ফটোগ্রাফি পোস্ট- ভোরের স্নিগ্ধতার কিছু ফটোগ্রাফি
আসসালামু আলাইকুম
প্রিয় বন্ধুরা কেমন আছেন? আশা করি যে যেখানেই থাকেন না কেন বেশ ভালো আছেন। আমি নিজেও বেশ ভালো আছি। আর ভালো আছি বিধায় চলে আসলাম আজকে আপনাদের মাঝে পোস্ট করার জন্য। সত্যি বলতে কি এখানে কাজ করার সুযোগ পাওয়ার পর হতে বেশ অন্য রকমের অনুভূতি হচেছ নিজের ভিতর। যা কাউকে বুঝানো যাবে না। আর সেই অনুভুতি নিয়েই আজ আমি নতুন একটি ব্লগ শেয়ার করার জন্য আসলাম। আমি ভাবছি প্রতি নিয়ত আপনাদের মাঝে আমার ভালো লাগার বিষয় গুলো নিয়েই ব্লগ শেয়ার করবো। যার জন্য আজ আমি ভাবছি একটি ফটোগ্রাফি ব্লগ শেয়ার করবো।
সত্যি বলতে ছেলেবেলা থেকেই সব সময় টুকটাক কিছু না কিছু ফটোগ্রাফি করে থাকি। কিন্তু সেই ফটেগ্রাফি করে যে এমন করে কোথাও নিজের অনুভূতি শেয়ার করা যায় সেটা আমার জানা ছিল না। কিন্তু বেশ কিছু দিন যাবৎ যখন কাছের মানুষটিকে এমন করে শেয়ার করতে দেখছি তখন ভাবছিলাম যে আমিও এখানে আমার প্রিয় কিছু ফটোগ্রাফি শেয়ার করবো। আর আজ আমার সে স্বপ্ন পূরণ হওয়ায় আমি সত্যি বেশ আনন্দিত। হয়তো আপনাদের কাছে আমার ফটোগ্রাফি ভালো লাগবে।

ভোরের স্নিগ্ধ আলো কার না ভালো লাগে। আর শীতের ভোরের স্নিগ্ধ বাতাস সেটা হলে তো আর কথাই নেই। এই তো কয়েকদিন আগের কথা। একটি পারিবারিক কাজে আমাকে খুব ভোরে বের হতে হয়েছিল। তখন প্রায় ভোর ৬টা। আর শীতের কুয়াশায় এত ভোরে কিন্তু চারদিকে বেশ কুয়াশা থাকে। যার কারনে তখনও ভোর হয় না। মনে হয় যেন অন্ধকার আর রাত্র। কিন্তু কি আর করার?কাজ যেহেতু আছে সেহেতু কন কনে শীতে তো বের হতেই হবে।


তো বের হয়ে যখন আগার গাওঁ আসলাম তখন দেখলাম রাস্তা বেশ নীরব। শো সান রাস্তার মাঝ দিয়ে রিক্সায় করে যেতে কিন্তু খারাপ লাগেনে। কিন্তু এর চেয়েও বেশী ভালো লেগেছে রাস্তার দু পাশের কুয়াশা ভরা পরিবেশ। ভোরের প্রকৃতি যে এমন দারুন সেটা কিন্তু নিজের চোখে না দেখলে বিশ্বাস করা যায় না। কারন ভোরের স্নিগ্ধ বাতাস হলো কিন্তু দেহ আর মন কে সতেজতায় ভরে দেয়। আর মনকে করে তুলে উৎফুল্ল।


আমি সেদিন যতদূর যাচিছলাম ততদূর যেন মনে হচিছলো গ্রাম আর প্রকৃতির ছোঁয়ায় আমরা ঘুরে বেড়াচিছ এদিক সেদিক। নীরব আর নিস্তব্দ রাস্তা, শীতের বাতাস। সেই সাথে কুয়াশা মাখা ভোর। সবকিছুই যেন মনকে ছুয়েঁ দিয়ে যাচিছলো মনের অজান্তেই । সবুজ প্রকৃতি দেখলে এমনিতেই আমার মন বেশ প্রফুল্ল হয়ে উঠে। সেই সাথে তো রয়েছে ভোরের আলো। সব কিছুই যেন নতুন আর দারুন এক অনুভূতি জাগিয়ে তুলছিল মনের মাঝে। আমিও বেশ উপভোগ করছিলাম এমন সুন্দর পরিবেশ।



দূর থেকে চোখে পড়লো ভোরের আলো সবেমাত্র আকাশে উকিঁ দিয়ে পৃথিবীতে তার আলো ছড়িয়ে দিয়ে যাচ্ছে।সেই ছেলেবেলায় এমন সুন্দর দৃশ্য চোখে পড়তো প্রায় প্রতিদিন। কিন্তু সেদিন শীতের কুয়াশার আকাশ দেখে যেন আলোর নতুন ছোঁয়া খুঁজে পেয়েছিলাম। সেই সাথে কুয়াশার মাঝে ভোরের আলোর উকিঁঝঁকি কিন্তু আমার বেশ ভালো্ লেগেছিল। তার উপর তো আছে প্রকৃতি আর সবুজের ছোঁয়া। আর রইল ভোরের কুয়াশা। সবই যেন নতুন অনুভূতির তৈরি।


সেদিন কুয়াশার মাঝে নীরব রাস্তায় ভেজা একটা ভাব। খুব প্রয়োজন ছাড়া মনে হয় কেউ সেদিন বাসা থেকে বের হয়নি। রাস্তায় কেবল হাতে গোনা দু একটি গাড়ী আর সাইকেল চোখে পড়লো। আমার কাছে মনে হচ্ছিলো যেন গ্রামের কোন পথ পাড়ি দিয়ে যাচ্ছি মনের আনন্দে। কিন্তু ভোরের ঢাকা শহরের রাস্তাও যে এমন দারুন হতে পারে সেটা কিন্তু আমরা একদম জানা ছিল না। আর আমি বুঝতেও পারিনি। তবে বেশ দারুন এক অনুভূতি সেইদিন মনের মাঝে দোলা দিয়ে গিয়েছিল।


div class="text-justify">
জানিনা আমার আজকের ফটোগ্রাফি গুলো আপনাদের কাছে কেমন লেগেছে। আমার কাছে কিন্তু প্রতিটি ফটোগ্রাফি বেশ ভালো লেগেছে। আপনাদের মতামতের অপেক্ষায় রইলাম।
পোস্ট বিবরণ
| শ্রেণী | ফটোগ্রাফি |
|---|---|
| ক্যামেরা | Vivo y22s |
| পোস্ট তৈরি | @kawsar7731 |
| লোকেশন | ঢাকা , বাংলাদেশ |
পরিচিতি
আমি কাউছার আহমেদ। আমার ইউজার নাম @kawsar7731। আমি পেশায় একজন চাকুরী জীবি। ঘুরে বেড়াতে আর প্রিয় মানুষের সাথে হাসি মুখে কথা বলতে আমি বেশ পছন্দ করি। তবে সেই সাথে বিভিন্ন ধরনের মজার মাজার গল্পের বই পড়তে, ফটোগ্রাফি করতে এবং গল্প করতে। নতুন কে আবিস্কার করা এবং নতুন কে নিয়ে এগিয়ে চলতেও আমি বেশ পছন্দ করি।
.gif)
VOTE @bangla.witness as witness
OR
SET @rme as your proxy



