ঔষধি হিসেবে উদ্ভিদের ব্যবহার বহু পুরনো ভারতবর্ষে। আপনি সেই দিকটি দারুন সুন্দর করে আপনার পোস্টে তুলে আনলেন দাদা। আমাদের প্রাচীনকালে চরক বা সুশ্রুতর মত চিকিৎসক মহাঋষিরা যে ধরনের চিকিৎসাশাস্ত্র আমাদের দেখিয়ে গিয়েছিলেন, আজও আমরা সেই সব উদ্ভিদের অনুসারী। দারুন সুন্দর একটি পোষ্ট ব্যাখ্যা সমেত আমাদেরকে উপহার দিলেন। অনেক না জানা উদ্ভিদের গুনাগুন সম্বন্ধে জানতে পারলাম।