১৬ই ডিসেম্বর উপলক্ষে গ্রাম বাংলার আনন্দ উৎসব
আসসালামু আলাইকুম/আদাব আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধু গন আমি @kibreay001 বাংলাদেশ থেকে বলছি আজ (০১-০১-২০২৬)
আসসালামু আলাইকুম আমার স্টিম বন্ধু গন আশা করি আপনারা অনেক ভালো আছেন । আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি। আমি @kibreay001 আমি আজকে আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি ১৬ই ডিসেম্বর উপলক্ষে গ্রাম বাংলার আনন্দ উৎসব। প্রথমেই সকলকে জানাই নতুন বছরের শুভেচ্ছা ও অভিনন্দন। দীর্ঘ পাঁচ বছর পথ চলা আমার বাংলা ব্লগ কমিউনিটি গতকালকে বন্ধের ঘোষণা এসেছে সত্যি এটা আমাকে খুবই কষ্ট দিয়েছে। তবে এটা সত্য যার শুরু আছে তার শেষও আছে তাই আমাদের সকলকে মেনে নিতে হবে তবে আমি চাই আমরা সকলে মিলে আবারো কোন নতুন জায়গায় কাজ করতে এবং সেই রকম যদি জায়গা তৈরি হয় অবশ্যই আমরা থাকবো সেখানে ইনশাআল্লাহ। তবে কমিউনিটিতে পোস্ট করার কোন নিষেধাজ্ঞা নেই তাই আমি আমার জায়গা থেকে চেষ্টা করব কন্টিনিউ পোস্ট চালিয়ে যাওয়ার জন্য কমিউনিটির প্রতি ভালোবাসার জায়গা থেকে। আসলে আমরা যে সকল সদস্য আমার বাংলা ব্লগ কমিউনিটিতে কাজ করতাম তারা সকলেই নিজের পরিবার মনে করতাম। একটা পরিবারের মানুষ যখন আলাদা হয়ে যায় সত্যিই এটা অনেক কষ্টের মেনে নেওয়া অনেক কঠিন। তবে সবকিছু মেনে নিয়ে আবারো জীবনে নতুনভাবে সামনের দিকে এগিয়ে যেতে হবে এটাই সত্য । তবে চলুন আজকের পোস্ট লেখা শুরু করা যাক.........
আপনারা উপরে লক্ষ্য করলে দেখতে পারবেন আমি খুবই সুন্দর ভাবে আপনাদের মাঝে দুইটি ছবি আমার মোবাইলের ক্যামেরায় ধারণ করে শেয়ার করেছি। প্রত্যেক বছরের ন্যায় এবারেও ১৬ই ডিসেম্বর উপলক্ষে আমাদের গ্রামের সকল যুবক ছেলেরা মিলে ছোট্ট একটা অনুষ্ঠানের আয়োজন করেছিলাম। আমাদের গ্রামের সকল মানুষকে আনন্দ এবং বিনোদন দেওয়ার জন্য আমরা প্রত্যেক বছর এই অনুষ্ঠানের আয়োজন করে থাকি। গ্রামে একটি স্কুল ফিল্ড রয়েছে আমরা সেটা খুবই সুন্দরভাবে সাজিয়েছিলাম বাংলাদেশ জাতীয় পতাকার মাধ্যমে এবং কিছু সুন্দর স্টিকার এর মাধ্যমে। সেখানে আমরা ছোট বড় ছেলে-মেয়ে গ্রামের সকল মানুষের খেলার আয়োজন করে আনন্দ সকলের সাথে ভাগাভাগি করে নেওয়ার চেষ্টা করি। দিনের বেলায় আমরা বেশ কয়েকটি খেলা খেলিয়েছিলাম দেখতে পারছেন আপনারা মেয়েরা খুবই সুন্দরভাবে হ্যান্ডবল খেলা খেলছিল সেটা আমরা সবাই মিলে পরিচালনা করছিলাম এবং সকল খেলায় দুইজনকে বিজয় হিসেবে ঘোষণা করা হয় ছিল এবং পুরস্কার দেওয়া হয়েছিল।
আপনারা উপরে লক্ষ্য করলে দেখতে পারবেন আমি আবারও খুবই সুন্দর ভাবে দুটি ছবি আপনাদের মাঝে তুলে ধরেছি। প্রথমে ছোট মেয়েরা চেয়ার খেলায় অংশ নিয়েছিল আসলে আমরা চেয়ার হিসেবে সেখানে ইটের ব্যবহার করেছিলাম আসলে এতগুলো চেয়ার ম্যানেজ করা সত্যি অত্যন্ত কঠিন। তাই আমরা গোল করে একটি নির্দিষ্ট জায়গায় বেশ কয়েকটি ইট দিয়েছিলাম সেখানে খেলা পরিচালনাকারী যখন বাসি দিচ্ছিল প্রত্যেকেই দৌড়ে ইটের এসে পা দিচ্ছিল এবং একজন করে প্রত্যেক বার বাদ পড়েছিল খেলাটা বেশ মজার। সেখানে ছোট মেয়েদের জন্য একটি খেলার আয়োজন করা হয়েছিল এবং বড় মেয়েদের জন্য একটি খেলার আয়োজন করা হয়েছিল। সব মিলিয়ে আমরা সেখানে গ্রামের সকলেই খেলা দেখছিলাম এবং দারুণ কিছু সময় উপভোগ করছিলাম।
আমি আবারও খুবই চমৎকারভাবে আপনাদের মাঝে আকর্ষণীয় দুইটি ছবি আমার মোবাইলের ক্যামেরায় ধারণ করে আপনাদের মাঝে শেয়ার করেছি। এবার আপনার লক্ষ্য করলে দেখতে পারবেন দড়ি টেনে নেওয়া খেলা। আসলে এই খেলাটি মূলত শক্তি পরীক্ষার এবং আমাদের গ্রামের শাশুড়ি ও বৌমা দের খেলা। আসলে এই খেলাটা বেশ মজার। নিজের শাশুড়িদের সাথে নিজের বৌমারা যখন শক্তি পরীক্ষা করে এটা দেখতে প্রত্যেকটা মানুষই বেশ পছন্দ করে। প্রত্যেক দিকে সাতজন করে খেলায় অংশগ্রহণ করেছিল এবং খেলা শুরু হওয়ার কিছু সময় আগে আমাদের মধ্য থেকে দুইজন দুই দিকে খেলায় অংশগ্রহণকারীদের মধ্যে কিছু দিকনির্দেশনা দিচ্ছিল এবং খেলাটা সম্পর্কে তাদেরকে বুঝিয়ে দিচ্ছিল। তবে খেলায় বিজয়ী হয়েছিল শাশুড়িদের দল। আমার কাছে খেলাটা দেখতে খুবই মজার ছিল।
এবার লক্ষ্য করলে দেখতে পারবেন সকলের সেই সুপরিচিত খেলা আমি আবারও খুবই চমৎকারভাবে দুইটি ছবির মাধ্যমে শেয়ার করেছি। গ্রাম বাংলার আনন্দ ফিরিয়ে আনার জন্য আমাদের গ্রামের সকল যুবক ছেলেদের উদ্যোগেই এই খেলাগুলো আয়োজন করা হয় এবং প্রত্যেক বছর ১৬ই ডিসেম্বরের দিন। এবার মূলত লাঠি দিয়ে হাড়িভাঙ্গা খেলা। আসলে খেলা খেলানোর জন্য অনেক সময় প্রয়োজন হয়েছিল তাই প্রায় রাত নয়টা বেজে গিয়েছিল তাই আমরা সেখানে লাইটিং এর ব্যবস্থা করেছিলাম। সেখানে প্রায় ২০ থেকে ৩০ জন অংশগ্রহণকারী ছিল হাড়িভাঙ্গা খেলায় তাদের মধ্য থেকে একজন হাড়ি ভাঙতে পেরেছিল আমরা এখানে পুরস্কার রেখেছিলাম একটি স্মার্টফোন। সত্যি বলতে ১৬ই ডিসেম্বর সেই দিনটি আমরা সকলেই অনেক অনেক মজা করেছিলাম। আজকের মতো পোস্ট লেখা এখানে শেষ করছি সকলকে ধন্যবাদ।
আমি মোঃ কিবরিয়া হোসেন। আমি বাংলাদেশ খুলনা বিভাগে মেহেরপুর জেলার গাংনী থানা কামারখালী গ্রামে বসবাস করি। আমার পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। আমার মাতৃভাষা বাংলা। আমি বাংলা ভাষায় কথা বলতে এবং লিখতে অনেক ভালোবাসি। সব থেকে আমি বেশি পছন্দ করি ফটোগ্রাফি ক্যামেরাবন্দি করতে। আমি বেশিরভাগ সময় বিভিন্ন জায়গা ঘোরাঘুরি করে থাকি। কয়েকটি শখের মধ্যে আমার প্রধান শখ হচ্ছে বিভিন্ন জায়গা ভ্রমণ করা এবং ফটোগ্রাফি ধারণ করা। আমি স্টিমিট প্ল্যাটফর্মে যাত্রা শুরু করেছি ২০২২ সালের জানুয়ারি মাসের ০১ তারিখে । স্টিমিট প্ল্যাটফর্মকে আঁকড়ে ধরে ভবিষ্যতে আরো অনেক দূরে এগিয়ে যেতে চাই এটাই আমার লক্ষ্য। সংক্ষিপ্ত আকারে আমি আমার নিজের পরিচয় শেয়ার করলাম আপনাদের মাঝে। সবাই আমার জন্য দোয়া করবেন। আমার পক্ষ থেকে আপনাদের জন্য শুভকামনা রইল।
(১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য )
VOTE @bangla.witness as witness

OR
















X-promotion
https://x.com/i/status/2006559335267316074
https://x.com/i/status/2006562369019977857
https://x.com/i/status/2006562698771968268
https://x.com/i/status/2006358256323817570
https://x.com/i/status/2006357907366125859
https://x.com/i/status/2006357500015350173
গতকাল থেকেই ভাবছিলাম আমার বাংলা ব্লগে কিভাবে পোস্ট করলে আমাকে মেম্বার হিসেবে গ্রহণ করবে তা কারো কাছ থেকে জানার চেষ্টা করবো।আজকে হঠাৎ আপনার পোস্টের মাধ্যমে জানতে পারলাম, আমার বাংলা ব্লগ বন্ধের ঘোষণা এসেছে।এতে আমি আশাহত হয়েছি।
আর ১৬ ই ডিসেম্বর আমাদের বিজয়ের ঐতিহ্য বহন করে।এই দিনকে আপনারা বিভিন্ন বিনোদনের মাধ্যমে উজ্জীবিত রেখেছেন এজন্য ভালো লাগলো। আপনার গ্রামের প্রতিটি মানুষের মধ্যকার এই বন্ধন চিরস্থায়ী হোক সেই প্রত্যাশা করি।
We support quality posts, good comments anywhere and any tags.
Thank you so much
Congratulations!
Your post has been manually upvoted by the SteemPro team! 🚀
This is an automated message.
If you wish to stop receiving these replies, simply reply to this comment with turn-off
Visit here.
https://www.steempro.com
SteemPro Official Discord Server
https://discord.gg/Bsf98vMg6U
💪 Let's strengthen the Steem ecosystem together!
🟩 Vote for witness faisalamin
https://steemitwallet.com/~witnesses
https://www.steempro.com/witnesses#faisalamin