বর্তমান সময়ের পরিপ্রেক্ষিতে আসলে মানুষের থেকে স্বার্থপর জীব আর কিছু হয় না। মানুষ নিজের উপকারে পরের সাহায্য নিয়ে আবার তাকেই পরে ভুলে যায়। এবং সর্বপরি তার ক্ষতিকরবার চেষ্টা করে। এভাবেই একজন মানুষ আরেকজনের পিছনে লাগে এবং তার থেকে পাওয়া সমস্ত উপকার ভুলে যায়। খুব সুন্দরভাবে সম্পূর্ণ ব্লকটিতে এই বিষয়টি শেয়ার করলেন।