দারুন একটি বিষয় নিয়ে লিখলেন আপু। যে মানুষের যথা সহ্য ক্ষমতা বেশি তার জীবনও তত মসৃণ। কিন্তু সে কথা আমরা মাথায় রাখি কই? আমরা অল্পতেই বড় অধৈর্য হয়ে যাই। ভুল কাজ করে ফেলি। কিন্তু যার ধৈর্য বেশি তার জীবনের শান্তিও বেশি। সম্পূর্ণ আর্টিকেলটি পড়ে খুব ভালো লাগলো।