You are viewing a single comment's thread from:

RE: ঘুরতে ঘুরতে হঠাৎই ঘুরে নিলাম সিংহগড় ফোর্ট || এক চুটকি ভ্রমণ

in আমার বাংলা ব্লগlast year

পাহাড়ের উপর ফোর্টটি অসাধারণ। এমন সুন্দর ফোর্ট বহু ইতিহাসের সাক্ষী বহন করে। মারাঠারা একসময় ভারতবর্ষের প্রধান ক্ষমতা হয়ে দাঁড়িয়েছিল। মুঘল সাম্রাজ্য তখন অস্তমিত। আর সারা ভারতবর্ষে তখন বিভিন্ন স্থানীয় রাজাদের উত্থান। সেই সময় এই দুর্গগুলি মারাঠা সাম্রাজ্যের শৌর্য বীর্যের প্রতীক হয়ে আজও দাঁড়িয়ে আছে। তাই এই ছবিগুলো দেখলে আমার ভালো লাগে। তৃতীয় পানিপথের যুদ্ধে আহম্মদ শাহ আবদালীর জয়লাভটাই তাদের সাম্রাজ্য বিস্তারের কাঁটা হয়ে দাঁড়ায়। আর জায়গাটিও সুন্দর। পাহাড়ের উপর থেকে সমগ্র দৃশ্যপট মন ভালো করে দেওয়ার মতো। ছবি তোলা ভীষণ ভালো হয়েছে।।

Sort:  
 last year 

মহারাষ্ট্রে এইগুলোই আসল জায়গা দেখার জন্য৷ মানুষ এসে মুম্বাই দর্শন করে ফিরে যায়৷ কিন্তু ইতিহাস পেছনে পড়ে থাকে৷