You are viewing a single comment's thread from:

RE: আমার বাংলা ব্লগ - একটু হাসি || কৌতুক সপ্তাহ -৩১

in আমার বাংলা ব্লগ3 years ago

ঝন্টু ছোটবেলায় অনেক দুষ্টু ছিল। খালি চাইতো খেলাধুলা করতে পড়ালেখায় একদমই মন বসত না। আর এই জন্যেই ঝন্টুর দাদা ঝন্টুকে আচ্ছা তরফে মার দিত শলার আটি দিয়ে। মার খেতে খেতে ঝন্টু দৌড় দিত ঝন্টুর দাদাও পিছনে পিছনে দৌড়ে দৌড়ে গিয়ে মারতো। আর যখন ঝন্টু রাতে ঘুমাতে যেত আর এগুলো সে স্বপ্নে দেখতো তাই হঠাৎ ঘুম থেকে উঠে রাত দুইটা বা তিনটার সময় হাউ মাউ করে চিৎকার করতে করতে আর বলতে থাকতো আমি ঠিক ভাবে চলবো ঠিক ভাবে পড়বো সে কি অবস্থা দরজা খুলে রাস্তায় চলে যেত। তারপর সবাই গিয়ে দৌড়ে ধরে নিয়ে আসতো এনে আবার হাতে মুখে পানি দিয়ে ঘুম পাড়িয়ে দিত। কিন্তু সকালে উঠে জিজ্ঞাসা করলে ঝন্টু বলতো কিছুই জানেনা। হাহাহাহাহা....