You are viewing a single comment's thread from:
RE: একটি মজার প্রতিযোগিতা : "ভুল গল্পের ভুল খুঁজে বের করুন" ০১
১. অমাবস্যার রাত অথচ বেলা।
২. অমাবস্যার রাত তাই বেলা অবশিষ্ট থাকতে পারে না।
৩. অমাবস্যার রাত ঘুটঘুটে অন্ধকার হয় তাই সজল শ্যামল মেঘ দেখতে পাওয়ার প্রশ্নই নেই।
৪. অমাবস্যার রাত যেখানে অস্তগামী সূর্য দেখতে পাওয়া অসম্ভব।
৫. যেহেতু রাত হয়ে গেছে তাই সন্ধ্যেও অনেক ক্ষন আগেই পেরিয়েছে।
৬. বর্ষার মধ্যে লাল কাঁকরের ধুলো সম্ভব না।
৭. গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যে প্রতি পদক্ষেপে জুতো তার লাল ধুলোয় ছেয়ে যাওয়া অসম্ভব।
৮. আমাবস্যার রাতে চাঁদ ওঠে না।
৯. বর্ষাকালে কমলালেবু ওঠে না।
১০. অজিত শ্বশুর বাড়ি যাচ্ছে তাই ভাইয়ের জন্য কমলা নেওয়া টা ভুল।
১১. শ্রাবণ মাস আর জৈষ্ঠ্য মাস এক সাথে হতে পারে না।
১২. বর্ষায় নদীর জল শোকায় না।
১৩. যেহেতু অমাবস্যার রাত তাই জলে পরিষ্কার দেখতে পাওয়ার কথা না।