You are viewing a single comment's thread from:
RE: পুজো পরিক্রমা ২০২৪: বড়িশা ক্লাব
বেহালার আদি নাম ছিল বেহুলা। মঙ্গলকাব্যে অন্তত তারই আভাস পাওয়া যায়। তারপরবর্তী সময়ে আধুনিক যুগে সেই গ্রাম কলকাতার অন্তর্ভুক্ত হয়। খুব সুন্দরভাবে প্রতিবেদনটি শুরু করলেন। আর বরিশা ক্লাবের পুজো তো প্রত্যেকবার চমকপ্রদ করে। এ বছরও ভীষণ সুন্দর করে তারা মণ্ডপ সজ্জা করেছে।। আপনার ছবিতে এইসব সুন্দর মন্ডপ সজ্জার ছবি সকলের সামনে উঠে এলো।