আপনি তো একেবারে বাস্তবের কয়েকটি কথা বললেন ভাই। যে এই বাস্তবের চিত্র বুঝে উঠেছে সে জীবনে অনেক বড় হতে পেরেছে। টাকা ছাড়া সত্যই কোন কিছু সম্ভব নয় এ জীবনে। সবকিছুর মূলে আছে টাকা। আর যার টাকা আছে সে সবকিছুই সহজে ক্রয় করে নিতে পারে। তাই আপনার পোস্টটি বেশ প্রাসঙ্গিক এবং যুক্তিসঙ্গত বলেই মনে হল।