You are viewing a single comment's thread from:
RE: মন কেমনের জন্মদিন || কভার || ১০% বেনিফিট @shy-fox এর জন্য
সুপ্রভাত দাদা,
দাদা, আমার বাড়ি রাস্তার ধারে।আপনি হয়তো জানেন না, এই ভিডিওটি বানাতে গিয়ে আমার যে কতবার সমস্যা হয়েছে ।কোন না কোন আওয়াজ, গাড়ির আওয়াজ ,কেউ কাউকে ডাকছে, তার আওয়াজ - এসব লেগেই থাকে। কিন্তু যাই হোক তবুও ভিডিওটি করতে পেরেছিলাম ।আর আমি বেশিরভাগ সময় চেষ্টা করি একদম রাত 12 টার পর অথবা দুপুর বেলায় যখন খাওয়া-দাওয়া হয়ে গেছে ,সকলে রেষ্ট নিচ্ছে ,সেই সময় গান করার ।তাহলে আশেপাশের noise টা একটু কমই আসে। আর আমার ফোনের রেকর্ডিং এর কোয়ালিটি সত্যিই অনেক সুন্দর।
আপনাকে অনেক ধন্যবাদ দাদা । আপনার কমেন্ট পড়ে আমার খুব ভালো লাগলো।
ভালো থাকুন 🌻💛
আপনাকেও জানাই সুপ্রভাত ।
রাস্তার পাশে বাসা হলে এই একটা সমস্যা । সারাদিন বিভিন্ন আওয়াজে বিরক্ত হয়ে যেতে হয় । যাই হোক সব মিলিয়ে গানটার রেকর্ডিং অনেক সুন্দর হয়েছে ।