আমার আজকের "রেনডম চিরিয়াখানার পাখিদের ফটোগ্রাফি পর্ব-2 "[shy-fox--10%]

in আমার বাংলা ব্লগ4 years ago


আসসালামুয়ালাইকুম আদাব ,


আমার বাংলা ব্লগের সকল বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি।ভ্রমন বিলাসী ভ্রমণ করতে খুব ভালোবাসি ।যখন সুযোগ পাই তখন ভ্রমণ করতে বের হই। এমনই সুযোগ পেয়েছিলাম চিড়িয়াখানা ঘুরতে যাওয়ার । চিড়িয়াখানায় ঘুরতে বেশি ভালো লাগে ।কারন এখানে বিভিন্ন ধরনের পশু পাখি দেখতে পাওয়া যায় । অন্য কোথাও এরকম ভাবে দেখতে পাওয়া যায় না ।এরকম ভাবে ঘুরতে গেলে দেখতে পাওয়া যায় না তাই মাঝে মাঝে চিড়িয়াখানায় যাই ঘুরে আসি। আজকে চিড়িয়াখানা ঘুরতে যাওয়ার প্রথম পর্ব আপনাদের সাথে শেয়ার করব ।রংপুর চিরিয়াখানায় ঘুরতে যাওয়ার অভিক্ষতা । যে পাখিদের দেখেছি তা শেয়ার করবো।আশা করি সবার ভালো লাগবে।আজকের পাখি গুলো হলো :


পাখিদের ফটোগ্রাফি :


সাউদার্ন ক্যাসোওয়ারী ।


সাউদার্ন ক্যাসোওয়ারী (ক্যাসুরিয়াস ক্যাসুয়ারিয়াস), যা ডাবল-ওয়াটলড ক্যাসোওয়ারী, অস্ট্রেলিয়ান ক্যাসোওয়ারী বা টু-ওয়াটলড ক্যাসোওয়ারী নামেও পরিচিত,একটি বড় উড়ন্ত কালো পাখি। এটি বামন ক্যাসোয়ারি এবং উত্তর ক্যাসোওয়ারির পাশাপাশি ক্যাসোয়ারির তিনটি জীবন্ত প্রজাতির মধ্যে একটি। তাই ইমু, উটপাখি, রিয়া এবং কিউই এর সাথে সম্পর্কিত।

IMG_20220214_173645.jpg


বৃহত্তর অ্যাডজুট্যান্ট।


বৃহত্তর অ্যাডজুট্যান্ট (Leptoptilos dubius) হল সারস পরিবারের সদস্য, Ciconiidae। এর বংশের মধ্যে রয়েছে এশিয়ার কম অ্যাডজুট্যান্ট এবং আফ্রিকার মারাবু স্টর্ক। একসময় দক্ষিণ এশিয়া জুড়ে ব্যাপকভাবে পাওয়া যেত, প্রধানত ভারতে কিন্তু পূর্বে বোর্নিও পর্যন্ত বিস্তৃত,

IMG_20220214_173627.jpg


সাধারণ উটপাখি ।


সাধারণ উটপাখি (স্ট্রুথিও ক্যামেলাস), বা সহজভাবে উটপাখি হল উড়ন্ত পাখির একটি প্রজাতি যা আফ্রিকার নির্দিষ্ট বৃহৎ অঞ্চলে বসবাস করে এবং এটি বৃহত্তম জীবন্ত পাখির প্রজাতি

IMG_20220214_173616.jpg


ময়ূর হল ফ্যাসিয়ানিডি ।


ময়ূর হল ফ্যাসিয়ানিডি, ফিজ্যান্ট এবং তাদের মিত্রদের গোত্র পাভোনিনি বংশের পাভো এবং আফ্রোপাভোর তিনটি প্রজাতির একটি সাধারণ নাম। পুরুষ ময়ূরকে ময়ূর বলা হয়, এবং স্ত্রী ময়ূরকে ময়ূর বলা হয়, যদিও উভয় লিঙ্গের ময়ূরকে প্রায়শই "ময়ূর" বলা হয়।

IMG_20220214_173603.jpg


ইমু পাখি ।


ইমু হল উচ্চতার দিক থেকে দ্বিতীয় বৃহত্তম জীবন্ত পাখি, এর রাতাইট আপেক্ষিক উটপাখির পরে। এটি অস্ট্রেলিয়ায় স্থানীয় যেখানে এটি বৃহত্তম স্থানীয় পাখি এবং ড্রোমাইউস প্রজাতির একমাত্র বিদ্যমান সদস্য।

IMG_20220214_173506.jpg


বন্য টার্কি ।


বন্য টার্কি (মেলিয়াগ্রিস গ্যালোপাভো) উত্তর আমেরিকার একটি উঁচু ভূমির পাখি, টার্কির দুটি বিদ্যমান প্রজাতির মধ্যে একটি এবং গ্যালিফর্মেস অর্ডারের সবচেয়ে ভারী সদস্য। এটি গার্হস্থ্য টার্কির পূর্বপুরুষ, যা মূলত বন্য টার্কির একটি দক্ষিণ মেক্সিকান উপ-প্রজাতি থেকে উদ্ভূত হয়েছিল

IMG_20220214_173452.jpg


শকুন পাখি ।


শকুন হল এমন একটি শিকারী পাখি যেটি ক্যারিয়নকে স্ক্যাভেঞ্জ করে। শকুনের 23 টি বিদ্যমান প্রজাতি রয়েছে। পুরানো বিশ্বের শকুন ইউরোপ, আফ্রিকা এবং এশিয়ার 16টি জীবন্ত প্রজাতি অন্তর্ভুক্ত করে; নতুন বিশ্বের শকুন হল ।

IMG_20220214_173638.jpg


প্যাডিবার্ড একটি ছোট হেরন বক ।


ভারতীয় পুকুরের হেরন বা প্যাডিবার্ড একটি ছোট হেরন বক ।। এটি পুরানো বিশ্বের উত্স, দক্ষিণ ইরান এবং পূর্ব ভারতীয় উপমহাদেশ, বার্মা এবং শ্রীলঙ্কায় প্রজনন।

received_623299608965987.jpeg


গার্হস্থ্য চীনা হাঁস


Muscovy বা Barbary হল বুনো Muscovy হাঁসের গৃহপালিত রূপ। অনেকগুলি স্থানীয় বা আঞ্চলিক জাত রয়েছে এবং এর মধ্যে ড্রেকগুলিকে সাধারণত গার্হস্থ্য হাঁসের সাথে ক্রস-ব্রিড করা হয় যা মুলার্ড নামক হাইব্রিড তৈরি করে।

received_465200635185314.jpeg


বিষয়রেনডম চিরিয়াখানার পাখিদের ফটোগ্রাফি
ফটোগ্রাফার@khan55
Device camaraRedmi 5
লোকেশনhttps://w3w.co/boast.stud.natural

এই ছিল রংপুর চিরিয়াখানার পাখিদের ফটোগ্রাফি আশা করি ভাল লাগবে সবার ।এইছিল পাখিদের ফটোগ্রাফি ।তাই ভাল থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে ।



Sort:  
 4 years ago 

আসলে চিড়িয়াখানায় নতুন কিছু দেখতে পেলাম। বৃহত্তর অ্যাডজুট্যান্ট তারপর উটপাখি সব মিলিয়ে ভালো ছিল এবং সুন্দর বর্ণনা দিয়েছেন। পৃথিবীর সবথেকে বৃহত্তম জীবন্ত প্রাণী বাহ

 4 years ago 

ধন্যবাদ ভাই সুন্দর কমেন্টস এর জন্য ।

 4 years ago 

আপনার তোলা ফটোগ্রাফি গুলো আমার কাছে খুবই চমৎকার লেগেছে। চিড়িয়াখানার পাখিগুলো দেখতে আমার কাছে খুবই ভালো লেগেছে। আপনি খুব চমৎকারভাবে প্রত্যেকটি ছবি আমাদের মাঝে উপহার দিয়েছেন। অসাধারণ কিছু পাখির ফটোগ্রাফি দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। শুভকামনা রইল আপনার জন্য।

 4 years ago 

ধন্যবাদ ভাই সুন্দর কমেন্টস এর জন্য ।

 4 years ago 

আপনার ফটোগ্রাফির মাধ্যমে বিভিন্ন ধরনের পাখির সাথে পরিচিত হতে পারলাম ।আপনার ফটোগ্রাফি গুলো অসাধারন ছিল ।প্রত্যেকটা পাখি সম্পর্কে সুন্দর বর্ণনা দিয়েছেন ।শুভকামনা রইল আপনার জন্য।

 4 years ago 

চিড়িয়াখানার বিভিন্ন প্রজাতির পাখির ফটোগ্রাফিগুলো আমার কাছে খুবই ভালো লেগেছে। দেখেই বোঝা যাচ্ছে আপনি অনেক দক্ষতার সাথে বিভিন্ন প্রজাতির পাখি গুলোর ফটোগ্রাফি করেছেন। অনেক সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের সকলের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। ভাইয়া আপনার জন্য শুভকামনা রইল।

 4 years ago 

ধন্যবাদ ভাই সুন্দর কমেন্টস এরজন্য

 4 years ago 

এই ধরনের পোস্ট গুলো সব সময় খুব ভালো লাগে। সুন্দর ফটোগ্রাফি যেমন দেখা যায় তার সাথে নতুন অনেক তথ্য পাওয়া যায়। খুব ভালো লাগলো দাদা সত্যি। সবশেষে গার্হস্থ্য চীনা হাঁস টা খুব বেশি মিষ্টি লেগেছে। হেরন বক টাও চমৎকার ছিল।

 4 years ago 

ধন্যবাদ আপু সুন্দর মন্তব্যের জন্য ।শুভেচ্ছা রইলো আপু।

 4 years ago 

চিড়িয়াখানা ঘরে খুবই সুন্দর কিছু পাখির ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন ভাইয়া। আপনার শেয়ার করা পাখির ফটোগ্রাফির মধ্যে কিছু হয়েছে যেগুলো আমার চেনা আর কিছু রয়েছে যেগুলো আমার চেনার বাইরে ছিল। কিন্তু আপনার এই ফটোগ্রাফি পোস্ট টি আমাদের মাঝে শেয়ার করার কারণে আজকে সেগুলো চিনতে পারলাম।

 4 years ago 

ধন্যবাদ ভাই সুন্দর কমেনটস এর জন্য।

 4 years ago 

EZrGNWcrMDNczaEXa66AEJHcKH7nrfa7r2fnEEb26owGbKmVZzVNY38ZTpQGcSKBRTWKQQ1NYenwo9LEQ2PvU7bfyvF5uQyBcpg9GAJ2va...2w7ep3LhhQa9kvWQkCLWjKffNejcyyHjp9ScganhREzkD3tjt9Po5p3UVrueKo7yazdVpNDXMDDSuBxwSR2of5d3Hw7x1SEccV31Hi7jLan7SSYxXeu1BPFSh4.png

আপনার ফটোগ্রাফি দেখলাম আর মুগ্ধ হলাম। সত্যি ভাই, আপনি অনেক সুন্দর ফটোগ্রাফি করেছেন। আপনার ফটোগ্রাফি দেখেই বুঝা যাচ্ছে আপনার ফটোগ্রাফির হাত অনেক পাকা। আশা করি সামনে আরো সুন্দর কিছু ফটোগ্রাফি দেখতে পারবো। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইলো।

EZrGNWcrMDNczaEXa66AEJHcKH7nrfa7r2fnEEb26owGbKmVZzVNY38ZTpQGcSKBRTWKQQ1NYenwo9LEQ2PvU7bfyvF5uQyBcpg9GAJ2va...2w7ep3LhhQa9kvWQkCLWjKffNejcyyHjp9ScganhREzkD3tjt9Po5p3UVrueKo7yazdVpNDXMDDSuBxwSR2of5d3Hw7x1SEccV31Hi7jLan7SSYxXeu1BPFSh4.png

 4 years ago 

ধন্যবাদ ভাই সুন্দর কমেন্টস এর জন্য ।