প্রথম এই ফুলগুলোকে আমি এতদিন গজানিয়া ফুল বলে চিনতাম। আজকে নতুন দুইটা নাম শুনলাম। ফুল গুলো আসলেই খুব সুন্দর দেখতে। লাল রঙের এই নাম না জানা ফুলগুলো আগে কখনো দেখা হয়নি। ফুলগুলো চমৎকার লাগছে দেখতে। ডালিয়া ফুলের ফটোগ্রাফি টাও মনোমুগ্ধকর ছিলো। ফুলের ফটোগ্রাফি বরাবরই মুগ্ধ করে। ধন্যবাদ এত সুন্দর ফটোগ্রাফি শেয়ার করার জন্য ।