You are viewing a single comment's thread from:

RE: আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর - ৩৪৫

in আমার বাংলা ব্লগ2 months ago

তোমার ছোঁয়ায় জাগে মন
আমার ভালোবাসার সুর।
চোখে তুমি ও স্বপনে তুমি
আমার প্রতিটি প্রহর ভরপুর।

দূর থেকেও মনে লাগে আমার
তুমি একদম কাছে আসো যে।
থাকো চিরদিন এই হৃদয়ের
ভালোবাসার পাশে হৃদয়ের সুর দিয়ে।