কয়েকটি পুঁথি দিয়ে বানানো ব্রেসলেট এর রিভিউ।১০% লাজুক শেয়ালের জন্য।

in আমার বাংলা ব্লগ2 years ago
আসসালামু-আলাইকুম। আশা করি সবাই ভাল আছেন। আমিও আল্লাহর রহমতে ভালই আছি।।

আজ আমি আপনাদের মাঝে শেয়ার করব আমার বানানো পুথি দিয়ে ব্রেসলেটের রিভিউ । পুথি দিয়ে আমি মোট চার টি ব্রেসলেট বানিয়ে আপনাদের মাঝে শেয়ার করেছিলাম। সেগুলো রিভিউ আজ আমি শেয়ার করতে যাচ্ছি। ব্রেসলেট গুলো বানাতে আমার বেশ ভালোই লেগেছিল। ছোটবেলায় এভাবে আমরা পুথি দিয়ে অনেক ধরনের ব্রেসলেট, মালা, নুপুর বানিয়েছি। এগুলো বানানোর পর দেখতে খুবই চমৎকার লাগে। পুঁথি গুলো বিভিন্ন কালার হওয়ার কারনে বেশি আকর্ষণীয় হয়ে থাকে।

GridArt_20220909_104657724.jpg

আলোকচিত্রঃ ১


20220818_090840.jpg
Link

এই ব্রেসলেটি বানাতে আমার খুবই ভালো লেগেছিল। এই বেসলেট টিতে আমি গোলাপি সাদা এবং নীল কালারের পুথি ব্যবহার করেছি। যা দেখতে আমার কাছে অনেক বেশি আকর্ষনীয় লাগছে।

আলোকচিত্রঃ ২

20220830_111237.jpg
Link

এই ব্রেসলেটি আমার সব থেকে বেশি ভালো লেগেছে। এই ব্রেসলেটে আমি লাল, সাদা এবং সোনালী কালারের পুথি ব্যবহার করেছি। আপনাদের অনেক সুন্দর মন্তব্য পড়ে আমার অনেক ভালো লেগেছিল।

আলোকচিত্রঃ ৩

20220811_175111.jpg
Link

এই ব্রেসলেট গুলা আপনাদের অনেক ভালো লেগেছিল বলে অনেক সুন্দর সুন্দর মন্তব্য করেছেন। আর সেই মন্তব্য পড়ে আমি আরো উৎসাহিত হয়ে বেশ কিছু ব্রেসলেট বানিয়েছি।

আলোকচিত্রঃ ৪

20220830_113331.jpg
Link

এই ব্রেসলেটি দেখতে যতটা সহজ মনে হয় কিন্তু বানাতে ততটা সহজ নয়। বেশ সময় এবং ধৈর্য নিয়ে প্রতিটি ব্রেসলেট গুলো বানাতে হয়। বানানো সম্পন্ন হলে তখন খুবই ভালো লাগে।

আজকের মত এ পর্যন্তই। আবার কথা হবে অন্য কোন বিষয় নিয়ে। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় আজকের মতো এখানেই শেষ করছি।

Photographer@iraniahmed
DeviceSamsung m01s
Sort:  
 2 years ago 

তার মানে ছোটবেলার কথা চিন্তা করে এই পুঁথির ব্রেসলেট বানিয়েছেন। আসলে ছোটবেলা অনেকে অনেক কিছু বানায়,হয়তো বড় হয়ে সময় স্বল্পতা ও কর্মব্যস্ততার কারণে সেটি বানানোর সুযোগ হয়ে ওঠে না। ধন্যবাদ আপনাকে খুব চমৎকারভাবে পুঁথির একটি ব্রেসলেট আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনি একদম ঠিক বলেছেন ভাইয়া, এখন সময় এবং কর্মব্যস্ততার কারণে ছোটবেলার কোন কিছুই বানানো হয় না।

 2 years ago 

একদম ঠিক ধন্যবাদ আপনাকে আমার মন্তব্যে সুন্দর ফিডব্যাক এর জন্য

 2 years ago 

আপু আপনার পুঁথি দিয়ে বানানো ব্রেসলেট দেখে অনেক ভালো লাগলো। আপনি তো অনেক সুন্দর হাতের কাজ জানেন। এভাবেই এগিয়ে যান আপনার জন্য শুভ কামনা রইলো ভালো থাকুন।

 2 years ago 

দোয়া করবেন এভাবে যেন আরো ভালো কিছু করার সুযোগ হয়ে ওঠে। আপনার জন্যও রইল অনেক অনেক শুভকামনা।

 2 years ago 

আপনার পুঁথি দিয়ে করা ব্রেসলেট চারটি দারুন ছিল। সবগুলো ভালো লেগেছে আমার তবে২ নম্বর আর ৪ নম্বর ব্রেসলেটটি দারুন ছিল। ধন্যবাদ আপু পুঁথির এই ইউনিক ডিজাইনের ব্রেসলেট গুলো শেয়ার করার জন্য।

 2 years ago 

আমার কাছেও দুই এবং চার নম্বর ব্রেসলেট বেশ ভালো লেগেছিল। ধন্যবাদ আপনাকে

 2 years ago 

পুঁথি দিয়ে বানানো এই ব্রেসলেট গুলো অসাধারন হয়েছে। দ্বিতীয় আলোকচিত্রে যে ব্রেসলেট টি দেখা তা সত্যিই প্রশংসার দাবি রাখে। ধন্যবাদ অনবদ্য কিছু কাজ আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য

সত্যি কথা বলতে কি আপু সত্যি আপনার সব পুঁতি দিয়ে সব পোস্টগুলো অসাধারণ ভাবে আপনি তৈরি করেছেন। দেখে আমি মুগ্ধ হয়ে গেছি কোনটা থুয়ে কোনটার প্রশংসা করব সত্যি অনেক সুন্দর ছিল কয়েকটি পুঁথি দিয়ে বানানো ব্রেসলেট এর রিভিউ। ধন্যবাদ এত সুন্দর পোস্ট আমাদের উপহার দেওয়ার জন্য।

 2 years ago 

ব্রেসলেট বানাতে আমার অনেক ভালো লেগেছিল। ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য

 2 years ago 

পুতি দিয়ে তৈরি হাতের ব্রেসলটের রিভিউ পোস্ট গুলো দেখে খুবই সুন্দর লাগছে। নিজের তৈরি জিনিসগুলো ব্যবহার করার মজাটাই আলাদা। ব্রেসলেট গুলো হাতে লাগালে খুবই সুন্দর লাগবে। সাদা আর লাল পুতি দিয়ে তৈরি ব্রেসলেট টি আমার কাছে খুবই ভালো লেগেছে। অসংখ্য ধন্যবাদ আপনাকে সুন্দর সুন্দর ব্রেসলেট তৈরি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

এ ব্রেসলেট গুলো হাতে লাগালে অনেক সুন্দর লাগে। ধন্যবাদ আপনাকে

 2 years ago 

আপনার পুঁথি দিয়ে করা ব্রেসলেট চারটি দারুন ছিল। সবগুলো ভালো লেগেছে আমার তবে২ নম্বর আর ৪ নম্বর ব্রেসলেটটি দারুন ছিল। ধন্যবাদ আপু পুঁথির এই ইউনিক ডিজাইনের ব্রেসলেট গুলো শেয়ার করার জন্য

 2 years ago 

ব্যক্তিগতভাবে আমার কাছে দুই নাম্বার ব্রেসলেটটি সব থেকে বেশি ভালো লেগেছে।

 2 years ago 

আপনি কয়েকটি পুঁথি দিয়ে বানানো ব্রেসলেট এর রিভিউ করেছেন। আপনার বানানো ব্রেসলেট গুলো দেখতে খুব ভালো লাগলো আমার। এমনিতে ব্রেসলেট আমার খুব প্রিয় এবং আপনার তৈরি ব্রেসলেট গুলো কালার খুব ভিন্ন ছিলো। খুব সুন্দর করে আমাদের মাঝে উপস্থাপনা করেছেন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইলো।

 2 years ago 

ব্রেসলেটে পুতির বিভিন্ন কালার দেয়ার জন্য দেখতে অনেক সুন্দর লাগে

 2 years ago 

কয়েকটি পুঁতি দিয়ে আপনি খুবই সুন্দর সুন্দর তৈরি করেছেন এবং আমাদের সাথে শেয়ার করেছেন। দেখতে একদম সুন্দর দেখাচ্ছে আপনার ব্রেসলেট। উপস্থাপনা করে আবার নতুন করে এই পোস্টগুলো আমাদের মাঝে নিয়ে আসার জন্য ধন্যবাদ।

 2 years ago 

ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।

 2 years ago 

পুথি দিয়ে অসাধারণ চারটি ব্রেসলেট তৈরি করেছেন আপু। আমার দুর্ভাগ্য যে আমি আপনার একটি পোস্ট ও আগে দেখতে পারিনি । আজ আপনার রিভিউ পোস্টের মাধ্যমে একত্রে সবগুলো দেখতে পেলাম। অনেক অনেক সুন্দর লাগছে আপু দেখতে। ধন্যবাদ আপনাকে

 2 years ago 

সব সময় সব পোস্ট দেখা সম্ভব হয়ে ওঠে না। রিভিউ এর মাধ্যমে এভাবে পোস্ট দেখতে আমার ও অনেক ভালো লাগে। ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.12
JST 0.028
BTC 66086.15
ETH 3548.75
USDT 1.00
SBD 2.58