প্রাকৃতিক পরিবেশ থেকে ধারণ করা কিছু রেনডম ফটোগ্রাফি

in আমার বাংলা ব্লগ11 days ago (edited)


আসসালামু আলাইকুম

IMG_20240229_152736_7.jpg

কেমন আছেন আপনারা? আশা করি মহান সৃষ্টিকর্তার সহায়তায় ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। আমার বাংলা ব্লগ কমিউনিটিকে ভালোবেসে উপস্থিত হলাম সুন্দর একটি পোস্ট উপস্থাপন করার জন্য। বিভিন্ন প্রকার রেনডম ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করব। মনে করি, আমার এই ফটোগ্রাফি আপনাদের ভালো লাগবে। কারণ বিভিন্ন পর্যায়ের ফটোগ্রাফি ধারণ করতে আমার অনেক ভালো লাগে। আর কোথাও ঘুরতে গেলে অথবা নিজেদের পুকুর পাড়ে সবজি তুলতে গেলে ঠিক আমি চেষ্টা করে থাকি ভালোলাগার কিছু ফটো ধারণ করতে। ঠিক তেমনি পুকুর পাড়ে যেতে ধারণ করেছিলাম ফটোগুলো। আর সেই ফটোগুলো আপনাদের মাঝে নিয়ে উপস্থিত হলাম আজ।



আলোকচিত্র: ১

এখানে কিছু মেটে কলসি দেখতে পাচ্ছেন। শীতের সময় খেজুর গাছ থেকে রস সংরক্ষণ করার জন্য এগুলো ব্যবহার করা হয়।


IMG_20240229_151858_6.jpg


আলোকচিত্র: ২

এটা একটি স্যালো মেশিন। এটা দিয়ে কৃষি জমিতে এবং পুকুরে পানি দেওয়া হয়। আমাদের এলাকায় এই মেশিনগুলো প্রায় লক্ষ্য করা যায়। আমার আব্বুর দুই তিনটা রয়েছে কৃষি কাজের সেচ দেয়ার জন্য।


IMG_20240229_151938_3.jpg


আলোকচিত্র: ৩

পুকুর পাড়ে বসে রয়েছে বেশ কতগুলো পাতি হাঁস। পাশাপাশি অনেকগুলো একসাথে বসে রয়েছে দেখতে খুবই ভালো লেগেছিল।


IMG_20240229_152026_3.jpg


আলোকচিত্র: ৪

এটা একটি পুকুরের ভেতরের অংশ। পুকুরের পানি গুলো নিষ্কাশন করা হয়ে গেছে। এরপর পুনরায় প্রস্তুত করা হবে। তারপর পুকুরে মাছ দেওয়া হবে।


IMG_20240229_152115_1.jpg


আলোকচিত্র: ৫

এখন দেখতে পাচ্ছেন কৃষকের ধানক্ষেত। ধান গাছগুলো যখন বেড়ে উঠছিল ওই মুহূর্তে ধারণ করা হয়েছিল ফটো।


IMG_20240229_152203_7.jpg


আলোকচিত্র: ৬

এটা আমাদের পুকুরপাড়ের শিম গাছের চিত্র। এখন গাছগুলো নষ্ট হয়ে গেছে কিন্তু যখন ফটো ধারণ করেছিলাম ওই মুহূর্তে গাছে গাছে শিমে পরিপূর্ণ ছিল। আর তখন শিম তোলার উদ্দেশ্যে পুকুর পারে বেশি উপস্থিত হতাম।


IMG_20240229_152343_1.jpg


আলোকচিত্র: ৭

পুকুরে পানি দেওয়া হচ্ছে এমন একটি মুহূর্তের চিত্র এটি। দেখতে পাচ্ছেন এখানে একটি মোটর খুব সুন্দর ভাবে ঢেকে রাখা হয়েছে ছাতি দিয়ে। এটা মূলত আমাদের পুকুরে পানি দেওয়ার ব্যবস্থা।


IMG_20240229_152424_0.jpg


আলোকচিত্র: ৮

পাইপ থেকে পুকুরে পানি যাচ্ছে এমন সুন্দর চিত্র। পাইপ থেকে পানি বের হওয়ার এমন দৃশ্যটা আমার অনেক ভালো লাগে। ছোটবেলায় এমন জায়গায় অনেক গোসল করেছি।


IMG_20240229_152601_6.jpg


আলোকচিত্র: ৯

একটি পুকুরের মধ্যভাগ জুড়ে শুধু লাল আয়রন। এই আয়রনের জন্য কিন্তু ফটোটা বেশ ভালো লাগছিল।


IMG_20240229_152703_0.jpg


আলোকচিত্র: ১০

এটা পুকুরপাড়ের কলা গাছের চিত্র। কলাগাছের সুন্দর একটি কলার কাইন ঝুলছে।


IMG_20240229_152721_0.jpg


আলোকচিত্র: ১১

শেষ ভালো যার সব ভালো তার। একদম সবজি বাগানের মধ্যে প্রবেশ করে দেখা পেয়েছিলাম শীতকালের অতিথি পাখির। পাশের বড় পুকুরের কারেন্টের খাম্বার নিচে বসে রয়েছে অনেকগুলো অতিথি পাখি। কোনরকম ফটো আর ভিডিও ধারণ করেছিলাম। ভিডিওটা পরবর্তী কোন একদিন দেখাবো।


IMG_20240303_130740_2.jpg


ব্লগ বিষয়ে তথ্য


ডিভাইসInfinix Hot 11s
বিষয়রেনডম ফটোগ্রাফি
লোকেশনগাংনী- মেহেরপুর
ক্রেডিট@jannatul01


পোস্টটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।

received_434859771523295.gif


আমার পরিচয়

আমার নাম মোছাঃ জান্নাতুল ফেরদৌস শশী। আমার বাসা গাংনী মেহেরপুর, বাংলাদেশ। আমি আপনাদের সুপ্রিয় বিদ্যুৎ জিরো ওয়ান এর পরিবার। আমি একজন গৃহিণী। স্বামী সন্তান সহ আমাদের যৌথ পরিবার। আমার বাংলা ব্লগ কমিউনিটির চারজন সদস্য রয়েছে আমাদের পরিবারে, তার মধ্যে আমি একজন। এইচএসসি পাশ করার পর বিয়ে হওয়ার মধ্য দিয়ে আমার লেখাপড়া স্থগিত হয়। আমার ইচ্ছে আমি এই কমিউনিটিতে দীর্ঘদিন ব্লগ করব। পাশাপাশি আমার নিকটস্থ প্রিয়জনদের সহায়তা করব এই কমিউনিটিতে কাজ করার জন্য।

Sort:  
 10 days ago 

প্রাকৃতিক পরিবেশ থেকে বেশ চমৎকার কিছু রেনডম ফটোগ্ৰাফি শেয়ার করেছেন। কলার ফটোগ্রাফি দারুন হয়েছে। এছাড়া ও সবুজ ধান ক্ষেতের ফটোগ্রাফি এবং নদীর ফটোগ্রাফি আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে। ধন্যবাদ চমৎকার সব ফটোগ্রাফি গুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 5 days ago 

মোটামুটি ছিল না ভাইয়া ওটাও পুকুর।

 10 days ago 

বাহ আজকে আপনি খুব সুন্দর কিছু ফটোগ্রাফি করেছেন। আপনার ভিন্ন ভিন্ন ফটোগ্রাফি গুলো দেখে সত্যি অনেক ভালো লাগলো। তবে আপনার ফটোগ্রাফির মধ্যে আমার কাছে অসম্ভব ভালো লাগলো ধান ক্ষেতের ফটোগ্রাফি ও শিম এর ফটোগ্রাফি এবং মেটে কলসির ফটোগ্রাফি। খুব সুন্দর করে অনেকগুলো ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন তাই ধন্যবাদ আপনাকে।

 5 days ago 

ধানক্ষেত আমারও অনেক ভালো লাগে।

 10 days ago 

প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফী আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আপনি আজকে প্রাকৃতিক দৃশ্যের বেশ কয়েকটি ফটোগ্রাফী আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার তোলা প্রতিটি ফটোগ্ৰাফী আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আসলে প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফী সকলের কাছেই অনেক বেশি প্রিয়।

 5 days ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া, অনেক অনেক খুশি হলাম আপনার ভালো লেগেছে জেনে।

 10 days ago 

সুন্দর এই ফটোগুলো দেখে অনেক অনেক ভালো লেগেছে আমার। পুকুর পাড়ে যাওয়ার মুহূর্তে অনেক সুন্দর সুন্দর ফটো ধারণ করেছিলেন। ফটোগুলো দেখতেও বেশ ভালো লেগেছে আমার। যেখানে অনেক কিছু দেখার সুযোগ মিলেছে।

 5 days ago 

আপনার ভালো লেগেছে যেন খুশি হলাম

 9 days ago 

ফটোগ্রাফির জন্য গ্রামের দৃশ্য গুলো একদম পারফেক্ট। অনেক সুন্দর সুন্দর কিছু প্রকৃতির সৌন্দর্য আপনার ফটোগ্রাফির মাধ্যমে তুলে ধরেছেন আপু। বেশ ভালো লেগেছে আমার কাছে ফটোগ্রাফি গুলো। শুভকামনা রইল আপনার জন্য।

 5 days ago 

হ্যাঁ গ্রামীণ পরিবেশে অনেক কিছু ফটো ধারণ করা যায়।

Coin Marketplace

STEEM 0.29
TRX 0.12
JST 0.032
BTC 63182.56
ETH 3083.10
USDT 1.00
SBD 3.83