You are viewing a single comment's thread from:
RE: ☆꧁ DIY প্রোজেক্ট- ক্লে দিয়ে কয়েকটি গোলাপ ꧂
ক্লে দিয়ে কী সুন্দর গোলাপ তৈরি করলে। শুধু গোলাপ তো নয়, এ হলো গোলাপ গুচ্ছ। অসাধারণ হাতের কাজ তোমার। তোমার প্রত্যেকটি গুণ অবাক হয়ে দেখি। সে কবিতা হোক বা আবৃত্তি অথবা হাতের কাজ। এমন ভাবেই সৃজনশীলতায় থাকো এবং আনন্দে ভরিয়ে রাখ জীবনকে। ভীষণ সুন্দর হয়েছে গোলাপের কাজ গুলি। আরো ভালো ভালো কাজ আমাদেরকে উপহার দাও। ভালো থেকো সবসময়।
কবিতা আমার প্রাণের স্পন্দন। কবিতার মাঝে আশা,নিরাশা, হতাশা,ব্যর্থতা, সফলতা, স্বপ্ন, কল্পনা, বাস্তবতা, ন্যায়,অন্যায়,প্রেম প্রীতি সততা, ন্যায্যতা মা মাটি দেশ সবগুলো বিষয়ের উপরে অনুভূতি প্রকাশ করতে পারি। আর যে কোন ডাই প্রজেক্ট সেও মনের মাধুরী মিশিয়ে করার চেষ্টা করি। তোমাদের কাছে ভালো লেগেছে এটা আমার পরম পাওয়া। তুমিও সব সময় ভালো থেকো।অন্তহীন শুভকামনা তোমার জন্য দাদা।