বাহ। আপনার বাবা-মা খুব সুন্দর ঘুরে বেড়াচ্ছেন বোন। এভাবেই ঘুরেফিরে তাদের জীবন কাটুক আনন্দে। বয়স হয়েছে ভাবলেই তো বয়স। অন্যথায় তারা চিরকালই ইয়ং থাকতে পারবে। সবকটি ছবি দেখে খুব ভালো লাগলো। এভাবেই সকলে মিলে আনন্দে হেসে দিন কাটান। জীবন তো ছোট। যে কদিন পৃথিবীতে থাকা আনন্দে থাকাই উচিত।
মনের বয়সেই আসল হোক না কেন, শরীরে কিছুটা অসুবিধে তো চলেই আসে দাদা বয়সের সাথে। তবে সুস্থতার সাথে হাসিতে খুশিতে মেতে দিনগুলো ভালোয় ভালোয় কাটুক, সেইটাই চাওয়া আমার।