পুথির ইয়ার রিং বানানোর পদ্ধতি।১০% লাজুক শেয়ালের জন্য।

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু-আলাইকুম।

কেমন আছেন বন্ধুরা। আশা করি সবাই ভাল আছেন। আমিও আল্লাহর রহমতে ভালই আছি। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পুথি দিয়ে কানের দুল বানানোর পদ্ধতি। পুথি দিয়ে আমি বেশ কয়েকটি ব্রেসলেট তৈরি করেছি। যা বানাতে পেরে আমার খুবই ভালো লেগেছিল। এবার আমি পুথি দিয়ে কানের দুল তৈরি করে আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি। আশা করছি এই পোস্টটি আপনাদের সবার অনেক ভালো লাগবে। বিভিন্ন কালারের পুথি দিয়ে খুব সহজে এবং অল্প সময়ে কানের দুল তৈরি করা যায়। তাহলে চলুন এবার দেখে নেয়া যাক আমি কিভাবে পুথি দিয়ে কানের দুল তৈরি করেছি।

20220913_212658.jpg

প্রয়োজনীয় উপকরণ

  • বিভিন্ন কালারের পুথি
  • সুতা
  • সুই

20220915_115957.jpg

প্রস্তুত প্রণালী

ধাপ ১ঃ

20220913_212104.jpg

20220913_212155.jpg

প্রথমে সুই সুতার সাথে একটি ছোট সাদা পুঁথি এবং একটি বড় কালো পুথি পর্যায়ক্রমে গেথে নেই।.

ধাপ ২ঃ

20220913_212343.jpg

20220913_212418.jpg

এভাবে পাঁচটি ছোট সাদা পুথি এবং সাতটি বড় কালো পুথি গেথে নেই এবং দুই দিকে সুতা ভালোভাবে বেঁধে গোল করে নেই।

ধাপ ৩ঃ

20220913_212449.jpg

20220913_212508.jpg

এরপর পুরান এয়ার রিং এর পিন এর সাথে সুতা দিয়ে গেঁথে নেই।

ধাপ ৪ঃ

20220913_212523.jpg

এভাবে পুথির মধ্যে সুই গেঁথে নেই।

ধাপ ৫ঃ

20220913_212601.jpg

ইয়ার রিংয়ের পিনটি শক্তভাবে সুতা দিয়ে বেঁধে নেই।

ধাপ ৬ঃ

20220913_212730.jpg

হয়ে গেল আমার এয়ার রিং বানানোর পদ্ধতি।

আজকের মত এ পর্যন্তই। আবার কথা হবে অন্য কোন বিষয় নিয়ে। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় আজকের মতো এখানেই শেষ করছি।
Photographer@iraniahmed
DeviceSamsung M01s
Sort:  
 2 years ago 

সত্যি আপু নিজের হাতে কোন কিছু তৈরি করলে অনেক ভালো লাগে। আর নিজের হাতে কোন কিছু তৈরি করে ব্যবহার করলে খুবই ভালো লাগে। আপনি অনেক সুন্দর ভাবে ইয়ার রিং তৈরি করেছেন। আমার কাছে খুবই ভালো লেগেছে আপু। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

পুঁথি দিয়ে এধরনের ইয়ার রিং বানাতে আমার খুবই ভালো লেগেছিল। ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য।

 2 years ago 

নিজ উদ্দেগে কোন কিছু বানানোর মদ্ধে অনেক আনন্দ পাওয়া যায় , যার অনুভুতিটা অনেক আনন্দের । আপনার বানানো ইয়ার রিং টী সত্যি আপু অনেক সুন্দর হয়েছে , বিশেষ করে ঋং এর পারফেক্ট কালার গুলা একান্তই অনেক ভাল লেগেছে , ধন্যবাদ আপু আপনাকে সুন্দর এই ইয়ার রিং টী আমাদের মাঝে শেয়ার করার জন্য

 2 years ago 

আমার বানানো ইয়ার রিং আপনার কাছে সুন্দর লেগেছে যেনে আমার খুবই ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে

 2 years ago 

আপু আপনি পুথির ইয়ার রিং বানানোর পদ্ধতি শেয়ার করেছেন দারুন হয়েছে। ইউনিক আইডিয়া ছিলো দেখে মুগ্ধ হয়ে গেলাম। এধরনের কাজ গুলো আমার ভীষণ ভালো লাগে। ধন্যবাদ আপনাকে

 2 years ago 

এ ধরনের কাজ আমারও ভীষণ ভালো লাগে। ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।

 2 years ago 

আপু আপনার তৈরি কানের দুল দেখে মুগ্ধ হয়ে গেলাম। অনেক সুন্দর এক জোড়া কানের দুল তৈরি করেছেন। এই কানের দুল গুলো কানে পড়লে কিন্তু অনেক সুন্দর লাগবে। খুবই সহজ ভাবে কানের দুল তৈরি করে ফেলেছেন। অনেক অনেক ধন্যবাদ শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনি একদম ঠিক বলেছেন আপু, এ ধরনের কানের দুল বানানো খুবই সহজ।

 2 years ago 

আপনি তো খুবই অল্প সময় ব্যবহার করে কালারফুল পুতি দিয়ে খুবই সুন্দর কানের দুল তৈরি করে ফেলেছেন। আমার কাছে তো অসম্ভব ভালো লেগেছে আপনার কানের দুল তৈরি। আপনি যখন পুতি দিয়ে ব্রেসলেট তৈরি করেছিলেন সেগুলোও আমি দেখেছিলাম। সত্যি আপনার অনেক দক্ষতা রয়েছে বলতে হয়। আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

আমার ব্রেসলেট গুলো ও আপনি দেখেছেন, শুনে খুবই ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে

 2 years ago 

নিজের হাতে তৈরি করা কোন জিনিস ব্যবহার করার মজাটাই আলাদা। কিছুদিন আগে আপনি পুঁতি দিয়ে ব্রেসলেট তৈরি করেছেন। এখন আবার খুব চমৎকারভাবে কানের দুল তৈরি করেছেন দেখতে আমার কাছে খুবই ভালো লেগেছে। সাদা ও কালো পুঁতি ব্যবহার করার কারণে। কানের দুল গুলো বেশি ফুটে উঠেছে। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য

 2 years ago (edited)

DIY ইয়াররিং যারা বানআতে টারে তাদের কত সুবিধে ভাবি! অকেশন পারপাস নতুন জামা কিনলে নিজেরাই তার সাথে ম্যাচ করে ইয়াররিং বানিয়ে ফেলতে পারে!এটা বেশ সোবার অ্যান্ড গর্জাস হয়েছে। অনেক রকম ড্রেসের সাথেই যাবে।

 2 years ago 

একদম ঠিক বলেছেন আপু। ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য।

 2 years ago 

আপু আপনার পুঁতির ব্রেসলেটগুলো খুব সুন্দর ছিল আর আজ আপনি পুঁতি দিয়ে খুব সুন্দর ভাবে কানের দুল বানিয়েছেন। আমার কাছে আপনার এই ডাই প্রজেক্ট অনেক ভালো লেগেছে। প্রতিটা ধাপ খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। ধন্যবাদ ইউনিক পোস্ট শেয়ার করার জন্য। আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

প্রতিটি ধাপ সুন্দরভাবে বর্ণনা দেওয়ার চেষ্টা করেছি। ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য।

Coin Marketplace

STEEM 0.27
TRX 0.11
JST 0.030
BTC 67730.39
ETH 3820.69
USDT 1.00
SBD 3.55