You are viewing a single comment's thread from:

RE: ☆꧁ DIY প্রোজেক্ট- ক্লে দিয়ে মুলা ও গাজর ꧂

in আমার বাংলা ব্লগlast year

ক্লে দিয়ে এতো সুন্দর গাজর ও মুলা তৈরি করলে দেখে দারুণ লাগছে। তুমি সত্যিই গুণী। সবকটি সব্জী একেবারে আসল মনে হচ্ছে৷ আর সবথেকে ভালো লাগে শিল্পকর্মের সাথে মিল রেখে তোমার গদ্য লেখা। অসাধারণ সাবলীল গদ্য ও তার লিখন শৈলী। হাফিজ ভাই ভীষণ খুশি হয়েছে নিশ্চয় এমন গাজর দেখে। ভালো থেকো সবসময়।

Sort:  
 last year 

এত চমৎকার মন্তব্য করে আমাকে উৎসাহ প্রদানের জন্য, অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি প্রিয় দাদা তোমার প্রতি।