বাচ্চাদের হাতে টাকা দেওয়ার আগে সতর্ক হোন

আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।

IMG_0378.jpeg

made by canva

আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।

আমাদের সময়ে অর্থাৎ আমরা যখন ছোট ছিলাম। তখন আমাদের সমাজ খুব একটা আপডেটেড না হলেও। অর্থাৎ আমাদের সমাজ ব্যাকডেটেড হলেও। যে ব্যাপারটা খুব স্ট্রিক্টলি মেইনটেইন করা হতো। সেটা হলো, বাচ্চাদের হাতে পরিবারের কেউই কোনোভাবেই টাকা পয়সা দিত না। এমনকি যদি আত্মীয়-স্বজন কেউ বাড়িতে এসে, যাওয়ার সময় কোনো বাচ্চাদের হাতে লুকিয়ে টাকা গুঁজে দিয়ে চলে যেতো।সেটাও পরিবারের মানুষরা নিয়ে নিতো। তখন হয়তো ব্যাপারটা খুব বিরক্তিকর লাগতো। কিন্তু এখন বুঝি যে ব্যাপারটা আসলে কতোটা ভালো ছিলো।

কারণ আজকালকার বাচ্চাদের দিকেই যদি আমরা দেখি। তাহলে বুঝতে পারবেন যে আজকালকার বাচ্চাগুলো আসলে কত বেশি আপডেটেড এবং আপডেটেড এটা নিয়ে আমার সমস্যা নয়। আমার সমস্যা হলো, আজকালকার বাচ্চাগুলো অতিরিক্ত ই ইচড়ে পাকা ধরনের।

এবং আমরাই কিন্তু তাদেরকে সুযোগ করে দেই। কারণ আমাদের সময় অর্থাৎ আমরা যখন ছোট ছিলাম। তখন আমাদের কিছু লিমিটেশন ছিলো। কিন্তু আজকালকার বাচ্চাগুলোর জন্যে তাদের পরিবার লিমিটেশনস একেবারেই কমিয়ে দেয়। এবং তাদের বুদ্ধি হওয়ার আগেই হাতে ধরিয়ে দেয় টাকা। যেটা তাদেরকে খারাপের পথেই নিয়ে যায়। তাই পরিবারের বাচ্চাদের হাতে কোনো ভাবেই টাকা দেওয়া যাবে না। আর কেউ যদি দিয়ে থাকে।তবে এই লেখাটা পড়ার পর এই মুহূর্তেই বন্ধ করে দিন। কারণ আপনি নিজেই নিজের ক্ষতি করছেন।

একটা সময় এমন আসবে, যখন আপনি আপনার নিজেরই কৃতকর্মের জন্য অনুশোচনা বোধ করবেন। কিন্তু এইসব এর পর অর্থাৎ এই কাজ এর পর কোনো অনুশোচনা করে ও কোনো লাভ হয় না। এই সকল কাজে দরকার হয় প্রতিরোধের,প্রতিবাদ তেমন ধোপে টেকে না।
Sort:  
 29 days ago 

কথাগুলো সত্যি, আর আপনার সাথে আমিও একমত আসলে বর্তমান এই যুগের যে ছেলে মেয়েগুলো রয়েছে এরা অনেক আপডেট। ‌ আবার কিছু ছেলে মেয়ে রয়েছে অনেক পাকা, বয়সের তুলনায় অনেক বেশি বুঝে। এখন ছেলেমেয়েদের হাতে যদি সাবধানতা ছাড়া টাকা দেওয়া যায় সে ক্ষেত্রে আমারও মনে হয় ওরা খারাপ দিকে যাবে।

 29 days ago 

বাহ্! দারুণ একটি টপিক নিয়ে পোস্ট শেয়ার করেছেন। বাচ্চাদের হাতে টাকা দেওয়াটা আমি একেবারেই পছন্দ করি না। আর এখনকার বাচ্চারা তো আরও বেশি আপডেট। তাছাড়া মাদকদ্রব্য আমাদের দেশে এখন এতো বেশি পরিমাণে পাওয়া যায় যে,হাতে নগদ টাকা থাকলে এবং বন্ধু বান্ধবদের পাল্লায় পড়ে কখন যে মাদকাসক্ত হয়ে যাবে, সেটা পরিবারের মানুষজন টেরই পাবে না। সুতরাং সন্তানদের ভবিষ্যতের কথা ভেবে, ভুলেও হাতে টাকা দেওয়া যাবে না। যাইহোক সবার শুভবুদ্ধির উদয় হোক সেই কামনা করছি।

 29 days ago 

আমি মনে করি বাচ্চাদের হাতে টাকা এবং মোবাইল এই দুইটা জিনিস দেওয়া মোটেই ঠিক না। যার বাদশা মোবাইল আর টাকা আর নেশায় পড়ে যাবে তার ভবিষ্যৎ অন্ধকার। ছোটবেলায় আমাদের কিন্তু ঠিক এমন একটা লিমিট এর মধ্যে রাখা হতো বাবা-মায়ের কাছে চেয়ে চেয়ে এক মাসের মধ্যে দুইটা টাকা পেয়েছি কিনা। কিন্তু এখন বাচ্চাদের হাতে এমনিতেই টাকা ধরিয়ে দেওয়া হয় আর এই দশ বছরের মধ্যে দেখা গেছে এই কারণে বেশ যুবসমাজ গড়ে উঠেছে তারা খুবই ক্ষতিগ্রস্ত হয়েছে।

 29 days ago 

অনেক সুন্দর একটি জনসচেতন মূলক ব্লগ শেয়ার করেছেন আপনি। আপনার এ ব্লগটা বাস্তবতার সাথে বেশ মিল রয়েছে। আসলে বাচ্চাদের হাতে টাকা পয়সা দেওয়াটা উচিত নয় তবে একটা লিমিটের মধ্যে থেকে দেয়ার প্রয়োজন রয়েছে নির্দিষ্ট বয়সের জায়গায়। তাছাড়া বেশি আদরে ক্ষতি হয়। আমরা আইএ পাস করার পরে যা জেনেছি শিখেছি এখন ক্লাস ফাইভ এর বাচ্চারা সেগুলো বুঝে এমনকি গোপনীয় অনেক কিছু। আর এই সমস্ত বিষয়গুলো আধুনিকতা এবং হাতে টাকা পয়সা পাওয়ার মধ্য দিয়েই কিন্তু দিন দিন খারাপের দিকে যাচ্ছে আগে শতকরা দু'চারটা ছেলেমেয়ে ইচোড়ে পাকা ছিল আর এখন শতকরায় ৯০% ইচোড়ে পাকা। যা একটি মানব সম্প্রদায়ের জন্য হুমকিস্বরূপ।

Coin Marketplace

STEEM 0.27
TRX 0.11
JST 0.031
BTC 71178.18
ETH 3871.22
USDT 1.00
SBD 3.50