কবিতা পোস্ট- স্বরচিত কবিতা-"" শীতের পরশ.. '' "
আসসালামু আলাইকুম
কেমন আছেন সবাই ? আশা করি আপনারা সবাই বেশ ভালো আছেন। আমিও ভালো আছি। বেশ জোড় করেই আমি আজ এখানে আপনাদের সাথে যুক্ত হয়েছি। আমার নিজের তেমন কোন দক্ষতা নেই। নেই কোন অভিজ্ঞতাও। কেন জানি আপনাদের কাজ দেখে নিজের লোভ কে আর ধরে রাখতে পারিনি। তাই চেষ্টা করছি আপনাদের সাথে তাল মিলিয়ে একসাথে পথ চলার। জানিনা কেমন করে বা কতদিন আপনাদের সাথে এক সাথে পথ চলতে পারবো। আর সব চেষ্টা কে একত্রিত করে আজ জীবনে প্রথম বারের মত একটি কবিতা লেখার চেষ্টা করলাম। অবশ্য কদিন যাবৎ চেষ্টা করে যাচিছলাম। আর আজ সেই লেখা হতেই কাকের ঠেক আর বকের ঠেক লেখে ফেললাম। আপনাদের ভালো লাগলে আমার স্বার্থকতা।

পৃথিবীতে এক একজন মানুষ এক এক রকমের। কারও মতো কেউ নয়। তাই মানুষের ভিতরের দুঃখগুলো কেউ বুঝতে পারে না। বুঝতে পারে না তার চারপাশে ঘুরে বেড়ানো মানুষগুলোর ভিতরে কি পরিমান কষ্ট আর বেদনা নিয়ে সারাক্ষন অন্যকে আনন্দ বিলিয়ে দেয়। আমাদের চারপাশে এমন অনেক মানুষ আছে যাদের কে দেখে আমাদের মনে হয় মানুষটি বেশ সুখী। আর সেই মানুষটিও বেশ হাসিখুশি থেকে তার মূল্যবান সময়টুকু বিলিয়ে দেয় অন্য মানুষের জন্য। মানুষের সুখের জন্য কেউ কেউ হয়ে উঠে একজন ভালো অভিনেত্রী বা অভিনেতা। কিন্তু দিন শেষে যখন চারদিকে অন্ধকার নেমে আসে এমন মানুষগুলো তার নিজের কষ্ট আর দুঃখগুলোকে চোখের জলে বালিশে ঝড়িয়ে দেয়। ঝড়িয়ে দেয় মনের কষ্টগুলোকে। যা হয়তো পৃথিবীর কেউ কখনও দেখে না। আর এমন একটি বিষয় নিয়েই আমার আজকের কবিতা। আশা করি আপনাদের বেশ ভালো লাগবে।
এই কবিতায় শীতের সত্যিকারের মজা কে তুলে ধরা হয়েছে। সত্যি বলতে শীত হলো এমন একটি সময় যখন মানুষ নতুন নতুন অনুভূতি নিজের গায়ে মাখতে পারে। শীতের খেজুরের রস, নতুন ধানের পিঠা, আরও নানা রকমের খাবার আমাদের কে নতুন স্বাদের অনুভূতি দেয়। সেই সাথে নতুন করে ঘুরে বেড়ানোর অনুভূতিও দেয়। সত্যিকারের অর্থে শীতের মজা বুঝতে হলে আমাদের কে এই সময়ে দেশ হতে দেশান্তরে ঘুরে বেড়াতে হবে। তাহলেই আমরা সত্যিকারের শীতের মজা বুঝতে পারবো।
শীত এল ভাই শীত এল ভাই,
শীতের পিঠা নিয়ে,
সাথে আনলো পায়েস পুলি,
নতুন রসে মুড়ে।।
কুয়াশার চাদর পড়ে,
সারা বাংলা দিলো ঢেকে,
শীতের হওয়ার শীতল বাতাস,
গায়ে আনলো নতুন আভাস।।
এমন দারুন শীতের মজা,
ঘরে বসে যায় কি বোঝা?
শীতর পরশ পেতে হলে,
যেতে হবে দেশান্তরে।।
শীত নিয়ে ভাই কত কবি,
লেখে গেছে কত গীতি,
শীতের মজা পায় না যারা,
তারাই হলো হতভাগা।।
তাই চলো সবাই মিলে,
শীতের পরশ গায়ে মাখি,
নতুন ধানের নতুন পিঠা,
খেতে লাগবে ভারী মজা।।
পোস্ট বিবরণ
| শ্রেণী | কবিতা |
|---|---|
| ক্যামেরা | Vivo y18 |
| পোস্ট তৈরি | @kawsar7731 |
| লোকেশন | ঢাকা , বাংলাদেশ |
পরিচিতি
আমি কাউছার আহমেদ। আমার ইউজার নাম @kawsar7731। আমি পেশায় একজন চাকুরী জীবি। ঘুরে বেড়াতে আর প্রিয় মানুষের সাথে হাসি মুখে কথা বলতে আমি বেশ পছন্দ করি। তবে সেই সাথে বিভিন্ন ধরনের মজার মাজার গল্পের বই পড়তে, ফটোগ্রাফি করতে এবং গল্প করতে। নতুন কে আবিস্কার করা এবং নতুন কে নিয়ে এগিয়ে চলতেও আমি বেশ পছন্দ করি।
.gif)
VOTE @bangla.witness as witness
OR
SET @rme as your proxy


