মাছের ডিম রান্নার রেসিপি।১০% লাজুক শেয়ালের জন্য।

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু-আলাইকুম।

কেমন আছেন বন্ধুরা। আশা করি সবাই ভাল আছেন। আমিও আল্লাহর রহমতে ভালই আছি। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মজাদার মাছের ডিম রান্নার রেসিপি। আগে মাছের ডিম তেমন একটা খেতাম না তবে এখন মাছের ডিম খেতে অনেক বেশি ভালো লাগে। এ বর্ষার মৌসুমের প্রায় প্রত্যেক মাছেই ডিম হয়ে থাকে। বাসায় কোন বড় মাছ আানা হলে,আর মাছে ডিম হলে, মাছের ডিম আমি এভাবে ভুনা করে রান্না করে থাকি। এবার তাহলে চলুন দেখে নেয়া যাক আমি কিভাবে মাছের ডিম ভুনা করেছি।

GridArt_20220907_171020978.jpg

20220907_144636.jpg

প্রয়োজনীয় উপকরণ

20220907_131438.jpg

20220817_135913.jpg

20220701_163445.jpg

উপকরণের নামপরিমাণ
মাছের ডিমপরিমানমত
পেয়াজ কুচি১/২ কাপ
কাঁচা মরিচ৫/৬ টি
আদা বাটা২ চা চামচ
রসুন বাটা১ চা চামচ
হলুদের গুঁড়া১ চা চামচ
জিরার গুড়াআধা চা চামচ
শুকনা মরিচের গুড়াপরিমাণ মতো
লবণপরিমাণমতো
সয়াবিন তেলআধা কাপ

প্রস্তুত প্রণালী

ধাপ ১ঃ

20220907_132733.jpg

প্রথমে চুলায় একটি করাই নেই। করাই এর মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দেই এবং তেলের মধ্যে কাঁচামরিচ ও পেয়াজকুচি দিয়ে দেই।

ধাপ ২ঃ

20220907_133247.jpg

এবার সব মসলাগুলো এর মধ্যে দিয়ে দেই।

ধাপ ৩ঃ

20220907_133354.jpg

মশলা কষানো হয়ে গেলে এর মধ্যে মাছের ডিম দিয়ে দেই।

ধাপ ৪ঃ

20220907_133643.jpg

এবার মাছের ডিম একটু রান্না করে এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দেই।

ধাপ ৫ঃ

20220907_134059.jpg

এভাবে কিছুক্ষণ রান্না করে নেই।

ধাপ ৬ঃ

20220907_134818.jpg

20220907_144631.jpg

এবার পানি শুকিয়ে গেলে চুলা থেকে নামিয়ে ফেলি। এরপর একটি প্লেটে পরিবেশন করে নেই।

আজকের মত এ পর্যন্তই। আবার কথা হবে অন্য কোন বিষয় নিয়ে। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় আজকের মতো এখানেই শেষ করছি।

|Photographer | @iraniahmed||
|-|-|
| Device| Samsung M01s|

Sort:  
 2 years ago 

আমিও মাছের ডিম তেমন একটা খেতাম না। মাছের ডিম আমি ভাজি করে খেয়েছি। কিন্তু কখনো মাছের ডিম ভুনা করে খাইনি। আপনার রেসিপিটি দেখতে অনেক লোভনীয় হয়েছে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল।

 2 years ago 

মাছের ডিম ভুনা করে একদিন খেয়ে দেখবেন। খেতে খুবই ভালো লাগে। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

মাছের ডিম আমার খুবই খুবই ফেভারিট বিশেষ করে গরম ভাতের সাথে খেতে সবথেকে বেশি ভালো লাগে।। আপনি আজ সুস্বাদু মাছের ডিমের রেসিপি প্রস্তুত করে আমাদের মাঝে শেয়ার করেছেন দেখেই খুব লোভ হচ্ছে।। খেতে নিশ্চয়ই খুবই সুস্বাদু হয়েছিল।।

 2 years ago 

আমার কাছেও মাছের ডিম গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য।

 2 years ago 

মাছের ডিম ভুনা খেতে আমার খুবই ভালো লাগে। আমার পছন্দের একটি রিসিপি শেয়ার করেছেন আপনি। গরম ভাতের সাথে মাছের ডিম ভুনা খেতে অনেক মজা লাগে। রেসিপিটা দেখে বোঝা যাচ্ছে খেতে খুবই সুস্বাদু হয়েছে। ধন্যবাদ আপনাকে সুস্বাদু রেসিপি শেয়ার করার জন্য।

 2 years ago 

এই রেসিপিটি আমার অনেক পছন্দের। আর এই রেসিপিটি গরম ভাতের সাথে খেতে সত্যি অনেক ভালো লাগে।

 2 years ago 
মাছের ডিম রান্নার রেসিপিটি দেখতে খুব চমৎকার লাগছে এবং খেতে নিশ্চয়ই খুবই সুস্বাদু হয়েছিল। আপু ঠিকই বলেছেন এই বর্ষা মৌসুমে অনেক মাছের মধ্যে ডিম পাওয়া যায়। ডিমগুলো যদি ভালো করে রান্না করা হয়। তখন খেতে খুবই সুস্বাদু লাগে।আপনার ডিম রান্নার রেসিপির কালারটাও দেখতে খুব সুন্দর লাগছে। অসংখ্য ধন্যবাদ আপু,এত সুস্বাদু ও মজাদার করে মাছের ডিম রান্নার রেসিপি তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য। আপনার জন্য শুভেচ্ছা ও শুভকামনা রইল।
 2 years ago 

মাছের ডিম আমার অনেক পছন্দের একটি খাবার। আর এই রেসিপিটি সত্যি অনেক মজাদার হয়েছিল।

 2 years ago 

এই রেসিপিটি গ্রহণযোগ্য, কিন্তু আগের রেসিপিটি ঠিক মতো উপস্থাপন করা হয় নাই। শেষ দৃশ্যটা সর্বদা ঠিক মতো উপস্থাপন করবেন, আজকের রেসিপিটির মতো। ধন্যবাদ

 2 years ago 

এরপর থেকে অবশ্যই ঠিক ভাবে উপস্থাপন করার চেষ্টা করব।

 2 years ago 

মাছের ডিম ভুনা আমার খুবই পছন্দের খাবার।আপনি বেশ সুন্দর করে এই রেসিপিটি আমাদের মাঝে শেয়ার করেছেন। ধন্যবাদ আপনাকে এবং অনেক শুভকামনা রইলো আপনার জন্য। আপনার কাছ থেকে সবসময় এমন ভালো ভালো রেসিপি পাওয়ার অপেক্ষায় থাকবো।

 2 years ago 

অবশ্যই চেষ্টা করব ভালো ভালো রেসিপি শেয়ার করার জন্য। ধন্যবাদ আপনাকে আপু।

 2 years ago 

মাছের ডিম ভুনা অসাধারণ একটি রেসিপি। আমার অনেক ভালো লাগে।আমি মাঝে মাঝে এভাবে ডিম ভুনা করি।আপনার রেসিপি দেখে মনে হচ্ছে অনেক সুস্বাদু হয়েছে।আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

মাছের ডিম ভুনা এই রেসিপিটি খেতে অনেক সুস্বাদু হয়েছিল। ধন্যবাদ আপনাকে।

 2 years ago (edited)

আপু আপনি খুব সুন্দর করে মাছের ডিম ভুনা রেসিপি করেছেন। মাছের ডিম আমার খুব প্রিয় একটি জিনিস। এবং মাছের ডিমের প্রচুর পরিমাণে ভিটামিন রয়েছে। আপু আমি কখনো মাছের ডিম রান্নার সময় পানি ব্যবহার করিনা। পানি ছাড়াই ভাজা ভাজা করে ফেলি। খুব ভালো লাগে।

আপু আপনার পোষ্টের নিচের মার্ক ডাউন টেবিল কোডটি ভুল হয়েছে।

 2 years ago 

নিচের মার্ক ডাউনে দুইটি দাগ পড়ে গেছে সেটি আমি খেয়াল করিনি। ধন্যবাদ বলে দেয়ার জন্য। মাছের ডিমে আমি পানি ব্যবহার করি, কারন মনে হয় সিদ্ধ হবে না এজন্য।

 2 years ago 

মাছের ডিম ভুনা অনেক পছন্দের একটা রেসিপি। আমার ভিশন ভালো লাগে। হালকা আলু দিয়ে রান্না করলে বেশ সুস্বাদু হয়।ডিম ভুনা রেসিপি ধাপে ধাপে অনেক সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন প্রতিটি ধাপ। ধন্যবাদ আপু আপনাকে।

 2 years ago 

মাছের ডিম ভুনার রেসিপির ধাপগুলা সুন্দরভাবে উপস্থাপন করার চেষ্টা করেছি। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আপু ইচ্ছে করছে এখনি আপনার বাসায় চলে আসি।আমার খুব পছন্দের একটি রেসিপি মাছের ডিম ভাজি।এভাবে মাছের ডিম ভাজি খেতে দারুণ লাগে।আপনি খুব সুন্দর ভাবে মাছের ডিম ভাজি রেসিপি শেয়ার করেছেন। ধন্যবাদ লোভনীয় রেসিপি শেয়ার করার জন্য।

 2 years ago 

চলে আসেন আপু, এখনো ডিম ভাজি রয়েছে। ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য।

Coin Marketplace

STEEM 0.27
TRX 0.11
JST 0.030
BTC 67730.39
ETH 3820.69
USDT 1.00
SBD 3.55