"সাইনপেন দিয়ে একটি ফুলের আর্ট "১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য।

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)

IMG_20220212_223153.jpg
আসসালামু আলাইকুম,
সবাই কেমন আছেন?আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভাল আছেন।আমিও ভাল আছি তার অশেষ কৃপায়।

আজকে আমি আপনাদের সাথে আমার অঙ্কন করা একটি ম্যান্ডেলা আর্ট নিয়ে উপস্থিত হয়েছি। যদিও আমি কখনো ম্যান্ডেলা আর্ট করিনি।

আমার বাংলা ব্লগ কমিউনিটি তে প্রায়শই দেখা যায় বিভিন্ন ইউজারগন এখানে বিভিন্ন রকমের খুবই আকর্ষণীয় ম্যান্ডেলা আর্ট করেন আর তাদের এসব আর্ট দেখে আমি খুব অনুপ্রাণিত হয়েছি।যার ফলে আমিও আজকে একটি ম্যান্ডেলা আর্ট করার চেষ্টা করেছি।

আসলে ম্যান্ডেলা আর্ট দেখতে যতটা সহজ মনে হয় করতে গিয়ে বুঝতে পারলাম যে এটা আসলে ততটা সহজ নয়, খুবই সময় সাপেক্ষ একটি আর্ট হচ্ছে এ ম্যান্ডেলা আর্ট।

যাক তবুও আমি আমার এই ফুলের ম্যান্ডেলা আর্টটি অঙ্কন করে নিয়েছি, তাই আজকে আপনাদের সাথে তা ধাপে ধাপে তুলে ধরব।

IMG_20220212_221753.jpg

উপকরন
বিভিন্ন রকমের সিগনেচার কলম
ম্যান্ডেলা আঁকার কাগজ
পেন্সিল
রাবার
🎀 অংকন প্রক্রিয়া 🎀
প্রথম ধাপ

IMG_20220212_221817.jpg

প্রথমেই আমি পেনসিল দিয়ে হালকা ভাবে একটি ফুল এঁকে নেব।

দ্বিতীয় ধাপ

IMG_20220212_221838.jpg
IMG_20220212_221901.jpg

পর্যায়ে আমি নীল সিগনেচার কলম ও লাল
সিগনেচার কলম দিয়ে একটি ফুল ও ফুলের পাপড়ি এঁকে নিয়েছি। আবার ফুলের দু'পাশে দুটি কুকিজ পেন্সিল দিয়ে এঁকে নিয়েছি।

তৃতীয় ধাপ

IMG_20220212_221922.jpg
IMG_20220212_221942.jpg
এ পর্যায়ে আমি নীল সিগনেচার কলম দিয়ে ডাবল ভাবে পাপড়িগুলো এঁকে নেব এবং সবুজ সিগনেচার কলম দিয়ে দু'টো কুকিস এঁকে নেব।

চতুর্থ ধাপ

IMG_20220212_222450.jpg
IMG_20220212_222513.jpg
এখন আমি ফুলের পাপড়ির বডারের মধ্যে লাল সিগনেচার কলম দিয়ে এঁকে নেব এবং একটি কুকিজের মধ্যে লাল রং এর সাহায্যে মাছের আঁশের মতো এঁকে নেব।

পঞ্চম ধাপ

IMG_20220212_222533.jpg
IMG_20220212_222551.jpg
এই পর্যায়ে আমি একটি কুকিজের মধ্যে মাছের আঁশের মতো কিছু এঁকে নিয়েছি এবং অপর একটি কুকিজ এর মধ্যে বাঁকা বাঁকা করে একটি ডিজাইন অঙ্কন করেছি।

ষষ্ঠ ধাপ

IMG_20220212_222608.jpg

IMG_20220212_222633.jpg

এ পর্যায়ে আমি দ্বিতীয় কুকিজ এর মধ্যে লাল কলমের সাহায্যে ছোট ছোট ফুল এঁকে নিয়েছি।

সপ্তম ধাপ

IMG_20220212_222721.jpg
IMG_20220212_222743.jpg

এ পর্যায়ে আমির কুকিজের পাশে আরও একটি বৃত্ত এঁকে নিয়েছি এবং ছোট ছোট পাপড়ি দিয়ে একটি ফুল এঁকে নিলাম। এখন আরেকটি কুকিজের অপর পাশে একটি লতার মত করে এঁকে নিয়ে এর মধ্যে তিনটি ধানের শীষের মত এঁকে নিয়েছি।

অষ্টম ধাপ

IMG_20220212_222853.jpg

এখন আমি কুকিজের পাশের ফুলটিতে নীল সিগনেচার কলম ও লাল সিগনেচার কলম এর সাহায্যে কিছু ডিজাইন করে নেব।

শেষ ধাপ

IMG_20220212_223051.jpg

IMG_20220212_223019.jpg

এ পর্যায়ে আমি দু'টো কুকিজের দু'পাশে দু' রকমের চিত্র অংকন করেছি। আর ফুলের পাপড়ির মধ্যে অংশে সবুজ কলম দিয়ে সোজাসুজি বাঁকা করে দাগ টেনে নকশা করে নিয়েছি। এরই মধ্য দিয়ে আমার ম্যান্ডেলা আর্ট করা সম্পূর্ণ হয়েছে।

অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ কষ্ট করে আপনাদের মূল্যবান সময় ব্যয় করে লেখাটি পড়ার জন্য। আর যাদের ভাল লাগেনি তাদেরও ধন্যবাদের সাথে অনুরোধ করছি আপনাদের মূল্যবান দিক-নির্দেশনা দিয়ে আমাকে অনুপ্রাণিত ও উৎসাহিত করবেন। আপনাদের অনুপ্রেরণা পেলে পরবর্তীতে আরো নতুন কিছু নিয়ে আপনাদের সামনে হাজির হব ইনশাআল্লাহ।

ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন।🙏

আমি @hseema" আমার বাংলা ব্লগের ---"একজন নতুন সদস্য। আমি একজন বাংলাদেশী ও ঐতিহ্যবাহী ব্রাহ্মণবাড়িয়ার সন্তান হিসেবে নিজেকে নিয়ে গর্ববোধ করি। আমি লিখতে, পড়তে, ছবি আঁকতে, নতুন নতুন রান্না করতে ও শিখতে ভালোবাসি। সর্বোপরি নিজেকে একজন আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে সর্বদা সচেষ্ট থাকার চেষ্টা করি। সবাই আমার জন্য দোয়া করবেন।🤲🤲🤲

Sort:  
 2 years ago 

আপনার ম্যান্ডেলা আর্টিস্টি খুব অসাধারণ হয়েছে। আপনি খুব সুন্দর করে দক্ষতা সহকারে সময় নিয়ে আর্টিস্ট টি সম্পন্ন করেছেন। আর্টিস্ট টি দেখে আমার কাছে খুব ভালো লেগেছে। সত্যিই আপনি খুব অসাধারণ ভাবে এটি চিত্র অঙ্কন করেন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল। ধন্যবাদ, ভালো থাকবেন।

 2 years ago 

এ আর্টটি আপনার অনেক ভালো লেগেছে জানতে পেরে আনন্দিত বোধ করছি, অসংখ্য ধন্যবাদ এত সুন্দর ভাবে আপনার মন্তব্যটি উপস্থাপন করার জন্য।

ম্যান্ডেলা অংকনটি দেখে মুগ্ধ হয়ে গেলাম। অনেক সুন্দর একটি ম্যান্ডেলা অংকন করেছেন আপনি। মনে হয় আপনি অনেক সময় ও ধৈর্য নিয়ে ম্যান্ডেলা অংকনটি করেছেন।ধন্যবাদ আপনাকে এতো সুন্দর একটি ম্যান্ডেলা অংকন করে আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।

 2 years ago 

জ্বি ভাই আসলেই ম্যান্ডেলা আর্ট করতে অনেক সময় ব্যয় হয়,তবুও যখন দেখি যে এত কষ্টের পরও আর্টি সুন্দরভাবে সম্পন্ন হয়েছে তখন ভালোই লাগে। অসংখ্য ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য।

 2 years ago 

সাইন পেন দিয়ে খুব সুন্দর একটি ফুলের ম্যান্ডেলা আর্ট করেছেন আপু ।ঠি ই বলেছেন ম্যান্ডেলা আর্ট গুলো দেখতে সহজ মনে হলেও আঁকতে অনেক সময় লাগে ।কিন্তু আঁকার পরে যখন আর্টটি দেখি তখন মনটা ভরে যায়। আপনি ফুলের ম্যান্ডেলা ডিজাইন করে কালারফুল করে খুব সুন্দর এঁকেছেন আমার কাছে অনেক ভালো লেগেছে আপু।

 2 years ago 

অনেক অনেক ধন্যবাদ আপু আপনার এত সুন্দর মন্তব্যের জন্য আসলে আপনাদের এত সুন্দর মন্তব্যের কারণে কিন্তু পরবর্তীতে এ জাতীয় পোস্ট করতে অনেক উৎসাহিত বোধ করি

 2 years ago 

সাইন পেন দিয়ে অনেক সুন্দর একটি ফুলের আর্ট করলেন আপনি। আমার কাছে ফুলের আর্ট গুলো এমনিতেই অনেক ভালো লাগে দেখতে। আপনার আঁকা আর্ট টিও জাস্ট অসাধারণ লাগলো আমার কাছে। আপনার উপস্থাপনা টা অসাধারন ছিল। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 2 years ago 

সাইনপেন দিয়ে কত সুন্দর আর্ট করে পেলেছেন আপু। আমার কাছে বেশি ভালো লেগেছে কারণ সাইনপেনের কারণে খুব চিকন আর সুক্ষ্মভাবে আকা যায়।আপনার এই ম্যান্ডেলাটি অনেক সুন্দর হয়েছে আপু।আমার কাছে অনেক ভালো লেগেছে এটি।

 2 years ago 

ফুলের আর্ট দেখে চোখ জুড়িয়ে গেল। আপনার আর্ট দেখে মনে হচ্ছে আপনি এই কাজে প্রফেশনাল। ইংলিশ মুভিতে এজাতীয় ট্যাটু লক্ষ করা যায়। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

Coin Marketplace

STEEM 0.27
TRX 0.12
JST 0.032
BTC 65454.89
ETH 2948.91
USDT 1.00
SBD 3.69