বসন্ত মেলা তো বেশ জাঁকজমকভাবেই বসেছে দেখছি। সেই মেলায় বেশ কিছুক্ষণ সময় কাটিয়েছেন দেখে খুব ভালো লাগছে। এই ধরনের মেলাগুলোতে গিয়ে কিছুক্ষণ সময় কাটাতে বেশ ভালোই লাগে। আর এই মেলায় তো অনেক রকমের স্টল বসেছে দেখছি। তাই সেখানে সময় কাটাতে বেশ ভালই লাগবে। আর পাশে রেল স্টেশন বলে আপনার ঘুরে আসতে সুবিধা হয়েছে।
বেশ জাকজমক বটে তবে জায়গা ছোট হওয়ার কারণে খুব একটা আকর্ষণীয় লাগছে না। হ্যাঁ, সবাই মিলে মেলায় বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে ছিলাম। সবগুলো স্টল ঘুরে ঘুরে দেখেছিলাম। আপনার সুন্দর মন্তব্য পেয়ে ভালো লাগলো দাদা।