যদি ইচ্ছে থাকে তবে সত্যি উপায় বের হয়

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম!
আমি ঢাকা, বাংলাদেশ থেকে @kawsar

আশা করছি সবাই অনেক অনেক ভাল আছেন, আর আমিও আল্লাহর অশেষ রহমতে অনেকটাই ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আপনাদের প্রতিদিনের মত আজও আমি আপনাদের মাঝে আরও একটি পোস্ট শেয়ার করতে চলে এসেছি। আজ আমি আপনাদের মাঝে ইচ্ছে শক্তি নিয়ে কিছু কথা বলবো। আসলে ইচ্ছাশক্তি যদি মানুষের থাকে তাহলে মানুষ যে কতটা এগিয়ে যেতে পারে না তার জন্য তার পথ চলা কতটা সহজ হয়। সেটাই আপনাদের সাথে আলোচনা করবো আশা করি আমার আজকের পোস্ট আপনাদের কাছে ভালো লাগবে।


PSX_20220827_195839.jpg


জীবনে আসলে আমাদের সবাইকে কাজ করতে হয়, আর প্রতিনিয়ত ঐ কাজ করে যেতে হয় জীবিকা নির্বাহের জন্য। কিন্তু যদি আমাদের ইচ্ছা থাকে তাহলে কিন্তু আমরা যেকোন কাজ খুব দ্রুত এগিয়ে নিয়ে যেতে পারি এবং খুব সুন্দর করে পরিকল্পনা করতে পারি। ইচ্ছাশক্তি থাকলে যে কাজটা আমরা সুন্দরভাবে করতে পারি, যদি না থাকে তাহলে কিন্তু সেই কাজটা অতটা সুন্দর ভাবে আমরা কখনই করতে পারবোনা। সেজন্য আসলে যেকোনো কাজ করার ক্ষেত্রে সবচেয়ে বেশি দরকার ইচ্ছে। আমি আসলে একজন ইউটিউবার দেখেছিলাম যে আসলে যার ২টি হাত নেই। কিন্তু ইউটিউবিং করছে।


বিভিন্ন ব্লগিং করে যে বিভিন্ন জায়গায় গিয়ে ব্লক করছে এবং সেটা ইউটিউব চ্যানেল চালাচ্ছে। তার যদি কাজ করার ইচ্ছা না থাকতো এক্ষেত্রে কিন্তু সে অনেক অজুহাত দিতে পারতো এবং তার পরিবারের উপর নির্ভর করে সে চলতে পারতো। তার দুটি হাত নেই এই অজুহাত কিন্তু সবাই মেনে নিতো। আর এটা কিন্তু আসলে দেওয়ার মত একটি অজুহাত। তবুও কিন্তু সেটা না করে সে তার নিজের ইচ্ছা শক্তি দিয়ে কাজ করে এগিয়ে যাচ্ছে। এছাড়াও কিন্তু অনেক মানুষ দেখবেন যে যাদের আসলে হাত পা আছে তারা শিক্ষিত কিন্তু তারা হয়তো বেকার বসে আছে।


20220821_202441.jpg


তারা আসলে বিভিন্ন অজুহাত দিচ্ছে যে তারা এটার কারনেই কাজ করতে পারছে না এই কারণে করতে পারছে না। এরকম ভাবে বিভিন্ন অজুহাত দিয়ে তারা বসে আছে। মোট কথা হচ্ছে তাদের আসলে ইচ্ছাশক্তি দেই নাই যদি থাকতো তাহলে হয়তো তারা যে কোন কাজে সফলতা অর্জন করতে পারতো। যেমনটা এই হাত নেই সেই সেই লোকটা তার ইউটিউব করে মাসে কত টাকা ইনকাম করছে। এছাড়াও আমি আজকে ফেসবুকে একটি পোস্ট দেখেছিলাম যে এক লোক একটি এর ব্রিজের নিচে একটি মুরগির খামার দিয়েছে। তার সম্পত্তি নেই জায়গা নেই যে জায়গায় কোন মুরগির খামার দিয়ে কাজ চালাতে পারে।


সেজন্য কিন্তু সে একটা ব্রিজের নিচে জায়গা করে এরপরে মুরগির খামার দিয়েছে এবং এই থেকেই কিন্তু তার অনেক বেশি আয় হচ্ছে। মাঝে মাঝে এসব পোস্ট দেখে অনেকে অনুপ্রাণিত হয়ে আমি এবং আসলে যারা দেখে আমি মনে করি তাদের সবারই অনুপ্রাণিত হওয়া উচিত। তাদের ক্ষেত্রে অবশ্যই কোনো অজুহাত দেয়া উচিত নয় কেননা যে কোন কাজই করা সম্ভব শুধু ইচ্ছা শক্তি থাকতে হবে। এরপর সুযোগ খুজতে হবে যে কোন ভাবে কাজটা করলে ভালো হবে। আরো এভাবে আসলে অনেক উদাহরণ আছে যে উদাহরণ দেখে আমরা আসলে বলতে পারে যে কাজের প্রতি ইচ্ছা থাকে তাহলে আসলে সেই কাজটা যেভাবে হোক করা হয়।


20211215_164649.jpg


বর্তমানে আসলে আমাদেরকে টিকে থাকতে হলে আমাদেরকে অনেক পরিশ্রম করতে হয়। আর যদি আমরা পরিশ্রম না করি তাহলে হয়তো টিকে থাকাটা অনেক বেশি কঠিন হয়ে পড়বে। তাই আসলে আমি মনে করি যে আমরা বিভিন্ন অজুহাত দাঁড় না করিয়ে আমরা আমাদের কাজের প্রতি মন নিয়ে এসে ইচ্ছা শক্তির উপর ভর করে আমাদের কাজকে এগিয়ে নিয়ে যাওয়া উচিত। এজন্যই সৃষ্টিকর্তার উপর ভরসা করে যতটা পারি নিজেকে টিকিয়ে রাখব। তাই আমি মনে করে যে প্রত্যেকেরই যেকোনো কাজ করা উচিত এবং সেটা ইচ্ছাশক্তি নিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়া উচিত। তাহলে কিন্তু সফলতা সম্ভব।

আজ এই পর্যন্তই আমাদের সকলের সুস্থতা কামনা করে আজকের মত এখানেই শেষ করছে। সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন। আগামীকাল আরো কোন পোস্টটি আপনাদের সামনে হাজির হবো।


image.png

Sort:  
 2 years ago 

আসলেই ভাই আপনি অনেক সুন্দর একটি বিষয়ে আমাদের সামনে তুলে ধরেছেন। যদি আমাদের ইচ্ছে শক্তি ও মনোবল অনেক কঠোর হয় তাহলে বিভিন্ন ধরনের বাধা-বিপতি হলেও সেটা আমরা সফলতা আনতে পারি। আর সেই বিষয়টি আপনি আমাদের সাথে অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন।
আপনার জন্য শুভকামনা রইল

 2 years ago 

জি ইচ্ছে প্রবল হলে হাজারো বাধা অতিক্রম করা যায়

 2 years ago 

আপনার পুরো পোস্টটি পড়ে খুব ভালো লাগলো। সত্যি ভাই আসলে ইচ্ছে থাকলে উপায় হয়। মানুষের ইচ্ছা শক্তির উপর অনেক কিছু নির্ভর করে। এতো চমৎকার বিষয় নিয়ে আমাদের মাঝে হাজির হওয়ার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাই।

 2 years ago 

আমিও বিশ্বাস করি মানুষের ইচ্ছের উপর অনেক কিছু নির্ভর করে

Coin Marketplace

STEEM 0.27
TRX 0.11
JST 0.031
BTC 67851.83
ETH 3772.50
USDT 1.00
SBD 3.61