অসীম মামার সার বিষ ও বীজের দোকান
আসসালামু আলাইকুম/আদাব আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধু গন আমি @kibreay001 বাংলাদেশ থেকে বলছি আজ (০৪-১১-২০২৫)
আসসালামু আলাইকুম আমার স্টিম বন্ধু গন আশা করি আপনারা অনেক ভালো আছেন । আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি। আমি @kibreay001 আমি আজকে আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি অসীম মামার সার বিষ ও বীজের দোকান। গত কয়েকদিন আগে আমি অসীম মামার দোকানে আমাদের মাঠে ফসল চাষের জন্য প্রয়োজনীয় কিছু সার বিষ ও বীজ কিনতে গিয়েছিলাম এবং সেই মুহূর্তটা আমি খুবই সুন্দরভাবে আমার মোবাইলের ক্যামেরায় ধারণ করেছিলাম আপনাদের মাঝে শেয়ার করব বলে। বামুন্দি বাজারে দোকানটি অবস্থিত সেখানে প্রত্যেকটা কৃষক তাদের নিত্যদিনের প্রয়োজনীয় জিনিসগুলো অসীম আমার দোকান থেকে নিয়ে থাকে। আমাদের গ্রামের কৃষকরা প্রায় প্রতিনিয়ত মাঠে চাষ কাজের জন্য প্রয়োজনীয় জিনিসগুলো অসীম মামার দোকান থেকে কিনে থাকে। তবে চলুন আজকের পোষ্টের মাধ্যমে আরো বিস্তারিত আপনাদের মাঝে শেয়ার করা যাক........
আপনারা উপরে লক্ষ্য করলে দেখতে পারবেন আমি খুবই সুন্দর ভাবে দুইটি বীজের প্যাকেটের ছবি তুলে আপনাদের মাঝে শেয়ার করেছি। সেখানে রয়েছে ভুট্টার বীজ ও টমেটোর বীজ। আমাদের এবার মাঠের জমিতে বেশ কয়েক বিঘা ভুট্টা লাগাবে এবং টমেটো লাগাবে তাই আমি প্রয়োজনীয় বীজগুলো কেনার জন্য অসীম মামার দোকানে গিয়েছিলাম। আমার বাড়ি থেকে আমার বাবা আমাকে বলে দিয়েছিল অসীম আমার দোকান থেকে বীজগুলো কিনে নিয়ে আসার জন্য। আসলে বামুন্দি বাজারে প্রায় কয়েক বছর ব্যবসা করছে অসীম মামা মানুষের কাছে অনেক বিশ্বস্ত অর্জন করেছে। সব সময় সে চেষ্টা করে তার দোকানে ভালো মানের বীজগুলো বিক্রি করা এবং কোয়ালিটি সম্পন্ন জিনিস সব সময় মানুষের এবং কৃষকদের মাঝে দেওয়ার চেষ্টা করে। সেই কারণে খুব অল্প সময়ের মধ্যে শোনাম অর্জন করেছে।
আপনারা এবার উপরে লক্ষ্য করলে দেখতে পারবেন আমি বেশ কয়েক প্রকার বিষের ছবি আপনাদের মাঝে শেয়ার করেছি। আমাদের মাঠের জমিতে আলু রসুন পেঁয়াজ লাগাবে বলে সেখান থেকে আমি বেশ কিছু বিষ কিনেছিলাম। বিষ গুলো কেনার পরে অসীম মামার দোকানের মধ্যে দাঁড়িয়ে বেশ কিছু ছবি আমি আমার মোবাইলে সংগ্রহ করেছিলাম । আসলে আলো এবং রসুন পেঁয়াজ চাষ করতে হলে প্রথমে জমিতে বিষ দিয়ে নিতে হয় না হলে পোকার উৎপত্তি খুবই বেশি হয়। এবং আলু লাগানোর সময় আলুর গায়ে বিভিন্ন ধরনের মেডিসিন এবং বিষ মাখিয়ে নিতে হয় সেগুলো না মাখালে আলু খুব ছোটকালেই পোকায় খেয়ে নষ্ট করে ফেলে। তাই আমি প্রয়োজনীয় বিষগুলো কেনার জন্য অসীম মামার দোকানে গিয়েছিলাম এবং সেখান থেকে বিষগুলো আমি কিনে নিয়ে এসেছিলাম। আসলে এখানে অনেক ধরনের বিষ রয়েছে কোন বিষ গুলো কি ধরনের কাজ করে আমি জানিনা আমি মামাকে গিয়ে বলেছিলাম মামা সব এই বিষগুলো আমাকে দিয়েছিল এবং জমিতে দেওয়ার নিয়ম আমাকে বলে দিয়েছিল।
আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন আমি আবারো খুবই সুন্দর ভাবে তিনটি ছবি তুলে আপনাদের মাঝে শেয়ার করেছি। পিঁপড়াও ছারপোকা দমনের জন্য বিষ রয়েছে এবং গরুর ভিটামিন রয়েছে আমি সবগুলো কিনেছিলাম আসলে বাড়িতে খুবই পিঁপড়ার উৎপত্তি হয়েছে এবং গরুর জন্য একটি ভিটামিন প্রয়োজন ছিল অসীম মামার দোকান থেকে নিয়েছিলাম। সবার শেষে যখন আমার প্রয়োজনীয় জিনিসগুলো অসীম মামার দোকান থেকে নেওয়া সম্পন্ন হয়েছিল তখন আমি খুবই সুন্দরভাবে অসীম আমার সাথে একটি সেলফি তুলেছিলাম। আশা করি আজকের লেখা পোস্ট আপনাদের সকলের কাছে ভালো লাগবে। সকলের মতামত নিচে কমেন্ট বক্সে মাধ্যমে জানাবেন। সকলের জন্য আমার পক্ষ থেকে শুভকামনা রইল।
আমি মোঃ কিবরিয়া হোসেন। আমি বাংলাদেশ খুলনা বিভাগে মেহেরপুর জেলার গাংনী থানা কামারখালী গ্রামে বসবাস করি। আমার পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। আমার মাতৃভাষা বাংলা। আমি বাংলা ভাষায় কথা বলতে এবং লিখতে অনেক ভালোবাসি। সব থেকে আমি বেশি পছন্দ করি ফটোগ্রাফি ক্যামেরাবন্দি করতে। আমি বেশিরভাগ সময় বিভিন্ন জায়গা ঘোরাঘুরি করে থাকি। কয়েকটি শখের মধ্যে আমার প্রধান শখ হচ্ছে বিভিন্ন জায়গা ভ্রমণ করা এবং ফটোগ্রাফি ধারণ করা। আমি স্টিমিট প্ল্যাটফর্মে যাত্রা শুরু করেছি ২০২২ সালের জানুয়ারি মাসের ০১ তারিখে । স্টিমিট প্ল্যাটফর্মকে আঁকড়ে ধরে ভবিষ্যতে আরো অনেক দূরে এগিয়ে যেতে চাই এটাই আমার লক্ষ্য। সংক্ষিপ্ত আকারে আমি আমার নিজের পরিচয় শেয়ার করলাম আপনাদের মাঝে। সবাই আমার জন্য দোয়া করবেন। আমার পক্ষ থেকে আপনাদের জন্য শুভকামনা রইল।
(১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য )
VOTE @bangla.witness as witness

OR
















X-promotion
https://x.com/kibreay001/status/1985511328430375248?t=DAvryKEjP3zDKbhRkGDx3Q&s=19