যাদের অবস্থান শীর্ষে, তারাই যেনো নিকৃষ্ট!

আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।

IMG_0378.jpeg

made by canva

আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।

আমাদের সমাজে আমরা যারা অর্থাৎ যাদেরকে শীর্ষস্থানে বসাই। সেটা হতে পারে রাজনীতি, সেটা হতে পারে শিক্ষাপ্রতিষ্ঠান। সেটা হতে পারে যেকোনো মূল্যবান স্থান কিংবা পথ। আসলে যাদেরকেই আমরা শীর্ষস্থানে বসাই না কেনো। কয়েকটা দিন যেতে না যেতেই আসলে তাদের আসল রূপটা বেরিয়ে আসে এবং তাদের আসল রূপটা হয় খুবই নিকৃষ্ট।

বর্তমানে এখন বলতে গেলে যাদেরকে আমরা শীর্ষস্থানে বসাই। তারাই মোটামুটি সবচেয়ে বেশি নিকৃষ্ট হয় কারণ আপনি চিন্তা করুন আমাদের দেশের সরকার ব্যবস্থা এখন কতটা বাজে হয়ে গিয়েছে। শুধু কিন্তু সরকার ব্যবস্থা ই নয়। বর্তমানে আপনি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের কার্যক্রম গুলো লক্ষ্য করেন দেখবেন যে, সবকিছুই যেনো অসম্ভব রকমের ঝামেলা এবং এলোমেলো। যেটা কিন্তু হওয়া মোটেও উচিত নয়।

যেমন আমি যদি আমার শিক্ষা প্রতিষ্ঠানের কথা বলি। তাহলে আমি বলবো যে প্রতিবছর একটা শিক্ষাপ্রতিষ্ঠানে অর্থাৎ আমার ওই শিক্ষাপ্রতিষ্ঠানের যে পরিমাণের লাভ হয়। সেই পরিমাণের যদি একটুও কাজ করানো হতো। তাহলে শিক্ষার্থীরা অনেক সমস্যা ভোগ করা থেকে পরিত্রাণ পেতো। কিন্তু তার কিঞ্চিৎ পরিমাণও কাজ করানো হয় না। তাহলে আপনি ভাবুন যে, সেই ফান্ডিং এর টাকাগুলো তাহলে কোথায় যায়।

আরো একটি ইন্টারেস্টিং ব্যাপার হলো। কয়েকদিন আগে তো এসব নিয়ে ফেসবুকে একটা বেশ ভাল রকমের ই প্রমাণ সহকারে পোস্ট দেখলাম। অর্থাৎ ওই পুরো ফান্ডিং এর টাকাটাই তারা তাদের ব্যক্তিগত কাজে এবং বিনোদনের জন্য ব্যবহার করেন। আপনি চিন্তা করুন, এতোগুলো শিক্ষার্থীর বাবা-মায়ের কষ্টের টাকা তারা তাদের বিনোদনের পেছনে খরচ করছে। আসলে আমরা যাদেরকে ভালোভাবে শীর্ষস্থানে বসাই। তারাই মূলত আমাদের পতনের সবচেয়ে বড় মূল কারণ হয়ে দাঁড়ায়।

মূল সমস্যা হলো, এতে কিন্তু আমাদের কিছু করার নেই। কারণ ব্যাপারটা অনেকটা এমন যে বাঘের হাত থেকে নিস্তার পেয়ে সিংহের হাতে পরা। অর্থাৎ হয়তো আমি একজনকে খারাপ ভেবে আরেক জনের হাতে ক্ষমতা দিচ্ছি। সেখানেও দেখবেন যে একেবারে একই অবস্থা। অর্থাৎ ভালো মানুষ বিশেষ করে যারা শীর্ষে রয়েছে তাদের মধ্যে ভালো মানুষ খুঁজে পাওয়া আজকালকার যেনো খড়ের গাদা তে সুঁচ খোঁজার মতোন কঠিন কাজ।
Sort:  
 4 months ago 

যাদের অবস্থান শীর্ষে, তারাই যেনো নিকৃষ্ট এটি বাস্তবসম্মত সত্য। সমাজের ধনী মানুষেরাই বর্তমানে অমানুষ নিকৃষ্ট হয়ে আছে। শিক্ষা প্রতিষ্ঠানের উদাহরণটি বাস্তবসম্মত দিয়েছেন। শিক্ষা প্রতিষ্ঠানে যে হারে টাকা আসে সে হারে উন্নয়ন হয় না। অসংখ্য ধন্যবাদ আপনাকে এমন সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।