//জেনারেল রাইটিং-বাবা//

in আমার বাংলা ব্লগ22 days ago (edited)
আসসালামু আলাইকুম আমি @jahidulislam01 বাংলাদেশ থেকে আজ শনিবার মে(১১-৫-২০২৪), আশা করি আপনারা অনেক ভাল আছেন এবং সুস্থ আছেন। মহান আল্লাহতালার অশেষ রহমতে আমিও অনেক ভালো আছি এবং সুস্থ আছি আজ আমি আপনাদের মাঝে বাবা সম্পর্কে কিছু কথা নিয়ে হাজির হয়েছি। আশা করি আপনাদের ভালো লাগবে বাবা হচ্ছে আমাদের শ্রেষ্ঠ সম্পদ, ছোট্ট একটি উদাহরণ স্বরূপ আমরা বলতে পারি বাবা হচ্ছে মোমবাতির মত যতক্ষণ জ্বলে থাকবে ততক্ষণ আমাদের জন্য মঙ্গল, নিভে গেলে আমাদের জন্য বিপদ বাবা অনেক পরিশ্রম এবং নিঃস্বার্থভাবে সন্তানকে আগলে রাখে কোন কিছুর বিনিময়ে সন্তানের জন্য বাবা প্রাণ ও দিতে পারে।

father-656734_1280.jpg

Source

বাবা আমাদের শ্রেষ্ঠ সম্পদ আমরা সবাই জানি কিন্তু সন্তানেরা আমরা এতটাই নিঃস্বার্থপর হয়ে যায় যখন আমাদের বাবাকে দরকার হয় তখন আমরা বাবার সাথে ভালো সম্পর্ক থাকে এবং যখনই আমাদের কোন চাকরি বাকরী বা কোন কাজকর্মে লিপ্ত হয় তখনই আমরা বাবাকে ভুলে যায় কিন্তু এটা আমাদের জন্য ভুল কারণ ছোট থেকেই বাবা খেয়ে না খেয়ে কাঠ ফাটা রোদে পরিশ্রম করে আমাদেরকে আগলে রাখেন আমাদেরকে বুঝতে দেন না কোন কষ্ট। বাবা এমন একটি সম্পদ দিয়ে সন্তানের জন্য হাসিমুখে নিজের প্রাণটাও বিলিয়ে দিতে পারে।আমাদের বোঝা উচিত কোনভাবেই বাবাকে স্বার্থের জন্য কোন পেশার বা কষ্ট না দেওয়া।

আমরা অনেক সন্তানই আছি বাবাকে পেশার দিয়ে অনেক কিছু নিয়ে থাকে কিন্তু বাবাই জানে কত কষ্টের পরে সন্তানের শখ পূরণ করে থাকে। আমরা সব সন্তানেরাই এক নয় অনেক সন্তানেরা আছে বিয়ের পরে বাবা মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে এটা কিন্তু আমাদের জন্য মারাত্মক অপরাধ কারণ আমরা সব সন্তানেরাই জানি অতি কষ্টে পিতামাতা আমাদেরকে লালন পালন করে মানুষ করে তোলে কিন্তু আমরা যখনই নিজের পায়ে দাঁড়াতে শিখি তখনই আমরা অতীতের কথা ভুলে যাই কিন্তু এটা আমাদের জন্য অকল্যাণ জনক। বাবা মা আমাদের গর্ব হওয়া উচিত কারণ তাদের জন্যই আমরা এই সুন্দর ভুবনে আসতে পেরেছি। তাদের জন্যই আজ আমরা বড় পোস্টে চাকরি-বাকরি করি কিন্তু দুঃখের বিষয় সেই বাবা মাকে আমরা একমুঠো ভাত মুখে তুলে দিতে পারে না তাকে আমরা বৃদ্ধাশ্রমে রেখে আসিস শুধু নিজের দোষের কারণে। তাই আমাদের সবার প্রথমে পিতামাতাকে আগলে রাখতে হবে মহান আল্লাহতালা বলেছেন পিতা-মাতার পায়ের তলে সন্তানের বেহেশত।

আমরা অনেক সন্তান আছি পাঁচ ওয়াক্ত নামাজ কালাম পড়ি কিন্তু পিতা-মাতা কে বৃদ্ধাশ্রমে রেখে আসি একমুঠো খাবারের জন্য পিতা-মাতা দোয়া আল্লাহতালা কখনো ফিরিয়ে দেন না। শুধু তাদের দোয়া করাই না তাদের চোখের জল মাটিতে পড়ার আগেই আল্লাহতালার আরশ কেঁপে ওঠে। তাই আমাদের সব সন্তানের বোঝা উচিত কোন বৃক্ষ দিতে না পারলেও ছায়া দিয়ে থাকেন এটাই অনেক। তাই আমাদের বৃদ্ধ বাবা মা আমাদের পরিশ্রম করে খাওয়াতে না পারলেও তাদের দোয়া পরিশ্রমের চাইতেও দামি স্বর্ণ।

বাবার কথা বলে শেষ করতে পারবো না হয়তোবা আমি। বাবা আমাদের নয়নের মনে হওয়া উচিত সব সন্তানের কাছে, আমরা বাবা-মাকে অনেক নগণ্য ভেবে নিন বাবা মা যখন বৃদ্ধ হয়ে পায়খানা করে ফেলে তখন আমরা ঘৃণার চোখে দেখে থাকি। কিন্তু আমাদেরও বোঝা উচিত যখন আমরা পৃথিবীতে আসি তখন আমাদের কোন বোধ বুদ্ধি ছিল না আমরা কত না জ্বালাতন করেছি কত প্রসাব পায়খানা করে দিয়েছে তাদের গায়ে। তাও তারা কোনো কষ্ট পায়নি তাই সে কথা আমাদেরও স্মরণ করতে হবে তারা যখন বৃদ্ধ হবে।

এই ছিল আজ আমার বাবা সম্পর্কে কিছু কথা আশা করি বাবা প্রিয় সকল সন্তানের ভালো লাগবে আমার পোস্টটি যাদের বাবা বেঁচে আছে তারা সবাই বাবার প্রতি যত্নশীল হবেন আজ এ পর্যন্তই আমি সমাপ্ত করছি।

Sort:  
 22 days ago 

বাবা তো বাবাই। বাবাকে নিয়ে সুন্দর একটা পোস্ট লিখেছেন। আসলে সন্তান যখন বড় হয়ে ভালো কিছু হয়, তখন অনেক সন্তান বাবাকে ভুলে যায়। কিন্তু সকল সন্তানদের মনে রাখা উচিত আমরা সুন্দর পৃথিবীর আলো দেখছি শুধু বাবা মায়ের জন্য। তাই আমাদের সবারই উচিত বাবার সম্মান করা।

একদম ঠিক কথা বলেছেন আপু আমাদের সকলের বাবাকে সম্মান করা উচিত তাদের দেখাশোনা সবকিছু।

Coin Marketplace

STEEM 0.27
TRX 0.11
JST 0.031
BTC 67476.14
ETH 3776.09
USDT 1.00
SBD 3.52