//সিম্পল মেহেদী আর্ট//

IMG_20240514_202909_406.jpg

আসসালামু আলাইকুম আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধুগণ আমি@jahidulislam01 বাংলাদেশ থেকে আজ মঙ্গলবার মে ✏️১৪-৫-২০২৪✏️ আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন মহান আল্লাহতালার অশেষ রহমতে আমিও অনেক ভালো আছি এবং সুস্থ আছি।আজ আমি আপনাদের মাঝে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি। আমার তৈরি সিম্পল মেহেদী আর্ট আশা করি আপনাদের ভালো লাগবে। অনেকদিন পর আমি একটু অবসর টাইম পেয়ে আর্ট নিয়ে হাজির হয়েছি। আপনাদের মাঝে চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আর্ট পোস্ট এর ধাপগুলো। পোস্ট করার আগে আমি প্রথমে নিজের মনকে স্থির করেনি কোন বিষয়ে আর্ট করলে ভালো হয় তা। আমি আগে ডিসিশন নিয়ে থাকি তারপরে দুই একবার প্র্যাকটিস করার পরে আমি আর্ট করে থাকি। কারণ আমরা তো খুব ভালো আর্টিস্ট নয়। চেষ্টা করি একটু ভালো আর্ট করার জন্য সকলের মাঝে শেয়ার করার উদ্দেশ্যে।

আর্ট তৈরির উপকরণ

ক্রমিক নাম্বারউপকরণ
সাদা পেজ
পেন্সিল

✏️ধাপ-১✏️

IMG_20240514_202152_140.jpg

  • প্রথমে আমি পেন্সিল দিয়ে গোলাকার তৈরি করে নিয়েছি। নেওয়ার পরে পেন্সিল দিয়ে ভিতর চারি পাশে ঘষে একটু গারো কালো করে দিয়েছি। আর্ট করতে আমার অনেক বেশি ভালো লাগে।

✏️ধাপ-২✏️

IMG_20240514_202414_478.jpg

এবার আমি রোল পেন্সিল দিয়ে ভালোভাবে ঘোষে দিয়েছি বৃত্তের চারি পাশে ফুল তৈরি করে নিয়েছে। অনেক সময় ধরে আমি নিখুঁতভাবে ফুলটি তৈরি করার চেষ্টা করেছি প্রতিটি খোপ আশা করি সমান হয়েছে। এই ধরনের আর্ট তৈরি করতে হলে অনেক ধৈর্য এবং দক্ষতার প্রয়োজন নিখুঁতভাবে পর্যায়ক্রমে মেহেদী আট আমি তৈরি করা শুরু করেছি। শেষ পর্যন্ত বেঁচে থাকুন আশা করি ভালো লাগবে আপনাদের।

✏️ধাপ-৩✏️

IMG_20240514_202446_766.jpg

  • একটি ফুলের পাশে আমি ঠিক আরেকটি ফুল একইভাবে তৈরি করে নিয়েছি। মেহেদী আর্ট করতে আমার অনেক বেশি ভালো লাগে। আমার বাংলা ব্লক কমিউনিটিতে প্রতিনিয়ত পোস্ট কমেন্ট এবং সবার সাথে বিনোদন করতে অনেক বেশি ভালো লাগে। আমাদের তো সবাই নম্র ভদ্র। আমরা সবাই ভাই ভাই। আমার এই পোষ্টটি আশা করি আপনাদের ভালো লাগবে সিম্পল মেহেদী আট।

✏️ধাপ-৪✏️

IMG_20240514_202537_838.jpg

একটি একটি করে আমি চারিদিকে ফুল তৈরি করে নিয়েছি। ফুলগুলো দেখতে বেশ চমৎকার দেখাচ্ছে প্রথম ফুলের মত। মেহেদি দিয়ে যদি সত্যি কারের হাতে এভাবে আট করা যেত তাহলে দেখতে আরো বেশি ভালো লাগতো। সাদা পেজের উপরে পেন্সিল দিয়ে সুন্দরভাবে আমি আর্ট করেছি। প্রতিনিয়ত আর্ট করতে আমার অনেক বেশি ভালো লাগে আশা করি আপনাদের কাছে ভালো লাগছে আমার ধাপগুলো পর্যায়ক্রমে দেখতে পেয়ে।

✏️ধাপ-৫✏️

IMG_20240514_202634_768.jpg

ফুল গুলো চারি পাশে আমি ফুলের আর্ট তৈরি করে নিয়েছি। এই ধরনের সিম্পল মেহেদী আর্ট আশা করি সফলতার কাছে অনেক বেশি আকর্ষণীয় হয়ে উঠবে। এই আটটি দেখে মনে হচ্ছে খুবই সহজ কিন্তু তৈরি করার সময় অনেক নিখুঁতভাবে তৈরি করতে হয়েছিল এবং একটু ধৈর্য সহকারে তৈরি করতে হয়েছে। আমাদের বাংলা ভাষাভাষী কমেন্ট করতে আমার অনেক বেশি ভালো লাগে। আমাদের প্রিয় দাদার উদ্যোগে আমাদের এই কমিউনিটি। আর্ট করতে এবং দেখতে দুটোই আমার কাছে অনেক বেশি ভালো লাগে।

✏️ধাপ-৬✏️

IMG_20240514_202739_061.jpg

এবার আমি বলবি তো তৈরি করে নিয়েছি বৃত্তের চারপাশে খোপ খোপ কেটে নিয়েছি দেখতে বেশ সুন্দর দেখাচ্ছে আমার কাছ থেকে। আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে।

✏️ধাপ-৭✏️

IMG_20240514_202818_155.jpg

তিনটি ফুল আমি পর্যায়ক্রমে তৈরি করে নিয়েছি মেয়েটি আর্ট করতে আমার অনেক বেশি ভালো লাগে কিন্তু অনেক সময় লেগে যায় তারপরও সকলের মাঝে আর্ট করতে অন্যরকম একটি ফিলিংস আসে নিজের মধ্যে। প্রতিটি ধাপ অনেক যত্ন সহকারে নিখুঁতভাবে তৈরি করা হচ্ছে আশা করি একটু লক্ষ্য করলে আপনারা বুঝতে পারবেন।

✏️ধাপ-৮✏️

IMG_20240514_202909_406.jpg

এই ছিল আজ আমার সিম্পল মেহেদী আর্ট আশা করি আপনাদের সকলের ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই আশা কামনা করে আজকের মত এখানেই সমাপ্ত করছি।

Sort:  
 19 days ago 

খুবই সুন্দর একটা মেহেদী ডিজাইন তৈরি করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন ভাইয়া। আপনার হাতের কাছে দক্ষতা দেখে মুগ্ধ হলাম। এই ডিজাইনগুলো যদি খাতার পরিবর্তে হাতে দেওয়া যায় তাহলে দেখতে খুবই সুন্দর লাগে।

 19 days ago 

অনেক সময় সিম্পল আর্ট গুলো দেখতে বেশ ভালো লাগে। আপনি আজকে খুব চমৎকার একটি আর্ট তৈরি করেছেন। আর এমনিতে মেহেদী আর্টগুলো অনেক সুন্দর হয়ে থাকে। আপনার তৈরি আর্ট বেশি দারুন হয়েছে এত সুন্দর করে তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 19 days ago 

অনেক সুন্দর মেহেদী আর্ট করেছেন আপনি। অনেক অনেক ভালো লাগলো আপনার সুন্দর এই আর্ট দেখতে পেরে। মাঝেমধ্যে পেন্সিল দিয়ে অনেক সুন্দর আর্ট করা যায় যদি দক্ষতা থাকে। খুশি হলাম ভাইয়া আশা করব এভাবে আরো অনেক আর্ট করে দেখাবেন।

 19 days ago 

আপনি খুব সুন্দর করে পেন্সিল ব্যবহার করে একটা মেহেদির ডিজাইন অঙ্কন করেছেন খাতার মধ্যে, যে ডিজাইনটা খুবই সুন্দর হয়েছে দেখতেও ভালো লাগতেছে। এরকম ডিজাইনের মেহেদি যদি হাতে লাগানো হয়, তাহলে দেখতে অনেক বেশি ভালো লাগে। আপনি অনেক নিখুঁতভাবে সুন্দর সুন্দর ফুলের সমন্বয়ে মেহেদির ডিজাইন এঁকেছেন। এই ডিজাইনটা মেহেদি দিয়ে হাতে লাগানো হলে দেখতে আরো ভালো লাগবে। কারণ ডিজাইন টা সিম্পলের উপর গর্জিয়াস ছিল।

 19 days ago 

একটি অসাধারণ মেহেদী ডিসাইন আমাদের সাথে শেয়ার করলেন। সত্যি আর্টটি দারুন হয়েছে। এবং খুবই সহজ ভাবে আমাদের কাছে উপস্থাপন করলেন। যাই হোক , আপনাকে অনেক ধন্যবাদ এতো সুন্দর মেহেদী আর্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

 19 days ago 

আপনার পেন্সিল দিয়ে আঁকা সিম্পল মেহেদি ডিজাইন টি অনেক সুন্দর ছিল। ডিজাইনটি অনেক ভালো লেগেছে। তুমি যদি আরেকটু স্পষ্ট হতো তাহলে আরো অনেক সুন্দর লাগতো। আশা করি ভবিষ্যতে আপনার কাছ থেকে সুন্দর সুন্দর মেহেদি ডিজাইন দেখতে পাবো। ধন্যবাদ ভাইয়া।

 19 days ago 

মেয়েরা নিজেদের হাতে মেহেদি লাগাতে অনেক বেশি ভালোবাসে। আসলে মেয়েরা যখন হাতে মেহেদি দেয়, তখন তাদের মেহেদী রাঙ্গা হাত দেখতে অনেক বেশী সুন্দর লাগে। যদিও মেহেদী সম্পর্কে আমার খুব একটা ধারণা নেই, তবে মেহেদীর ডিজাইন গুলো ভালোই লাগে। আপনার পেন্সিল দিয়ে অংকন করা এই মেহেদির ডিজাইন টাও কিন্তু আমার কাছে অসম্ভব ভালো লেগেছে। আপনি অনেক নিখুঁতভাবে এটা অঙ্কন করেছেন বলে মনে হচ্ছে। আসলে নিখুঁতভাবে তো অঙ্কন করাই লাগে কারণ ডিজাইন সুন্দর হওয়ার জন্য নিখুঁতভাবে আঁকা দরকার।

 19 days ago 

ভাইয়া আপনি পেন্সিল দিয়ে খুব সুন্দর একটি মেহেদির ডিজাইন আর্ট করেছেন। আপনার এই আর্ট আমার কাছে অনেক ভালো লেগেছে। সিম্পলের মধ্যে খুব সুন্দর একটি ডিজাইন আর্ট করেছেন। এই ধরনের ডিজাইন মেহেদি দিয়ে হাতে পড়তে পারলে দেখতে খুব সুন্দর দেখাবে। ধাপগুলো খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। ধন্যবাদ এত সুন্দর ডিজাইন আমাদের সাথে শেয়ার করার জন্য।

 18 days ago 

খুবই সুন্দর একটি মেহেদি ডিজাইন আর্ট অঙ্কন করে আমাদের মাঝে তুলে ধরেছেন ভাইয়া দেখতে অসাধারণ সুন্দর লাগছে। আপনার আর্ট করার দক্ষতা আমাদের মাঝে তুলে ধরার জন্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

 18 days ago 

আপনি পেন্সিল দিয়ে খুবই সুন্দর একটি মেহেদী ডিজাইন আর্ট করেছেন। আপনার মেহেদী ডিজাইন টি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আপনি ছেলে মানুষ হয়েও খুবই সুন্দর একটি মেহেদী ডিজাইন আর্ট করতে পেরেছেন, এই জিনিসটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আপনি চাইলে এখন আপনার হাতের মধ্যে এই মেহেদী ডিজাইন টি অ্যাপলাই করতে পারবেন।

Coin Marketplace

STEEM 0.28
TRX 0.11
JST 0.031
BTC 67719.65
ETH 3791.75
USDT 1.00
SBD 3.53