে ভালো মানুষ আর খারাপ মানুষ বাছাই ই করতে পারি না।
Sort:  
 22 days ago 

বর্তমানে প্রতিটি সমাজে অভদ্র মানুষের ছড়াছড়ি। কিন্তু তাদেরকে চিনতে খুবই কষ্ট হয়ে যায়। কারণ তারা তো ভদ্রতার মুখোশ পড়ে থাকে। এই সমস্ত মানুষদের জন্য যারা ভদ্র বা ভালো মানুষ, তাদেরকেও আমরা অনেক সময় বিশ্বাস করতে পারি না। যাইহোক এসব অভদ্র মানুষের চক্করে পরলে জীবন একেবারে তছনছ হয়ে যায়। সুতরাং সবার উচিত বাড়তি সতর্কতা অবলম্বন করা। যাইহোক পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.27
TRX 0.11
JST 0.030
BTC 70929.96
ETH 3846.26
USDT 1.00
SBD 3.48