//বিরিয়ানি খাওয়ার অনুভূতি//

IMG20221229091944_BURST015.jpg

আসসালামু আলাইকুম আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধুগণ আমি@jahidulislam01 বাংলাদেশ থেকে আজ শুক্রবার এপ্রিল ,(২৬-৪-২০২৪) আমার বাংলা ব্লগ প্রতিনিয়ত পোস্ট করতে আমার অনেক বেশি ভালো লাগে। প্রতিদিনের ন্যায় আজ আমি আপনাদের মাঝে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি ।সেটি হচ্ছে বিরিয়ানি খাওয়ার অনুভূতি পোস্ট আশা করি আপনাদের ভালো লাগবে চলুন শুরু করা যাক।

IMG_20240411_192839_186.jpg

আমরা সবাই মিলে বিরানি খাওয়া শুরু করব সবাই হাত ধুচ্ছিলাম। বিরানি খেতে কিন্তু খুবই দারুণ ছিল। সবাই মিলে কোন কিছুর খাওয়ার অনুভূতি অন্যরকম যেমনই হোক না কেন ভালো লাগে খুব বিশেষ করে আমার কাছ থেকে। বিরানি আমার অনেক প্রিয় একটি খাবার খাসির মাংস দিয়ে বিরানি রান্না করা হয়েছিল। সেই সাথে আমার বড় ভাবি শালী এবং আমার ওয়াইফ সবাই মিলে বিরানি খাচ্ছিলাম। ঈদের দ্বিতীয় দিন রান্না করা হয়েছিল অতি দক্ষ সহকারে। আশাকরি আমার বিরানি খাওয়ার অনুভূতি আপনাদের ভালো লাগবে। যখন ম্যাচে থাকতাম তখন এইভাবে সবাই মিলে একত্রে মুড়ি মাখিয়ে খেতাম অনেক গল্প হাসি ঠাট্টা ভালো লাগতো আমার কাছে।

IMG_20240411_192941_715.jpg

সবাই মিলে আমরা পিয়াজ এবং লেবু দিয়ে বিরিয়ানি খাচ্ছিলাম। বিরানি খাওয়ার সময় আমার শসা প্রতি খুব লোভ হচ্ছিল কিন্তু দুঃখের বিষয় শসা রেফ্রিজারেটরে ছিল না। সব থেকে মজার বিষয় হচ্ছে সবাই মিলে একত্রে আনন্দ করেছিলাম অনেক ঈদের দ্বিতীয় দিন। আমাদের ছোট একটি পার্কে ঘুরে ছিলাম সবাই মিলে অনেক হাসি ঠাট্টা আনন্দ এবং গান পরিবেশন করেছিলাম লুডু খেলে ছিলাম। অনেক আনন্দ করেছি সবাই মিলে ঈদের দ্বিতীয় দিন। কিন্তু আমার মন একটু খারাপ ছিল কারণ আমার মা একটু অসুস্থ ছিল, আপনারা হয়তোবা জানেন আমার মায়ের বিষয়ে এই রোদ গরমে মানুষের অবস্থা খুবই দুঃখজনক। যাহারা অসুস্থ তাহাদের অসুস্থতা বেড়েই চলেছে,মহান আল্লাহতালার কাছে দোয়া প্রার্থনা করব তিনি যেন আমাদের এই তাপদাহ থেকে মুক্তি দান করেন।

IMG_20240411_192905_085.jpg

সব থেকে বেশি আনন্দ হয় যদি সাথে ছোট বাচ্চা থাকে আমাদের সাথে একটি বাচ্চা দেখতে পারছেন আপনারা আমার বড় ভাইয়ের বাচ্চা এই বাচ্চাটি অনেক বুদ্ধিমান। এই বয়সে সে পাঁচটি কবিতা আবৃতি করতে পারে হয়তোবা আপনাদের বিশ্বাস হবে না। সবাই মিলে আমরা আনন্দ করছিলাম । আমরা সবাই মিলে ঈদের দ্বিতীয় দিন অনেক ঘোরাঘুরি এবং আনন্দ উপভোগ করেছিলাম। এই গরমে সবাইকে সাবধানে থাকার উপদেশ দেওয়া হল সবাই সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন সাবধানে থাকবেন এই ছিল আজ আমার বিরানি খাওয়ার কিছু মুহূর্ত।

Sort:  
 last month 

বিরিয়ানি খাওয়ার চমৎকার একটি অনুভূতি আমাদের মাঝে শেয়ার করেছো। বিরিয়ানি খাওয়ার অনুভূতির কথাগুলো জানতে পেরে আমার খুবই ভালো লেগেছে। তবে পোষ্টের মধ্যে বিরিয়ানি বানানটি কয়েক জায়গায় ভুল রয়েছে, আমি আশা করি এগুলো সংশোধন করে দিবে। যাহোক বিরিয়ানি খাওয়ার অসাধারণ একটি অনুভূতি আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 last month 

পরিবার-পরিজন নিয়ে খাওয়া-দাওয়ার আনন্দঘন একটি মুহূর্ত আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। খুবই ভালো লাগলো আপনার এই বিরিয়ানি খাওয়ার অনুভূতিটা দেখে। খুব সুন্দরভাবে উপস্থাপন করেছেন আপনার এই পোস্ট।

Coin Marketplace

STEEM 0.27
TRX 0.11
JST 0.031
BTC 67879.12
ETH 3787.66
USDT 1.00
SBD 3.46