পাওয়ার আপ প্রতিযোগিতা- ২০০০স্টিম পাওয়ার আপ করে নিজের সক্ষমতা বৃ্দ্ধি
আসসালামু আলাইকুম
প্রিয় বন্ধুরা কেমন আছেন? আশা করি যে যেখানেই থাকেন না কেন বেশ ভালো আছেন। আমি নিজেও বেশ ভালো আছি। আর ভালো আছি বিধায় চলে আসলাম আজকে আপনাদের মাঝে পোস্ট করার জন্য। আজ আমি নিজের সক্ষমতা কে বৃদ্ধি করার জন্য পাওয়ার আপ করবো। যতটুকু শুনেছি তাতে বেশ বুঝতে পারছি যে এই প্লাটফর্মে কাজ করতে হলে আমাকে অবশ্যই নিজের সক্ষমতা কে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে হবে। আর নিজের সক্ষমতা বৃদ্ধি করতেই পারলেই আমি একটু ভালো ভাবে কাজ করে যেতে পারবো। কারন পাওয়ার আপ মানেই কিন্তু নিজের সক্ষমতা কে বৃদ্ধি করে যাওয়া। যাই হোক আমি আশা করবো আমি প্রতিনিয়ত বেশী করে পাওয়ার আপ করে যেতে পারবো।
.png)
Banner Credit- @kawsar7731
যতটুকু জেনেছি তাতে খুব সহজেই বোঝা যায় যে স্টিমিট প্লাটফর্মে বেশী গুরুত্বপুর্ণ একটি বিষয় হলো পাওয়ার আপ। যার যত বেশী পাওয়ার তার তত বেশী সক্ষমতা। সেই সক্ষমতা কে বৃদ্ধি করতে হলে আমাদের সকলের প্রতি নিয়ত পাওয়ার আপ করে যেতে হবে। তাই তো এই প্লাটফর্মে আমরা যারা কাজ করি তাদের প্রত্যেকের একটি করে নিজস্ব একাউন্ট রয়েছে।যেটা কিনা শক্ত ও নিরাপদে রাখা প্রয়োজন। আর আমাদের একাউন্টটি নিরাপদ ও হ্যাকিং থেকে বাঁচাতে হলে এবং আমাদের একাউন্টটিকে স্বযত্নে রাখতে হলে আমাদের বেশী বেশী করে পাওয়ার আপ করা প্রয়োজন। এবার আমি ২০০০স্টিম পাওয়ার আপ করে নিলাম। তাহলে চলুন আমার করা সিজন-৫ এ সপ্তাহের পাওয়ার আপ কিভাবে করলাম তার প্রসেসটি দেখে আসি।
ধাপ-১

প্রথমে স্টিমিট ওয়ালেটে যেয়ে প্রাইভেট একটিভ কি দিয়ে স্টিম ওয়ালেটে লগইন করতে হবে।
ধাপ-২

এরপর দেখে নিতে হবে আমার বর্তমান একাউন্টে স্টিম ও স্টিম পাওয়ারের পরিমান। আমার একাউন্টে বর্তমানে স্টিম আছে ২১৪৯.৫৩৪ এবং স্টিম পাওয়ার আছে ২০৭৫.৮২২।
ধাপ-৩

এবার স্টিম এর পাশে ড্রব ডাউন বাটনে ক্লিক করলে কয়েকটি অপশন আসবে। তার মধ্যে পাওয়ার আপ অপশনে ক্লিক করতে হবে।
ধাপ-৪

এরপর যে বক্সটি আসবে তাতে স্টিম এর ঘরে ২০০০স্টিম লিখে পাওয়ার আপ বাটনে চাপ দিতে হবে।
ধাপ-৫

এরপর যে বক্সটি আসবে তাতে সব ঠিক আছে কিনা দেখে নিয়ে ওকে বাটনে ক্লিক করতে হবে।
ধাপ-৬

তারপর যে বক্সটি আসবে তাতে ইউজারের ঘরে ইউজার আইডি এবং একটিভ কী দিয়ে লগইন করতে হবে। তাহলেই হয়ে যাবে আমার ২০০০স্টিম পাওয়ার আপ।
ধাপ-৭

| পাওয়ার আপ করার আগের স্টিম পাওয়ার | ২০৭৫.৮২২ |
|---|---|
| পাওয়ার আপ | ২০০০এসপি |
| পাওয়ার আপ করার পরের এসপি | ৪০৭৫.৮২২ |
আর এভাবেই শেষ করলাম আমার আজকের পাওয়ার আপ পোস্ট । আগামীতে নতুন কোন পোস্ট নিয়ে আবার আসবো।
পরিচিতি
আমি কাউছার আহমেদ। আমার ইউজার নাম @kawsar7731। আমি পেশায় একজন চাকুরী জীবি। ঘুরে বেড়াতে আর প্রিয় মানুষের সাথে হাসি মুখে কথা বলতে আমি বেশ পছন্দ করি। তবে সেই সাথে বিভিন্ন ধরনের মজার মাজার গল্পের বই পড়তে, ফটোগ্রাফি করতে এবং গল্প করতে। নতুন কে আবিস্কার করা এবং নতুন কে নিয়ে এগিয়ে চলতেও আমি বেশ পছন্দ করি।
.gif)
VOTE @bangla.witness as witness
OR
SET @rme as your proxy



বাহ্ আপনি তো বেশ বড় একটা এমাউন্টের পাওয়ার আপ করছেন।আপনার পাওয়ার আপ দেখে খুবই ভালো লাগলো।স্টিমিট প্লাটফর্মে দীর্ঘ সময় কাজ করার জন্য পাওয়ার আপ খুবই গুরুত্বপূর্ণ।ধন্যবাদ আপনাকে পোস্ট টি শেয়ার করার জন্য।
একাউন্টঃ @kawsar7731
পাওয়ার বৃদ্ধিঃ = 96.3855%