জবা ফুলের ফটোগ্রাফি🦊(লাজুক খ্যাকের জন্য১০%পে আউট এবং৫%এবিবি স্কুল এর জন্য)🦊

• ১৮ কার্তিক
• ১৪২৯ বঙ্গাব্দ।
• বৃহস্পতিবার
• জবা ফুলের ফটোগ্রাফি।

আসসালামু আলাইকু।
হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভাল আছি। আমি বাংলাদেশী এবং আমার বাংলা ব্লগের একজন নতুন ইউজার।আমি পরিশ্রম করতে ভালোবাসি, আমি নিজের কাজকে অনেক ভালোবাসি। আমি @kosto আপনাদের মাঝে শেয়ার করব জবা ফুলের ফটোগ্রাফি।

PhotoGrid_1_20221102211449.jpg

কিছু দিন আগে আমি আমাদের গ্রামে ভূমি অফিসে একটি জরুরি কাজে গিয়েছিলাম ওখানে গিয়ে দেখি তারা অনেক বিজি আছে আমার কাজটা করতে একটু দেরি হবে। আমাকে বল্লেন বাহিরে বসতে আমি অফিস রুমের বাহিরে এসে দেখি জবা ফুল ও বিভিন্ন গাছ বেশ সুন্দর লাগছে ফুলগুলো। সুন্দর কিছু দেখলেই আমি কেমেরা বন্ধি করেফেলার চেষ্টা করি।আর দেরি না করে মোবাইলটা বের করে বেশ কিছু ফটো তুল্লাম।সেই ফটোগুলো আপনাদের মাঝে শেয়ার করবো।

20220903_173857.jpg

20220903_174406.jpg

ছোট বেলায় দেখেছি আমাদের বাড়ির পাশে একটি মন্দিরে জবা ফুলের গাছ ছিলো পুজোর কাজে জবা ফুল ব্যবহার করত। গ্রামের ছোট ছোট মেয়েরা জবা ফুলের মাঝ খানের শীষ দিয়ে কপালের টিকলি বানিয়ে খেলা করতো অনেকে জবা ফুলের পাপড়ি মুখদিয়ে ফুলিয়ে আন্দ করতো।

20220903_174419.jpg

20220903_174342.jpg

জবা ফুল বিভিন্ন রঙের হয়ে থাকে যেমন সাদা,গোলাপি,হলুদ ও লাল রঙের ইত্যাদি জাতের জবা ফুল রয়েছে।এই গাছের অনেক শাখা প্রশাখা হয়ে থাকে পাতাগুলি চকচকে ও ফুলগুলি উজ্জ্বল বর্ণের ও ৫টি পাপড়ি যুক্ত হয়। জবা ফুলের পাতা গুলোও দেখতে সুন্দর। জবা ফুলের পাতার দুই ধার করাতের মতো উচু নিচু বেশ সুন্দর লাগে দেখতে।

20220903_174247.jpg

20220903_174318.jpg

জবা ফুলের সাথে মেহেদি গাছের কিছু চিত্র।

PhotoGrid_1_20221103211434.jpg

আমার দেখা দুই ধরনের জবা ফুল লাল ও গোলাপি রঙের ফুল।
জবা ফুল অন্যান্য ফুলের মত বাণিজ্যিক ভাবে চাষ করা হয় না।সব ধরনের মাটিতে এটি জন্মে থাকে। জবা ফুল শীতল ও পিচ্ছিল হয়। জবা ফুলের পাপড়ি জ্বালিয়ে চা বানিয়ে খাওয়া যায়। আজ আপনাদের সাথে জবা ফুল শেয়ার কোরলাম আপনাদের কেমন লেগেছে আমাকে জানাবেন এ পর্যন্তই আমার ব্লগটি শেষ করছি ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন ধন্যবাদ সবাইকে।


সমস্ত ছবিরতথ্য
লোকেশনবাংলাদেশ 🇧🇩
ক্যামেরাস্যামস্যাং এম ২১
ক্যামেরাম্যান@kosto
w3wordshttps://w3w.co/friday.reunified.cabdrivers
Sort:  
 2 years ago 

আমিও ঠিক লাল আর গোলাপি রঙের জবা ফুল দেখেছি তবে এই রঙের জবা ফুলটি আজকে প্রথম দেখলাম। হয়তো আপনাদের মাধ্যমে ভবিষ্যতে আরো নিত্যনতুন অনেককিছু উপভোগ করতে পারব এবং দেখতে পারব। অনেক অনেক শুভকামনা রইলো ভাইয়া আর প্রতিনিয়ত আমাদের সাথে এমন সুন্দর সব ফটোগ্রাফি শেয়ার করবেন এই কামনাই রইল।

 2 years ago 

প্রতিনিয়ত আপনাদের সাথে এমন সুন্দর সব ফটোগ্রাফি শেয়ার করার চেষ্টা করবো ইনশাআল্লাহ ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

খুবই দারুণ ফটোগ্রাফি করেছেন আপনি। জবা ফুলের কালারটি খুবই সুন্দর ছিল তার সাথে ফটোগ্রাফি টিও। জবা ফুল এর বিভিন্ন জাত আছে যেগুলো আমার কাছে ভীষণ ভালো লাগে। ফটোগ্রাফি এবং বিভিন্ন জিনিসের মাধ্যমে নিজের দক্ষতা প্রকাশ করা যায়। ফুলের ফটোগ্রাফি করতে এবং দেখতে আমার কাছে একটু বেশি ভালো লাগে।

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

জবা ফুলের ফটোগ্রাফি গুলো দেখে মুগ্ধ হয়ে গেলাম। আমার কাছে সাদা জবা ফুল দেখতে ভীষণ ভালো লাগে। আপনার ফটোগ্রাফির সাথে বর্ননা অনেক সুন্দর হয়েছে। এভাবেই এগিয়ে যান আপনার জন্য শুভ কামনা রইলো।

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া

 2 years ago 
আপনি দেখছি খুব সুন্দর ভাবে জবা ফুলের ফটোগ্রাফি তুলেছেন তবে এই ধরনের জবা ফুলের থেকেও লাল জবা ফুলটি দেখতে অনেক সুন্দর লাগে এবং সবাই ওই ফুলকে খুব পছন্দ করে জবা ফুলকে আমরা ওষধি ফুল হিসেবেও ব্যবহার করে থাকি। অনেক সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।
 2 years ago 

জি ভাইয়া লালা জবা সব প্রায় জাইগাই পাওয়া জাই ধন্যবাদ সুন্দর মন্তব্য কারার জন্য।

 2 years ago 

জবা ফুল আমারও খুব প্রিয় একটি ফুল।আমাদের বাড়িতে অনেক সুন্দর লাল জবা ফুল ছিল।মেহেদী ফুল অনেক সুগন্ধি একটি ফুল।দেখতে আমার খুব ভালো লাগে। আপনি খুব সুন্দর করে আমার প্রিয় দুইটি ফুলের ছবি শেয়ার করেছেন।ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

জবা ফুল ও মেহেদি ফুল আপনার কাছে ভালো লেগেছে জেনে আমারো ভালো লাগলো আপু ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

জবা ফুলের অনেক ধরনের হয়।তবে মেহেনদি গাছের ফুল ও ফল এই প্রথম দেখলাম।খুব ভালো লাগল।আপনাকে অনেক অনেক শুভেচ্ছা দভাই।

 2 years ago 

ধন্যবাদ দিদি।

Coin Marketplace

STEEM 0.24
TRX 0.11
JST 0.029
BTC 69434.69
ETH 3685.47
USDT 1.00
SBD 3.28