স্বরচিত একগুচ্ছ অনু কবিতা

in আমার বাংলা ব্লগ22 days ago


আসসালামু আলাইকুম


কেমন আছেন আপনারা? আশা করি মহান সৃষ্টিকর্তার সহায়তায় ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। আমার বাংলা ব্লগ কমিউনিটিকে ভালোবেসে উপস্থিত হলাম সুন্দর একটি পোস্ট উপস্থাপন করার জন্য। আজকে আমি আবারো আপনাদের মাঝে উপস্থিত হয়েছি অনু কবিতা নিয়ে। আশা করি আমার এই কবিতা আবৃত্তি করতে আপনাদের ভালো লাগবে। চলুন তাহলে আমার কবিতাগুলো আবৃতি করি।


Picsart_24-04-25_21-04-23-742.jpg

Photo editing by PicsArt app

Photography device: Infinix hot 11s


এক নম্বর অনু কবিতা

যারা প্রয়োজন ছাড়া খোঁজ রাখে না

তাদের থেকে দূরে থাকুন।

কারণ তারা সুবিধাভোগী
কখনোই হতে পারে না আপনজন।

আপন সেজে ধোঁকা দিয়ে কাঁদায় অকারণ
এই সমস্ত মানুষগুলো আমাদের চিনে রাখা প্রয়োজন।


দুই নম্বর অনু কবিতা

মনটা যেন গাংচিলের মত

উড়ে উড়ে চলে যায়।

যেখানে রয়েছে প্রাণ বন্ধু
ঠিক তারই ঠিকানায়।

ভালোবাসি তাকে মন উজার করে
তাকে নিয়ে স্বপ্ন সাজায়।

মন যমুনায় প্রেম পূজারী
প্রেমের বাঁশি বাজায়।


তিন নম্বর অনু কবিতা

চলেছি নদীর পাশ দিয়ে

দেখেছি কত পাখি।

নদীর কিনারে দাঁড়িয়ে থেকে
রেখেছে কোথায় আঁখি।

আমিও জেনো একটি পাখির পানে
চেয়ে রইলাম কিছুক্ষণ।

আমার মত সেও কি তার
খুজচ্ছে আপন জন।

কিছুক্ষণ পর দেখলাম তারে
দূরে উড়ে যেতে।

ইচ্ছে করে আপন জনরে
মনের মত পেতে।


তিন নম্বর অনু কবিতা

গোধূলি এসেছিল আমার সাথে বলতে কিছু কথা

হঠাৎ সে চেয়ে দেখে আমার দুই নয়নে শুধু নীরবতা।

বলতে পারল না সে মুখ ফুটে কোন কিছুই
আধার নামিয়ে দিল মাথা করে নিচু।

হয়তো আরো কিছুক্ষণ থাকতো আমার পাশে
মুখের হাসি দেখে আনন্দে ভালোবেসে।

তবে কিভাবে বুঝাই তাকে মনের বেদনা
ভালো নেই মন আমার হৃদয় ভাঙ্গা যন্ত্রনা।


কবিতাগুলো আবৃত্তি করার জন্য অসংখ্য ধন্যবাদ।

received_434859771523295.gif

কবিতার সারমর্ম:



কবিতাগুলোর মধ্যে নিজের কিছু অনুভূতি ব্যক্ত করা হয়েছে। এমন কিছু মানুষ রয়েছে যারা সুবিধাভোগী সব সময় নিজের স্বার্থের জন্য আপন হয়। ওই সমস্ত মানুষদের কাছ থেকে আমাদের দূরে থাকা উচিত। ভালোবাসার মানুষকে ভালবাসতে সত্যিই মনের মধ্যে অন্যরকম অনুভূতি জাগ্রত হয়। এছাড়া প্রাকৃতিক পরিবেশ অনুভব করে মন তার রং বদলায়। কখনো প্রেম অনুভূতি চিন্তাধারা মনের মধ্যে ছবি আঁকে। আবার কিছু স্মৃতি রয়েছে যেগুলো কষ্টের অনুভূতিতে ঠেলে দেয়। ঠিক এমনই বিভিন্ন অনুভূতিতে গলা আমার আজকের এই ছোট ছোট কবিতা গুলো।


আমার পরিচয়

আমার নাম মোছাঃ জান্নাতুল ফেরদৌস শশী। আমার বাসা গাংনী মেহেরপুর, বাংলাদেশ। আমি আপনাদের সুপ্রিয় বিদ্যুৎ জিরো ওয়ান এর পরিবার। আমি একজন গৃহিণী। স্বামী সন্তান সহ আমাদের যৌথ পরিবার। আমার বাংলা ব্লগ কমিউনিটির চারজন সদস্য রয়েছে আমাদের পরিবারে, তার মধ্যে আমি একজন। এইচএসসি পাশ করার পর বিয়ে হওয়ার মধ্য দিয়ে আমার লেখাপড়া স্থগিত হয়। আমার ইচ্ছে আমি এই কমিউনিটিতে দীর্ঘদিন ব্লগ করব। পাশাপাশি আমার নিকটস্থ প্রিয়জনদের সহায়তা করব এই কমিউনিটিতে কাজ করার জন্য।



6VvuHGsoU2QBt9MXeXNdDuyd4Bmd63j7zJymDTWgdcJjo1NfxyQcRUrHnbvGAuDxuMioMRjoG74XpZyTRDsUp566Bu2ZZHRsryAWmeAqnTe9T6zT4X1bZ8DTXHHYrr.png

Sort:  
 22 days ago 

সুন্দর অনু কবিতাগুলো লিখলেন ভালো লাগলো পড়ে। এই পৃথিবীর মধ্যে বিভিন্ন প্রকৃতির মানুষ রয়েছে। তার মধ্যে কিছু মানুষ রয়েছে স্বার্থপর মানুষ। আবার কিছু মানুষ রয়েছে ভালোবাসার মানুষকে আঘাত দেওয়া। বিভিন্ন ধরনের অনুভূতি নিয়ে কবিতা গুলো লিখলেন। আপনার লেখা অনু কবিতা গুলো পড়ে ভালো লাগলো।

 17 days ago 

অনেক সুন্দর মন্তব্য করেছেন আপু।

 21 days ago 

অনেক সুন্দর সুন্দর কবিতা লিখেছেন দেখছি। আপনার লেখা হয়ে ছোট ছোট কবিতা গুলো আমার অনেক অনেক ভালো লেগেছে। কবিতা মনের ভাষা বলে। তাই আমিও কবিতা লিখতে খুবই পছন্দ করি। আপনার লেখা কবিতা জাস্ট অসাধারণ ছিল।

 17 days ago 

সুন্দর মত করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 21 days ago 

অনেক সুন্দর কয়েকটি অনুকবিতা আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার লেখা অনুকবিতা গুলো পড়ে আমার কাছে ভীষণ ভালো লেগেছে। তাছাড়া ছন্দ মিলিয়ে ছোট ছোট কবিতা গুলো আবৃত্তি করতেও অনেক বেশি ভালো লাগে। যাই হোক সবমিলিয়ে এতো সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 17 days ago 

আমি ভালো লাগলো আপনার মন্তব্য পড়ে।

 21 days ago 

জীবনের চলার পথে স্বার্থপর মানুষগুলোকে চেনা বেশ মুশকিল। এরা আপন হয়ে নিজের স্বার্থ হাসিল করার জন্য পাশেই রয়ে যায়। যাইহোক ভাইয়া আজকের অনু কবিতাগুলো খুব সুন্দর হয়েছে। এরকম ছোট ছোট কবিতাগুলো পড়তেও খুব ভালো লাগে। ধন্যবাদ শেয়ার করার জন্য।

 17 days ago 

একদম ঠিক কথা বলেছেন আপনি।

Coin Marketplace

STEEM 0.27
TRX 0.12
JST 0.032
BTC 65389.05
ETH 2952.31
USDT 1.00
SBD 3.72