মানুষ চেনা দায় একদমই ঠিক কথা বলেছেন। আগের দিনের মানুষের প্রতি মানুষের ভালোবাসা আস্থা এবং বিশ্বাস ছিলো। আর এখন ডিজিটাল যুগের মানুষের ভিতরে সেটা নিই। কম বেশি সবাই এখন নিজের স্বার্থ ছাড়া কিছুই বোঝে না। একজন বিপদে পরলে তাকে সেই বিপদে থেকে রক্ষা না করে। ঐ মানুষটি আরো বড় ধরনের বিপদে কিভাবে পড়বে সেই পরিকল্পনা করতে থাকে। আপনার পোস্ট পড়ে ভালো লাগলো ধন্যবাদ আপনাকে।